ভালবাসা মানে কি?
লিখেছেন লিখেছেন আতিক খান ২৫ আগস্ট, ২০১৪, ০৮:৫১:১৫ রাত
হয়ত তোমার কাছে এর মানে,
- সকাল বিকাল তোমার চোখে চোখে তাকিয়ে থাকা
- দিনরাত 'ভালবাসি' বলে কান ঝালাপালা করে দেয়া
- বিদেশ হতে সেরা ব্র্যান্ডের ডায়মন্ড ইয়ার রিং আনিয়ে দেয়া
- ভ্যালেন্টাইন ডে তে মার্কেটে গিয়ে দামি শাড়ি উপহার দেয়া
- কথায় কথায় লাল গোলাপে তোমার হাত রাঙিয়ে দেয়া
- বেলি ফুলের মালা লম্বা চুলের খোঁপায় গুঁজে দেয়া
- তোমার কথায় অভিমান করে ইঁদুরের বিষ পান করা
- ভালবাসার প্রমান দিতে ১০ তলার ছাদ হতে লাফ দেয়া
- ব্লেড দিয়ে তোমার নাম লিখতে গিয়ে হাতে রক্তের স্রোত বইয়ে দেয়া
- হাতের শিরা কেটে এই দুঃসহ পৃথিবী হতে বিদায় নিতে চাওয়া
- জন্মদিনে রাত ঠিক ১২ টায় সবচেয়ে বড় কেকটা কেটে হাততালি দেয়া
- তোমাকে নিয়ে মালদ্বীপের নীল জলে পা ডুবিয়ে বসে থাকা
- ছুটিতে সুইজারল্যান্ডের পাহাড় চূড়ায় গিয়ে বরফ দিয়ে মারামারি করা
হয়ত এরকম অনেক মানে নিয়েই তুমি বসে আছ .....................।।
আমার কাছে এর মানে,
- হরতালে দেখা করতে মাইলের পর মাইল হাঁটতে থাকা
- সুন্দরী অপরিচিত মেয়ের বাড়িয়ে দেয়া হাতটা না ধরে তোমার চেহারায় ডুবে যাওয়া
- পকেটের শেষ নোটটা দিয়ে তেহারি না খেয়ে মোবাইলে টাকা ভরে তোমার সাথে কথা বলা
- তোমাকে সুস্থ করতে যেয়ে চিকিৎসায় জমি, বাড়ি সব বিক্রি করে ফেলা
- হাইজ্যাকারের পিস্তলের সামনে তোমাকে আড়াল করে বুক পেতে দাঁড়িয়ে যাওয়া
- তোমাকে নিয়ে পালিয়ে না গিয়ে আশপাশের সবার সাথে তোমার জন্য যুদ্ধ করা
- বন্ধুদের পাল্লায় পড়ে তোমার অপছন্দের পানশালায় আকণ্ঠ সুধাপানে ডুবে না যাওয়া
- তোমার স্মৃতি হৃদয়ে নিয়ে বাহারি সাজ সজ্জার বারবনিতাদের প্রলোভন এড়ানো
- নিজেকে তোমার যোগ্য করে তুলতে রাতের পর রাত জেগে পড়ালেখা করা
- মাদক আর জুয়ার আসর ভুলে গিয়ে তোমাদের মুখে অন্ন তুলে দিতে সারাদিন লাঙ্গল ঠেলা
- তোমার অসুখে রাত জেগে সারারাত জলপট্টি দেয়া আর কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপা
হয়ত এরকম অনেক মানে নিয়ে আমিও বসে আছি ...............
আবার কেউ হয়তো বলবে সুন্দর সাজানো গোছানো বাসাই হল ভালবাসা।
শেষ পর্যন্ত, আমার কাছে ভালবাসা মানে একটাই। সেটা হল - বিশ্বস্ততা। এটা হারিয়ে গেলে বাকি সব মানেই হালকা আর ঠুনকো !!
( আরও মানে যে কেউ যোগ করতে পারেন, ভালবাসার রঙটাই তো একেকজনের কাছে একেকরকম !! )
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই হচ্ছে আসল ভালোবাসা
ভালবাসা ..যদি বিয়ের পর এটা প্রথমত দুইজন দুজনের প্রতি বিস্বাস দ্বিতীয়ত দুইজনের দুজনের প্রতি রেসপ্টেক তৃতীয়ত দুইজনের দুইজনের জন্য স্যাক্রিফাইস চতুর্থত.....না থাক আর বল্লাম না........।
মন্তব্য করতে লগইন করুন