গোপন ছবিঃ গলার কাঁটা নাকি গলার ফাঁস
লিখেছেন লিখেছেন আতিক খান ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৫:০০ রাত
সম্ভবত ২০-২২ বছর আগের কথা। একটা খবর পত্রিকার হেডলাইন হয়েছিল। একজন জনপ্রিয় টিভি অভিনেত্রীর নিতান্ত কিছু ব্যক্তিগত ছবি ফাঁস হয়েছিল। তখন ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ছিল না। ছিল না সেলফি আইডিয়া ও।
ঘটনাটা ছিল এরকম, সাধারন ক্যামেরায় তোলা ছবিগুলোর ফিল্মরোল উনার ড্রয়ারে পড়েছিল। হয়ত প্রিন্ট করারই ইচ্ছা ছিল না। ভুলে উনির শাশুড়ি ফিল্মরোলটা নিয়ে প্রিন্ট করতে স্টুডিওতে পাঠিয়ে দেন। স্টুডিও এর মালিক বা কর্মচারী কিছু টাকার লোভে সিনে ম্যাগাজিনের সাংবাদিকের কাছে সেগুলো বিক্রি করেন। সেটা ছাপা হয়ে যায়। ছবিগুলো আজকালকার যুগের তুলনায় অনেক ভদ্র বলতে হবে। সম্ভবত, বিকিনি পড়া বা এই জাতীয় কিছু হবে। কিন্তু লোকলজ্জা আর মানুষের মুখ বন্ধ করতে উনি ক্যারিয়ার ছেড়ে পশ্চিমে পাড়ি জমান। সেখানে গড়ে তুলেন ক্যারিয়ার।
সেই ঘটনা থেকে একটা শিক্ষা ছোটকালেই পেয়েছিলাম, যে কোন মাপের ব্যক্তিগত ছবি যা আমি কাউকে দেখাতে চাইনা, সেটা কখনই তোলার দরকার নাই।
আজকাল পত্রিকা, অনলাইন পত্রিকা বা নিউজফিডে প্রায় খবর আসছে,
- তারকাদের ব্যক্তিগত ছবি ফাঁস
- কিশোরী / ছাত্রীর সাথে ছবি তুলে ছড়িয়ে দেয়া
- পরকীয়ার ছবিতে সংসারে আগুন
- পুরানো বয়ফ্রেন্ড / গার্লফ্রেন্ড প্রতিশোধ নিতে পুরানো ছবি প্রকাশ করে দিচ্ছে বা ব্লেকমেল করছে
ইত্যাদি ইত্যাদি ............।।
একটা ছবি মানে একটা স্মৃতি, একটা প্রমান, একটা দলিল। আজকের একটা মধুর ছবি হয়ে উঠতে পারে কালকের জন্য কীটনাশক বিষ। এধরনের ছবি তোলার দরকার কি? যারা তোলেন তারা মানসিক প্রস্তুতিও রাখেন যে, এই ছবি আজ হতে ১ বছর হোক বা ২০ বছর হোক সামনে এসে পড়লে উনি অপ্রস্তুত বা সমস্যায় পড়বেন কিনা।সন্তানদের সামনে হলেও মুখ দেখাতে পারবেন কিনা।
যারা বুদ্ধিমান তারা দেখে শিখে, আর যারা বেকুব তারা ঠেকে শিখে !!
বিষয়: বিবিধ
১৭১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন ভাই
যে কোনও কিছু করার আগে সবার ভাবা উচিৎ ৫০ বছর পর হলেও কাজটি নিয়ে স্ব- সন্মানে দাড়াতে পারব তো?
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সেলফি জ্বরে আক্রান্ত অধিকাংশ মানুষ এই ধরণের কাজগুলো বেশী করে থাকেন।
যে কোন ছবি যা অন্য কে দেখাতে বিব্রত বোধ করবো তা না তোলাই বিবেকের দাবী।
প্রয়োজনীয় একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন