বিশ্ব ক্রিকেটে ভারতের জমিদারী আর মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি
লিখেছেন লিখেছেন আতিক খান ১০ অক্টোবর, ২০১৪, ১১:৩১:১৭ সকাল
বিশ্বে আমেরিকার দাদাগিরি আর ক্রিকেট বিশ্বে ভারতের জমিদারি দুটোই প্রতিষ্ঠিত সত্য বা সমার্থক। তিন জমিদারের কথা বলা হলেও বাকি দুটো আসলে জমিদারের আবরনে চামচার বেশি কিছু নয়। চুইয়ে চুইয়ে মধু ঝরলে দুই এক ফোঁটা যদি পেটে যায়, এটুকুই ওদের প্রাপ্তি।
- সম্প্রতি সব দেশের প্রতিষ্ঠিত অফ স্পিনাররা একের পর এক নিষিদ্ধ হওয়া শুরু হলেও অশ্বিনসহ বাকি ভারতীয় স্পিনাররা এই তালিকার এখনো বাইরে।
- ভারতীয় ক্রিকেটে আপাত বহিষ্কৃত হলেও আমাদের মোস্তফা কামালকে পুতুল বানিয়ে নতুন এক পদ বানিয়ে আইসিসিতে ঠিকই ছড়ি ঘুরাচ্ছে শ্রীনিবাসন।
- ডিআরএস এর ব্যবহার অনেক বছর ধরেই সময়ের দাবী। ভারতের চাপের কাছে নতজানু আইসিসি এখন পর্যন্ত কোন সমাধান বের করতে পারেনি। অধিকাংশ সময় দেশের মাটিতে ক্রিকেট খেলা ভারতের খেলায় ৫০-৫০ ডিসিশনগুলো ভারতের বিপক্ষে দিতে আম্পায়ারদের হাঁটু কাঁপলে কারো কিছু করার কাছে? গতকাল জাদেজা দেখলাম লেগ ষ্ট্যাম্পের ১ ফুট বাইরের বলে লেগ বিফোর দেয়ার জন্য চিৎকার দিয়ে বিশাল চাপ তৈরি করল।
- বার্ষিক ক্যালেন্ডারে আইপিএল আর চ্যাম্পিয়ন্স লীগের মত টাকা বানানোর যন্ত্র ঢুকিয়ে ক্রিকেটারদের সুতা দিয়ে আরও নাচানোর পাকা বন্দোবস্ত করে রেখেছে ভারত। আর এই ভাণ্ডের মধু খেতে জাতীয় দল ২য় পছন্দে পরিনত হয় নারিন, রাসেল, কেপি কিংবা ফ্লিনটফের মত খেলোয়াড়দের কাছে। মজার ব্যাপার হল, নিজের প্রয়োজনে ঠিকই সিরিজের আগে বুড়া আঙ্গুল দেখানো হয়েছে নারিনকে। এই দুটো টুর্নামেন্ট দিয়ে দিন দিন আরও স্ফিত হচ্ছে ভারতীয় বোর্ডের ব্যাংক ব্যালেন্স। প্রভাব দিয়ে ভবিষ্যতের অধিকাংশ বৈশ্বিক টুর্নামেন্ট ও ভারতের মাটিতে করার পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে দিনে দিনে।
- ২/৩ বছর আগেই চ্যাম্পিয়ন্স লীগে বাংলাদেশের একটা দলকে খেলতে দেয়ার মৌখিক সন্মতি দিলেও সেই প্রতিশ্রুতি রাখেনি ভারত। আইপিএল এ বেশি প্লেয়ার সুযোগ দেবার প্রতিশ্রুতিও ভুলে গেছে ওরা। বিচ্ছিন্নভবে আশরাফুল, রাজ্জাক, তামিমকে নিয়ে বসিয়ে রেখেছে প্রায় পুরো সিজন। ইংল্যান্ড সিরিজের জন্য বিশ্রাম দেবার কথা বলে বাংলাদেশে পাঠিয়েছে তাদের এ দল। অথচ সিরিজের তখনো প্রায় মাসখানেক বাকি। ওদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাওয়া তো স্বপ্ন।
- নিজে সব দেশের প্লেয়ারদের ডেকে নিলেও বিদেশি কোন লীগে এমনকি এশিয়াডেও কোন প্লেয়ার বা দল পাঠায় না ভারত। চ্যাম্পিয়ন্স লীগের নামে নিজ মাটিতে একটা হাস্যকর টুর্নামেন্ট করে যেখানে নিজেদের দলই খেলে ৪ টা। নিজেদের পিচে নিজেদের বাহাদুরি দেখিয়ে ১ম, ২য় আর ৩য় হয় ভারতীয় দল। সেই বাহাদুরি ২ দিনের মধ্যে উধাও ইতিহাসের অন্যতম বড় ব্যবধানে পরাজয় ১২৪ রানের হারের মধ্য দিয়ে। নারিনকে আটকেও লাভ হয়নি, গেইল খেলেনি তাতেও কিছু যায় আসেনি। এরপরের ম্যাচে বল কোমরের উপর না উঠলে আমি অবাক হবনা।
বিশ্বে আর কোন খেলাতে এধরনের দাদাগিরির আর উদাহরন কি আছে? শীঘ্রই পুরো ক্রিকেটটাকে নষ্ট করেই ক্ষান্ত হবে ওরা।
আমার ভারতীয় সহকর্মীরাও যেখানে ভারতীয় বোর্ডের এইসব জমিদারিতে মহা মহা বিরক্ত, সেখানে এত কিছুর পর ও এই দেশে ভারতীয় ক্রিকেটের সমর্থন দেখে বিস্মিত হই।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগেই যা-সব অনুমান করা হয়েছিল-
এখন পর্যায়ক্রমে সেগুলোই দেখতে হচ্ছে/হবে-
বাঘ-সিংহের চামড়া-গায়ের ছাগল যদ্দিন থাকবে এমন "খেলা"ও তদ্দিন চলতে থাকবে!!
মন্তব্য করতে লগইন করুন