পশু মানুষ হতে পারে না কিন্তু মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে !!
লিখেছেন লিখেছেন আতিক খান ০৪ অক্টোবর, ২০১৪, ১১:৫১:২৭ সকাল
ঘটনাটা শুনে আপনারাও একমত হবেন।
সচ্ছল পরিবার। বড় ছেলের বিয়ে ঠিক হয়েছে। বিশাল বাজেট, ঢাক ঢোল পিটিয়ে বিয়ে হবে।
একমাত্র সমস্যা বাবার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসা চলছে।
বাজেট বেশি থাকলে আজকাল এসন অনুষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয়া হয়। আয়োজন চলছে, কিছু উদাহরন দেই,
- ফটোগ্রাফির জন্য বুকিং দেয়া হয়েছে নামকরা ফটোগ্রাফারকে, পুরো অনুষ্ঠান কাভার করবে।
- নামকরা ব্যান্ডকে বুকিং দেয়া হয়েছে, অনুষ্ঠানে গান - বাজনা করার জন্য।
- এছাড়াও হয়ত বাবুর্চি, কমিউনিটি সেন্টার, ফুলের দোকান, কেক- মিষ্টির অর্ডার এগুলো বুকিং হয়েছে আর বিয়ের কার্ড বিলি, কনের উপহার, গহনাসহ অন্যান্য শপিং ইত্যাদি এগিয়ে চলছে।
গায়ে হলুদের ৩ /৪ দিন আগে হটাত বাবার শরীর খারাপ হয়ে গেল। হাসপাতালে নিতে হল। ২ দিন আগে আইসিইউতে স্থানান্তর হলেন বাবা। অনুষ্ঠানের প্রস্তুতি থামল না। এর মধ্যে অনেককে দাওয়াত দেয়া হয়েছে।
বরের বন্ধুরা বরকে কনভিন্স করল যে, এই ব্যান্ড আর ফটোগ্রাফার এর বুকিং আগামি ৩ মাসে পাওয়া যাবে না, অনেককে দাওয়াত দেয়া হয়েছে অতএব প্রোগ্রাম চলুক এইভাবেই। আর বাবার ক্যান্সার, কারো কিছু করার নেই। জীবন - মৃত্যুর উপর তো কারো হাত নেই। ছেলেও মেনে নিয়ে পরিবারকে মানতে বাধ্য করল।
গায়ে হলুদের দিন বিকালে বাবা মারা গেলেন। বাবাকে হাসপাতালে রেখে দিয়ে অনুষ্ঠান থামল না। অনেক আত্মীয় স্বজন ঘটনা জেনে অনুষ্ঠানে গেলেন না। অনেকে গেলেন, আফসোস করলেন কিন্তু খাওয়া - দাওয়াসহ অন্য আয়োজনে অংশ নিলেন। পরদিন কবর দিয়ে বিয়েসহ বাকি অনুষ্ঠান ও সম্পন্ন হল।
এই ঘটনা শুনার পর আমি অন্তত পশু আর মানুষের মধ্যে কোন পার্থক্য দেখছিনা!!
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইদানীং এগুলো আর কারো মনে দাগ কাটে না, সবাই প্রফেশনাল হয়ে যাচ্ছে!
আমাদের অনুভূতিগুলো ধিরে ধীরে মরে যাচ্ছে।
সুন্দরভাবে ফুটিতে তুলেছ সেইসকল কুলাঙ্গারদেরকে। এদের জন্যই মানুষ ও পশুর ভিতরে পার্থক্য দ্রুত কমে আসছে। এদেরকে পশুমানব বলতে পারো।
আল্লাহপাক আমাদেরকে পশুমানব হবার হাত থেকে রক্ষা করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহপাক আমাদেরকে পশুমানব হবার হাত থেকে রক্ষা করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
ভোগবাদী মেকি সভ্যতার ভেলায় চড়ে আধুনিকতার ধ্বজাধারী সমাজ মানবতা-নৈতিকতা হতে কত দূরে সরে গেছে আলোচ্য লেখায় তা করুণ ভেবে ফুটে উঠেছে।
সাময়িক ভোগ-বিলাসে মত্ত্ব এসব মানুষদের জন্য ধিক শত ধিক.........।
সাময়িক ভোগ-বিলাসে মত্ত্ব এসব মানুষদের জন্য ধিক শত ধিক.........। - অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। জাযাকাল্লাহ খাইর।
আসলেই এরকম ঘটনা ঘটছে।
মন্তব্য করতে লগইন করুন