পোড়া টোস্টঃ (শিক্ষামুলক গল্প)
লিখেছেন লিখেছেন আতিক খান ১৪ অক্টোবর, ২০১৪, ০৯:২৩:১২ রাত
আমার মা খুব রান্নাবান্না করতে ভালবাসতেন। যখন ছোট ছিলাম, মা নানারকম ডিশ রান্না করতেন আর আমরা বাকি সবাই তৃপ্তি সহকারে চেটেপুটে খেতাম। মা চাকুরীজীবী ছিলেন। ভোরেই দুপুরের খাবার রান্না করে চলে যেতেন আর কাজ হতে ফিরে রাতের খাবার বানাতেন।
একদিন কাজ হতে ফিরতে মায়ের অনেক দেরি হয়ে গেল। আমাদের খুব ক্ষিদা লেগেছিল। বাবা বিভিন্ন খেলনা দিয়ে আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। বাবার ও ক্ষিদা লেগেছে কিন্তু বুঝতে দিতে চাইছেন না। মা কিছুটা অন্যমনস্ক ছিলেন, তাড়াহুড়া করে ডিনার দিলেন টেবিলে। দুপুরের ভাত যা বেঁচে ছিল আমরা দুই ভাইবোন এর জন্য দিয়ে বাবার জন্য পাউরুটি টোস্ট করে দিলেন। দেখছিলাম, টোস্ট গুলো পুড়ে গিয়ে কাল হয়ে আছে। ভেবেছিলাম বাবা এক্ষুনি উঠে চলে যাবেন বা রুটি গুলো ডাস্টবিনে ফেলে দিবেন।
আমাদের অবাক করে দিয়ে বাবা হাসিমুখে তরকারি দিয়ে টোস্টগুলো খেতে লাগলেন। আমাদের সাথে অন্য গল্প জুড়ে দিলেন। মা হটাত দেখতে পেয়ে অস্থির হয়ে মাফ চাইলেন বাবার কাছে। বাবা হাসিমুখে বললেন,
- খেতে ভালই লাগছে, কোন সমস্যা নেই।
আমার মাথায় ব্যাপারটা ঢুকল না। এই টোস্ট যে খাবার অযোগ্য দেখেই বুঝা যাচ্ছে। ডিনারের পর বাবাকে এক কোণায় পেয়ে জিজ্ঞেস করলাম, ওই কাল টোস্ট হাসিমুখে কিভাবে খেল।
বাবা কোলে বসিয়ে আদর করে যা বললেন সেটা কখনো ভুলব না,
- তোমার মা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত ছিল। আর পুড়ে যাওয়া টোস্ট কাউকে আঘাত বা কষ্ট দিতে পারে না, খারাপ ব্যবহার বা কর্কশ শব্দ সেটা ভালভাবেই পারে। বাবা, জীবন মানে ভুলে ভরা মানুষ আর খুঁতসহ জিনিসে ভর্তি। আমিও অনেকরকম ভুল করি। এমনকি তোমার মায়ের জন্মদিন, বিয়ে বার্ষিকী ও ভুলে যাই কখনো কখনো। অন্যের ভুলগুলো মেনে নিয়ে ভালো দিকগুলো উদযাপন করাই একটা সুস্থ আর দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি।
- জীবন কোন ধারাল ছুরি না যে মানুষের ভুল আর খারাপ স্মৃতিগুলো শুধু কাটতে থাকবে।
জীবন হল সোনালি সুতা দিয়ে মিষ্টি মধুর স্মৃতি গাঁথার সুঁই।
MORAL : LOVE YOUR LIFE, LIVE YOUR LIFE. ITS THE ONLY ONE YOU HAVE !!
(নিজ ভাষায় অনুবাদ)
বিষয়: বিবিধ
১৮৯০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
ওওওওও তাহলেতো আপনার বুড়ো বয়সের ঘটনা
আাাাাাাাাা---প্পু-----নী?
@রাইয়ানমণি
বুড়ো হলে কী হপে এখনওতো এক্লা এনটিক হয়েই ঝুলে আছি ড্রয়িংরুমে তাই ইকটু পাশে কাওকে পেতে চাইছিলুম @প্রিয় আতিক ভাইয়া
পড়লাম, জাযাকাল্লাহ..
দোয়া করি সবার জীবনে এ শিক্ষা অনুসৃত হোক
ধন্যবাদ সুন্দর লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন