কাপড় খুলতে পারলেই সুপারস্টার !!

লিখেছেন লিখেছেন আতিক খান ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৩:৫৯ রাত



- না এর চেয়ে নারীর শক্তি বেশি............। বস্ত্রের চাইতে বস্ত্রহীন নারীর শক্তি বেশি.........।।

এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাবেই নারী। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবেই বাংলাদেশ। কোনদিকে যাচ্ছে সেটা ভিন্ন প্রসঙ্গ। সিঁড়িটা না হয় তলার দিকে, পাতালের দিকেই গেল। জনপ্রিয়তার শর্টকাট হল নারীকে পন্য হিসাবে উপস্থাপন করা। এর চেয়ে বেশি কিছু পুরুষ শাসিত সমাজ চায়না, খায় ও না।

- খামোখাই হিন্দি চ্যানেলের দোষ দেই সব অপসংস্কৃতির জন্য। আমাদের পতনের জন্য আমরাই যথেষ্ট। দেশীয় চ্যানেল দেখাও বন্ধ করতে হবে দেখছি। সুখবর হল, এখনই চ্যানেল আই ফ্যাশন টিভির জায়গা দখল করেছে। এই উন্নতি বজায় থাকলে ২/৩ বছরেই আমেরিকার প্লেবয় টিভির জায়গা ও দখল করবে।



- ২/৩ বছর ধরে চোখে পড়ছিল। প্রথমে হাতকাটা কাপড়, পরের বছর পেট আর পিঠ খুলে গেল, এরপর কাঁধের কাপড় নাই, এবার হাঁটুও খোলা। সাথে অন্যগুলো তো আছেই। আগামি ২ বছর পরেই আশা করি পর্ণগ্রাফির জায়গা নিতে পারবে চ্যানেল আই আর সানি লিওনের জায়গা নিবে আমাদের মডেলরা। আর আমরা হা করে গিলছি, আমাদের যা খাওয়াচ্ছে......... খাচ্ছি......... চ্যাতব্যাত নাই......।

- স্পন্সর ইউনিলিভার ইহুদি পন্য হিসাবে এমনিতেই প্যালেস্টাইন এর বিরুদ্ধে অর্থের যোগানদাতা। এখন মুসলিম বিশ্বের নৈতিক অধপতনের পুরো দায়িত্ব কাঁধে নিয়েছে দেখা যায়।



- আমরা আসলে খালি দোষ ধরি,এই প্রোগ্রামের পজিটিভ দিক দেখি না। মেয়েদের মিতব্যয়ীতার অভ্যাস হচ্ছে, কম কাপড়ে চলার অভ্যাস হচ্ছে। আর পানিতে শুটিং করার জন্য সবাইকে সাঁতার শিখতে হচ্ছে।



- কই নারী সমাজ কই গেল, এত শর্টকাট থাকতে আর শিক্ষা, ব্যক্তিত্ব, গুন, চরিত্র এগুলোর দরকার কি? কাপড় খুললেই হাজার মৌমাছি, রুপমুগ্ধ ভক্ত, লাইক এর ছড়াছড়ি, অটোগ্রাফ নিয়ে দৌড়াদৌড়ি ......... আর কি চাই? কিন্তু মনে রেখ কোন কিছুই ফ্রিতে পাওয়া যায় না। এসবের জন্য পর্দার আড়ালে যে মুল্য দিতে হয়, তা দিতে তুমি কি তৈরি? দিতে পারলে আর সমস্যা কি ------

কাপড় খুলতে পারলেই সুপারস্টার .........।।

বিষয়: বিবিধ

১৮৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264676
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
এবেলা ওবেলা লিখেছেন :

ভাই খালি মাইয়া গো কথা কইলেন ছেলেরাও কম কিসের-- এই দেখন নমুনা-- এদের এই শরীরের জন্য অনেক মেয়েরাও পাগল Tongue Tongue
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪২
208313
আতিক খান লিখেছেন : কিন্তু এই নমুনা তো আমাদের দেশি না, দেশি মাল থাকলে দেখান :Thinking Waiting Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
208316
এবেলা ওবেলা লিখেছেন :
-- এই লন Music Music
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
208321
আতিক খান লিখেছেন : এইডা ফোটুশপ Rolling on the Floor Rolling on the Floor খেলবো না Crying Crying
264677
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৮
ফেরারী মন লিখেছেন : এগুলো নিয়ে আমাদের দেশের তথাকথিত মৌলানারা চুপ। কারণ তারা চুপি চুপি এসব দেখতে পছন্দ করে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
208314
আতিক খান লিখেছেন : অধঃপতনের চূড়ান্ত এইসব অনুষ্ঠান। এদের দেখাদেখি নতুন প্রজন্ম ও পচে যাচ্ছে Worried Worried :Thinking ধন্যবাদ Good Luck Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
208318
মাজহারুল ইসলাম লিখেছেন : সত্য কইছেন
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
208322
আতিক খান লিখেছেন : ধন্যবাদ বদরের যুদ্ধ Good Luck Good Luck
264685
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৫
বুড়া মিয়া লিখেছেন : কি করবেন আতিক ভাই? সব তো পাগল দেহা যাইতাছে ...

কেউ ভালো থাকতে চাইলেও জোর কইরাই, তারে কামড়াইয়া জ্বলাতঙ্কে আক্রান্ত করতেছে ধুমছে ...

আপনার প্রতিবাদের জন্য ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৩
208339
আতিক খান লিখেছেন : পাগলদের থেকে শিখে অন্যরা পাগলামি শুরু করলে তখন :Thinking Worried Crying আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
264791
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন : যেই দেশে বেশ্যাগিরীর বৈধতা দেয়া হয় সরকারী ভাবে, সেখানে অল্প বস্ত্রের নারী তো ইজি ব্যাপার। বর্তমান সামাজিক সিস্টেমের আমুল পরিবর্তন দরকার। মাওলানা রা চুপি-চুপি দেখলেও আর সবাই প্রকাশ্যেই দেখছে। সবাই কে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৯
208469
আতিক খান লিখেছেন : আপতত সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করা ছাড়া উপায় নেই, যেহেতু নিউজপেপার গুলো এড পায় বলে মুখ বন্ধ রেখেছে। চ্যানেল আই বাংলা সংস্কৃতির হন্তারক। :Thinking Crying ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File