শুভেচ্ছার জায়গায় অশ্লীলতা আর পরশ্রীকাতরতাঃ এ কেমন প্রজন্ম?
লিখেছেন লিখেছেন আতিক খান ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৩৬:৫০ দুপুর
আগে রাস্তা দিয়ে হাঁটলে সবাইকে খুব নিষ্পাপ আর ভদ্র বলে মনে হত। অনলাইনে এসে দেখলাম হরেক রকম রঙ। ফেসবুক / টুইটার এগুলো আমাদের ভাল অনেক দিকের সাথে আরও উপহার হিসাবে দিয়েছে একটা গালিবাজ প্রজন্ম, কিছু নিম্নস্তরের লেখক আর কিছু ঈর্ষাপরায়ণ মানুষের মুখোশ পড়া অশিক্ষিত, অরুচিকর লোকজন।
জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মুশফিকের নিরীহ দর্শন গায়ে হলুদের ছবিতে সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদের হৃদয় - মন উৎসারিত অশ্লীল আর অশ্রাব্য শব্দের ঝুলি নিয়ে, আপনাকে স্তম্ভিত করে দিতে যথেষ্ট। এই হল আমরা, বাংলাদেশী। সভ্যতা আর আবেগের যাদুঘর। একই দিনে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের বিয়ের ছবিতে শুভেচ্ছার নহর বয়েছে। বাঙ্গালির মত পরশ্রীকাতর জাতি খুব কম। এজন্যই আমাদের দেশে গুণীর কদর হয় না। এরা বিদেশে গিয়ে ফুল হয়ে ফুটে।
যদি বলেন, ক্রিকেট দলের পারফর্মেন্স ভালো না তাই হয়ত......। খেলা ভালো না লাগলে খেলার সমালোচনা করেন। গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ সব খেলায় জিতলেও কিছু মানুষ এরকম করতই।কারন এটা আমাদের রক্তে আছে। সভ্য আর ভদ্র হতে আমাদের চাঁদের দূরত্বের পথ পাড়ি দিতে হবে। যে মানুষ এসব লিখেছেন, উনি নিজের হলুদের ছবিতে একই কথা শুনলে হার্টফেল ও করতে পারেন। কথা হল, অন্যকে গালি দেয়া বা অশ্লীল কথা বলা খুব সোজা। এদের মধ্যে অনেকের আবার ছবি আর নিক থাকবে ছদ্মবেশের আড়ালে। বিস্ময়কর ব্যাপার হল, এসব অসভ্য কমেন্টেগুলাই হল শীর্ষ লাইক পাওয়া কমেন্ট। ২০০ হতে ৬০০ লাইক দেয়া হাতগুলোর পিছনের মানুষগুলো তাদের সম্পর্কে ভালই ধারনা দিয়েছে। কিছু কমেন্ট শুনি, (এগুলো শীর্ষ লাইক পাওয়া গুলোর মধ্যে কয়েকটা)
১/ এতো মুসফিক এর খালার মত
২/ Elephant vs Ant
৩/ ভাই লম্বা না ভাবি লম্বা?
৪/ আমাকে ছ্যাকা দিয়ে তুমি জিততে পার নাই। ঠকে গেছ।।
ঐ মাইয়া তো বুড়ি।।
৫/ আরেক প্লেয়ার শহীদ হল। আপনি আর কোন দিন ছক্কা মারতে পারবেন না। বিদায় তোমাকে ভাই
৬/ একটুও মানায় নি, বড় বোনের ছোট ভাইয়ের মতো লাগছে মুশফিক কে
৭/ এতদিন জিম করে,ক্রিকেট খেলে,টাকা কামিয়ে একটা ছোটখাটো বউ বিয়ে করলে পোষাইব? বোঝেন না ক্যান মিয়ারা?
৮/ মুসফিকুর এত বড় জাহাজ কিনল কেন? দেশে কী এর চাইতে আর ছোট জাহাজ ছিল না ?
৯/ দেখে মনে হচ্ছে মা আর ছেলে , বাংলাদেশের ক্রিকেটের আরেক ধাপ অবনতি নির্ঘাত ৷ কেউ ডানো, কেউ বোষ্ট, কেউ গ্লোকুজ,কেউ বিস্কিট খাইয়া ক্রিকেটে বারোটা বাজাইছে, আর মুশফিক তো এক্কেরে শেষ পিচ্চি পোলাডারে বিয়া দিছে এক হাতির লগে।
বাকিগুলো অশ্লীলতার কারনে দিলাম না। বেশি আগ্রহী হলে মুশফিক এর পেজে গিয়ে দেখতে পারেন।
https://www.facebook.com/MushfiqurOfficial
নতুন দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা।
ওদের ভালো না চাইলে, ভালো না লাগলে এড়িয়ে যান। গায়ে পড়ে চটুল আর অশ্রাব্য শুভেচ্ছা মুশফিক চেয়েছে কারো কাছে? ওর বউ তো আপনার আমার বোন ও হতে পারত। আপনার মা- বাবা, ভাই-বোনদের বিয়ে হয়নি? ভদ্র হতে পয়সা লাগেনা। শিক্ষা আর রুচি লাগে। যত শীঘ্র বুঝব তত ভাল। আপনার কমেন্ট আর লেখা আপনার পরিচয় বহন করে।
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নব-দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
তবে তোমার লিখাটি পড়ে খুবই মর্মাহত হলাম।
একপর্যায়ে মনে হচ্ছিলো ফেবু একাউন্টটি পার্মানেন্টলি ডি-অ্যাক্টিভেট করে দেই।
যারা এরকম মন্তব্য করে, তাঁরা মেন্টালি সিক। এদের সুস্থ পরিচর্যা করার প্রয়োজন রয়েছে।
শুভেচ্ছা রইলো খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোষ্টটি আমাদেরকে উপহার দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ধর্মীয় দিক ছাড়াই শুধু নৈতিকতা-সামাজিকতা বিবেচনা করেও এ সমস্ত কথা-মন্তব্য থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য।
কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের....।
(ব্লগার আতিক খান ভাই আপনার পোস্ট ২বার হয়েছে মনে হয়,এডিট করে দিলে ভালো হয়।)
মন্তব্য করতে লগইন করুন