মৃত্যুর পর ও কি কারো শান্তিতে থাকার অধিকার নাই? একজন মানুষকে কয়বার মারা যায়?
লিখেছেন লিখেছেন আতিক খান ২৯ আগস্ট, ২০১৪, ১২:২৩:৪৮ দুপুর
পরশু রাতে ব্রেকিং নিউজ দেখে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে ছিলাম। সত্যি সম্ভব?
চ্যানেল আই ইসলামী অনুষ্ঠান কাফেলার উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকিকে রাত আটটার দিকে নিজ ফ্ল্যাটে ঢুকে ঠাণ্ডা মাথায় ৭/৮ জন মিলে গলা জবাই করে হত্যা করেছে। ২/১ জন পুরো না জেনেই পোস্ট দিল চ্যানেল আই নাট্যকার মোস্তফা সারয়ার ফারুকিকে হত্যা। সেটা নিয়ে আবার কনফিউশন।
এই কষ্টটা হজম করতে বেশ সময় লাগলো। আমি নিজেও কাফেলার অনেকগুলো পর্ব দেখেছি রমজানে ইফতারের আগে। আমাদের দেশের মৃত্যুর আগে মানুষ যত বিতর্কিত থাকে, মৃত্যুর পর হয় তার চেয়ে বেশী।
১ জন খুন হলে প্রথমে শুরু হয় তার পরিচয় নিয়ে বিতর্ক,
- উনি কি মুসলিম নাকি ভিন্ন ধর্মের? উনি মুসলিম হলে কি ধরনের মুসলিম? কোন গোত্রের, জাতের বা বিশ্বাসের?
- উনি কি রাজনীতি করতেন? করলে জামায়াত, আওয়ামী লীগ নাকি বিএনপি?
মানুষ মরে গিয়েও শান্তি নেই। লাশ নিয়ে রাজনীতি, মৃত্যুর কারন নিয়ে রাজনীতি। অনেকে ভিন্ন ভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করতে নেমে পড়েন সোশ্যাল মিডিয়াতে। এর পর মৃত্যুর কারন নিয়েও বিতর্ক,
- হত্যা পারিবারিক, ব্যবসায়িক নাকি রাজনৈতিক? অনেক মতবাদ দেখলাম ব্লগে, ফেসবুকে। তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে চাই না।
সবচেয়ে বড় পরিচয় উনি একজন মানুষ ছিলেন। একজন ব্যক্তি ফারুকী সাহেবের একটা ভিন্ন মতাদর্শ থাকতেই পারে। তিনি তার মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাউকে বাধ্যও করেনি, কখনো বল প্রয়োগও করেননি। তিনি ছিলেন সম্পূর্ণ অহিংস।
তার সেই মতাদর্শ অন্যের পছন্দ নাও হতে পারে, কিন্তু তার জন্য তাকে হত্যা করার অধিকার তো ইসলাম কাউকে দেয়নি। বরং পবিত্র কোরআনে বলা হয়েছে...
“যে কাউকে হত্যা করলো, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। এবং যে কাউকে বাঁচালো, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো।” (কোরান ৫:৩২)
একটা মানুষ আরেকটা মানুষের মাথা কিভাবে কাটে !! একজন মানুষের গলায় ছুরি চালালে মানুষটার কেমন লাগতে পারে ? পরিবারের সবাইকে একরুমে রেখে তাদের প্রিয় মানুষটাকে অন্যরুমে জবাই করা ভয়ানক নৃশংস একটা কাজ। দিনদিন মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি হারিয়ে যাচ্ছে এই নষ্ট সমাজ থেকে। সবকিছু চলে যাচ্ছে নষ্টদের দখলে............ আশা করি এত বিতর্কের মধ্যে জজ মিয়ার মত নাটক তৈরি হবে না, তকি আর সাগর - রুনির মত হত্যাকারিরা পার পেয়ে যাবে না।
বিচারের দায়িত্ব আল্লাহতালার, তাকেই বিচার করতে দেন... কে কাফের সেটা বলার আগে, কাফের ঘোষনা করার যোগ্যতাটাও জেনে নেন, আল্লাহর নবী/ রাসূল ও খলিফা ছাড়া এই ঘোষনা কেউ দিতে পারে না...
নিশ্চয়ই আমরা সবাই আমাদের রবের কাছেই ফিরে যাবো, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন আর উনার সকল পাপ ক্ষমা করে দিন, আমীন।
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
জাজাকাল্লাহু খাইরান।
শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন