নামের বিকৃতিঃ অসুস্থ মানসিকতা, গুনাহ হতে দূরে থাকুন
লিখেছেন লিখেছেন আতিক খান ০৮ অক্টোবর, ২০১৪, ১০:১৬:৩৫ রাত
অনেক দিন ধরেই ফেসবুক বা অনলাইনে একটা রোগ ছড়িয়ে পড়ছে। সেটা হল নামের বিকৃতি করা। আমাদের যখন কারো কাজ বা আচরন অপছন্দ হয় অথবা আমরা যদি কাউকে ঘৃণা করি, তার ঝালটা গিয়ে পড়ে নামের উপর। নামটা বিকৃত করে আমরা সীমাহীন পৈশাচিক আনন্দ লাভ করি।
সম্প্রতি লতিফ সিদ্দিকি তার কর্মকাণ্ডের জন্য বিপুলভাবে সমালোচিত হয়েছেন। সমালোচনাকারীরা তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে লতিফকে লটি, লতিফ্যা, লইত্যা বিভিন্ন নামে সম্বোধন করছেন। লতিফ আল্লাহর ৯৯ নামের ১ টি। এছাড়াও আরও ২ টা আল্লাহর নাম বহুল ভাবে ব্যঙ্গাত্মক উচ্চারনে ব্যবহৃত হয়। এই দুটো হল কুদ্দুস আর মুমিন। অনেকে Kuddos কে বাংলায় কুদ্দুস বলেন অথবা ঠাট্টা করেও বলেন কুদ্দুইচ্যা আর অবাক হতে গিয়ে কস কি মুমিন বলে থাকেন। এসব নামের আগে সাধারনত আবদুল যোগ করা হয় অর্থাৎ গোলাম।
মনে রাখবেন আপনারা আল্লাহর নাম বিকৃত করছেন। এর অর্থগুলো নিম্নরূপ,
কুদ্দুস - নিষ্কলুষ, অতি পবিত্র
মুমিন - নিরাপত্তা ও ঈমান দানকারী
লতিফ - সকল গোপন বিষয়ে অবগত
নামের বিকৃতির সাথে শব্দের অর্থ বিকৃতি ঘটে, যা অনেক বড় মাপের গুনাহর কাজ। আশা করি আমরা এসব পাপ হতে দূরে থাকব এবং কাউকে করতে দেখলে প্রতিবাদ জানাব।
প্রসঙ্গক্রমে আরও ২ টা ব্যাপার,
- সালাম দিতে গিয়ে "আসসালাম ওয়ালাইকুম" এর জায়গায় "স্লামালিকুম" বলে থাকি। এতেও অর্থ বিকৃতি ঘটে। অভ্যাসের কারনে এই ভুল আমার ও হয় কখনো কখনো। আমি সচেতনভাবে বদলানোর চেষ্টা করছি। ছোটকালে কেউ শুধরে দেয়নি, তাই অসচেতনভাবে চলে আসে।
- প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী হতে শিক্ষাবিদ কেউ এই নাম বিকৃতির বাইরে নন। ভাই, জানা মতে সবাই আকিকা করে নাম রেখেছেন। আপনারা উনাদের কাজের যত খুশি সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু নাম বদলাতে চাইলে আবার আকিকা করে নিয়েন।
বিষয়: বিবিধ
১৮৫৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখেরাতে ।
অবস্হা উপযোগী স্বীয় করণীয়ের ব্যর্থতার রেশ ঢালতেই মানুষ এমন করে, স্বীয় রাগ-ক্রোধের কার্যকরী প্রয়োগের বিপরীতে এমন আচরণ করে কত টা অশোভন করছে তা খেয়ালেও আসে না যেন।
নামের বিকৃতি করা মারাত্বক অন্যায়, এ থেকে বেচে থাকার প্রয়াস চালাতে হবে সবার।
সুন্দর বিষয়ের উপস্হাপনার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা......
সুতরাং ঠাট্টা মশকারীর হলেও আমরা কাওকে খারাপ নামে ডাকার সময় সাবধানতা অবলম্বন করব ইন শা আল্লাহ
ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখেছেন।
যথার্থ বলেছেন, সহমত
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন