লিগেসিঃকিভাবে মানুষ আপনাকে স্মরন করবে? কিছু প্রশ্ন!! (শিক্ষামূলক ঘটনা)
লিখেছেন লিখেছেন আতিক খান ১৫ অক্টোবর, ২০১৪, ১০:৫০:১৫ রাত
নোবেল পুরস্কার প্রবর্তনের পিছনে একটা ছোট কিন্তু বিশাল অর্থবহ গল্প আছে। নোবেল পুরস্কার এর প্রবর্তক সুইডিশ কেমিস্ট স্যার আলফ্রেড নোবেল। উনি ২১শে অক্টোবর ১৮৩৩ সুইডেনে জন্মগ্রহন করেন এবং ১০ ডিসেম্বর ১৮৯৬ ইতালিতে মারা যান।
১৮৬৪ সালে এক বোমা বিস্ফোরনে পারিবারিক সুইডিশ ফ্যাক্টরিতে নোবেলের ছোটভাই এমিলসহ ৫ জন মারা যান। ২৯ বছরের নোবেল এই ঘটনায় প্রভাবিত হয়ে কাজ শুরু করেন এবং ১৮৬৭ সালে নিরাপদ এক্সপ্লোসিভ আবিষ্কার করেন, যার নাম রাখা হয় "ডিনামাইট"।
এই বিস্ফোরকের বদৌলতে বিপুল ধন সম্পদ উপার্জন করেন নোবেল। ১৮৮৮ সালে নোবেলের আরেক ভাই লুডভিগ ফ্রান্সে মারা যান। পত্রিকা ভুল করে শিরোনাম করে নোবেলের মৃত্যুর খবর। খুবই সমালোচনামূলক খবরগুলো ছিল এরকম,
- ডিনামাইট এর রাজার মৃত্যু
- নোবেল ছিল মৃত্যুর ব্যবসায়ী
এই খবরগুলো নোবেলকে খুবই হতাশাগ্রস্ত করে তোলে। এই খবরগুলো নোবেলকে খুবই হতাশাগ্রস্ত করে তোলে। নিজেকেই প্রশ্ন করেন,
- আমি কি চাইব, মৃত্যুর পর সবাই আমাকে এইভাবে স্মরণ করুক?
সেদিন হতেই তিনি এর পিছনে কাজ শুরু করেন আর ৫ টা ক্যাটাগরিতে নোবেল পুরস্কারের প্রবর্তন এরজন্য ফান্ড তৈরি করেন। যার অর্থমূল্য প্রায় ২৫০ মিলিয়ন ইউএস ডলার। বিষয়গুলো ছিল - পদার্থ / রসায়ন / মেডিসিন / সাহিত্য এবং শান্তি।
আমরা কিন্তু স্যার আলফ্রেড নোবেলকে নোবেল পুরস্কারের জন্যই বেশি মনে রাখি। এবং প্রতিবছর উনার নাম বারবার সবার মুখে সন্মানের সাথে উঠে আসে।
মরালঃ স্যার আলফ্রেড নোবেল যেমন নিজের নীতি এবং মূল্যবোধ বদলে নিয়েছেন, আপনিও প্রশ্নগুলো নিজেকে করতে পারেন।
- আপনার লিগেসি কি? মৃত্যুর পর কিভাবে আপনার পরিচিতি চান?
- কিভাবে চান মানুষ আপনাকে স্মরণ করুক?
- মানুষ কি আপনার সম্পর্কে ভালকিছু বলবে নাকি মন্দ বলবে?
- আপনাকে কি সবাই সন্মান আর ভালবাসার সাথে স্মরণ করবে?
- আপনার অনুপস্থিতি কি অনেকে অনুভব করবে?
(এই প্রশ্নগুলো দুর্নীতিবাজ, দেশদ্রোহী আর রাজনীতিবিদরাও নিজেদের করতে পারেন )
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন