মৃত্যুর পর ও কি কারো শান্তিতে থাকার অধিকার নাই? একজন মানুষকে কয়বার মারা যায়?

লিখেছেন লিখেছেন আতিক খান ২৯ আগস্ট, ২০১৪, ১২:২৩:৪৮ দুপুর

পরশু রাতে ব্রেকিং নিউজ দেখে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে ছিলাম। সত্যি সম্ভব?

চ্যানেল আই ইসলামী অনুষ্ঠান কাফেলার উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকিকে রাত আটটার দিকে নিজ ফ্ল্যাটে ঢুকে ঠাণ্ডা মাথায় ৭/৮ জন মিলে গলা জবাই করে হত্যা করেছে। ২/১ জন পুরো না জেনেই পোস্ট দিল চ্যানেল আই নাট্যকার মোস্তফা সারয়ার ফারুকিকে হত্যা। সেটা নিয়ে আবার কনফিউশন।

এই কষ্টটা হজম করতে বেশ সময় লাগলো। আমি নিজেও কাফেলার অনেকগুলো পর্ব দেখেছি রমজানে ইফতারের আগে। আমাদের দেশের মৃত্যুর আগে মানুষ যত বিতর্কিত থাকে, মৃত্যুর পর হয় তার চেয়ে বেশী।

১ জন খুন হলে প্রথমে শুরু হয় তার পরিচয় নিয়ে বিতর্ক,

- উনি কি মুসলিম নাকি ভিন্ন ধর্মের? উনি মুসলিম হলে কি ধরনের মুসলিম? কোন গোত্রের, জাতের বা বিশ্বাসের?

- উনি কি রাজনীতি করতেন? করলে জামায়াত, আওয়ামী লীগ নাকি বিএনপি?

মানুষ মরে গিয়েও শান্তি নেই। লাশ নিয়ে রাজনীতি, মৃত্যুর কারন নিয়ে রাজনীতি। অনেকে ভিন্ন ভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করতে নেমে পড়েন সোশ্যাল মিডিয়াতে। এর পর মৃত্যুর কারন নিয়েও বিতর্ক,

- হত্যা পারিবারিক, ব্যবসায়িক নাকি রাজনৈতিক? অনেক মতবাদ দেখলাম ব্লগে, ফেসবুকে। তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে চাই না।

সবচেয়ে বড় পরিচয় উনি একজন মানুষ ছিলেন। একজন ব্যক্তি ফারুকী সাহেবের একটা ভিন্ন মতাদর্শ থাকতেই পারে। তিনি তার মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাউকে বাধ্যও করেনি, কখনো বল প্রয়োগও করেননি। তিনি ছিলেন সম্পূর্ণ অহিংস।

তার সেই মতাদর্শ অন্যের পছন্দ নাও হতে পারে, কিন্তু তার জন্য তাকে হত্যা করার অধিকার তো ইসলাম কাউকে দেয়নি। বরং পবিত্র কোরআনে বলা হয়েছে...

“যে কাউকে হত্যা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। এবং যে কাউকে বাঁচালো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো।” (কোরান ৫:৩২)

একটা মানুষ আরেকটা মানুষের মাথা কিভাবে কাটে !! একজন মানুষের গলায় ছুরি চালালে মানুষটার কেমন লাগতে পারে ? পরিবারের সবাইকে একরুমে রেখে তাদের প্রিয় মানুষটাকে অন্যরুমে জবাই করা ভয়ানক নৃশংস একটা কাজ। দিনদিন মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি হারিয়ে যাচ্ছে এই নষ্ট সমাজ থেকে। সবকিছু চলে যাচ্ছে নষ্টদের দখলে............ আশা করি এত বিতর্কের মধ্যে জজ মিয়ার মত নাটক তৈরি হবে না, তকি আর সাগর - রুনির মত হত্যাকারিরা পার পেয়ে যাবে না।

বিচারের দায়িত্ব আল্লাহতালার, তাকেই বিচার করতে দেন... কে কাফের সেটা বলার আগে, কাফের ঘোষনা করার যোগ্যতাটাও জেনে নেন, আল্লাহর নবী/ রাসূল ও খলিফা ছাড়া এই ঘোষনা কেউ দিতে পারে না...

নিশ্চয়ই আমরা সবাই আমাদের রবের কাছেই ফিরে যাবো, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আর উনার সকল পাপ ক্ষমা করে দিন, আমীন।

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259412
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
কাহাফ লিখেছেন : বিষয় টিকে ঘিরে সুন্দর একটা লেখার জন্য অনেক ধন্যবাদ ভাই।তবে..পবিত্র আয়াতের ব্যাখ্যা এবং শেষের কথায় একমত হতে পারলাম বলে দুঃখিত.......
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৯
203308
আতিক খান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। এটা কোন ধর্মযুদ্ধ নয়। আল্লাহ কি কারো বিচারের ভার আমাদের হাতে তুলে নিতে বলেছেন? আর আমরা সবাই কি এক একজন ফেরেশতা? আয়নার সামনে দাঁড়ালে আমরা সবাই কি পাক্কা মুসলিম এবং মুমিন ব্যক্তি? আমরা কি শতভাগ কোরান-হাদিস অনুসারে চলি? উনার মতবাদ পছন্দ না হলে শুনব না, প্রতিবাদ করব। কিন্তু উনার গলা কাটার অধিকার আমাদের কে দিল ভাই? প্রশ্ন গুলো আপনার জন্য রইল।:Thinking শুভেচ্ছা Good Luck Good Luck
259423
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৮
মামুন লিখেছেন : একজন মুসলমান মারা গেলে তার কর্মফলসহ তিনিও আল্লাহপাকের কাছে পৌঁছে যায়। এরপর যা কিছু সব আল্লাহপাকের এখতিয়ার। এ ক্ষেত্রে আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শিক্ষা কি তা আমাদের অনুসরণ করতে হবে। শেষ নিঃশ্বাস একজন ঈমানের সাথে নিতে পারলেন কিনা, কোনো মানুষ কি তা জানে? তাই মৃতদের নিয়ে সমালোচনা পারতপক্ষে না করাই ভালো।
অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
জাজাকাল্লাহু খাইরান।
শুভেচ্ছা রইলো। Rose Rose Rose Good Luck
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
203310
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। Applause Applause মৃত্যুর আগেও সিদ্ধান্ত আমরা নিলাম, মারা যাবার পর ও কাঁটাছেড়ার (চরিত্র হনন) দায়িত্ব ও আমাদের। Good Luck Good Luck
259434
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৪
ফেরারী মন লিখেছেন : নিশ্চয়ই আমরা সবাই আমাদের রবের কাছেই ফিরে যাবো, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আর উনার সকল পাপ ক্ষমা করে দিন, আমীন।
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
203311
আতিক খান লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান। অনেক ধন্যবাদ Good Luck Good Luck
259489
৩০ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন : আপনাকেও অনেক শুভেচ্ছা আতিক খান ভাই। এভাবে কাউকে কতল করা সমর্থন যোগ্য নয়, তবে ফারুকী সাহেবের আক্বিদা নিয়ে আলোচলা করা যায়,অন্যথায় ওনাকে যারা ফেরেশ্তার পর্যায়ে মনে করে তাদের হুশ হবে না,ফারুকীর কিছু বয়ান শুনেছিলাম-গোমরাহীর জন্যে যথেষ্ঠ ওগুলো।ভালো থাকবেন.........।
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
203494
আতিক খান লিখেছেন : শুধু ফারুকি সাহেব না, যে কোন ধর্মীয় বিষয় আলোচনার দাবী রাখে। যে কোন মতভেদ ইত্যাদি। অনেকে খুব চরমপন্থি কথা বলছেন উনার ব্যাপারে। ভাই, কোরান হাদিসের রেফারেন্স দিয়ে তর্কে হারান যে কোন মানুষকে। সবাই হাততালি দিবে। এটাই আমার বক্তব্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
259517
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৫:০০
আফরা লিখেছেন : আল্লাহ উনার সকল পাপ ক্ষমা করুন ও জান্নাত নসীব করুন ।
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
203495
আতিক খান লিখেছেন : জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ Good Luck Good Luck
260941
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল বলেছেন। মৃত ব্যক্তিদের নিয়ে চর্চা আমাদের প্রধান দুই রাজনৈতিক দল থেকে সংক্রমিত হয়ে এখন সাধারন মানুষের কাছে পৌঁছেছে। সব কিছুতে সন্দেহ করে আমরা এমন সন্দেহপ্রবন জাতিতে পরিনত হয়েছি যে কোন কিছু আর সহজভাবে নিতে পারিনা। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
205992
আতিক খান লিখেছেন : শুধুই কি সন্দেহ, অবিশ্বাস আর বিভক্তি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। আর মানুষকে ট্যাগ করা। দিন দিন এগুলো বাড়ছে। আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File