এইচএসসিঃ নীতি চাই না, প্রশ্ন চাই। মেধা চাই না, ফল চাই।
লিখেছেন লিখেছেন আতিক খান ১৪ আগস্ট, ২০১৪, ১০:২৫:১১ সকাল
এবছর নীতিবানদের নানামুখী মানসিক সমস্যা দেখছি, সবকিছুর মুলে সেই প্রশ্ন ফাঁস। সবাই যা ভাবছে,
ফেল করা ছেলেটাঃ পাশের বাসার ছেলেটা প্রশ্ন পেয়ে পাস করে গেছে, বেশি নীতি দেখাতে গিয়ে ফেল করলাম।
ফেল করা ছেলের বাবা-মাঃ প্রশ্ন যোগাড় করে না দিয়ে ছেলের বর্তমান, ভবিষ্যৎ নষ্ট করলাম না তো? ১ টা বছর তো খামোখা হারিয়ে গেল।
জিপিএ ৫ না পাওয়া ছাত্রঃ গাধাগুলো ও প্রশ্ন পেয়ে জিপিএ ৫ পেয়েছে, এখন পত্রিকা আর ফেসবুকে ভি চিহ্ন দেখাচ্ছে। আজীবন এই কষ্ট বয়ে বেড়াতে হবে।
প্রশ্ন ছাড়াই জিপিএ ৫ পাওয়া ছাত্রঃ সবাই এমনভাবে তাকাচ্ছে যেন প্রশ্ন পেয়ে জিপিএ ৫ পাইছি। শালার সব কষ্ট জলে গেল...।
সাধারন মানুষঃ অভিনন্দন জানাচ্ছি ঠিকই, কিন্তু তুমি যে প্রশ্ন পাও নাই তার গ্যারান্টি কি??
এইচএসসি পাস করা (ইয়ে মানে সততার সাথে!) সবাইকে শুভেচ্ছা। এবছর পুরাই গণ্ডগোল, মানুষ না পারছে ঠিক মত আনন্দ করতে, না পারছে অন্যের আনন্দে শরীক হতে।
যারা কষ্ট করে ভালো করেছে, অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। যারা সুযোগ পেয়েও সৎ ছিল, তাদের আরও বেশি অভিনন্দন। ফল যাই হোক, তারা বিবেকের যুদ্ধে জয়ী।
এসব অনৈতিক কর্মকাণ্ড দিয়ে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে জুয়া খেলা শিক্ষা মন্ত্রনালয় এবং জড়িতরা সারাজীবনের জন্য অনেককে মানসিক কষ্টে ফেলে দিলেন। সত্যিকার শিক্ষিত হবার চাইতে কাগজপত্রের এইসব গ্রেড কর্মক্ষেত্রে কোন সাহায্য করবে কি? ২ দিনেই তো সব জারিজুরি ফাঁস হয়ে যাবে কার দৌড় কতটুকু। এত তদন্তের পর ও কোন রিপোর্ট দেখলাম না, কিভাবে ফাঁস হল তাও জানলাম না, কাউকে শাস্তি পেতেও দেখলাম না, কাউকে দায় কাঁধে নিতেও দেখলাম না।
এইসব জিপিএ ৫ পাওয়া ছাত্র ছাত্রীরা যখন ভালো কোথাও সুযোগ পায়না, সেই মেধার তখন কি মুল্য। শিক্ষামন্ত্রী আর প্রধানমন্ত্রীর দাঁত বের করা হাসি দেখতে চাইনা, চাই কর্মক্ষেত্রে গিয়ে এইসব ছাত্র ছাত্রীদের হাসিমুখ।
এতসব ডামাডোলেও যারা প্রশ্ন ছাড়া পাস করেছে (গ্রেড যাই হোক), সবাইকে অভিনন্দন। যারা পারেনি, তারা ইনশাল্লাহ পরেরবার পারবে। ভাল গ্রেড পাওয়াই, জীবনে সবচেয়ে সফল হবার পূর্বশর্ত নয়। দরজা সবার জন্যই খোলা থাকে।
পুনশ্চঃ আমাদের দেশে পাবলিক পরীক্ষার ফলাফলের আগে সবার কাউন্সিলিং করানো দরকার। ফেল করায় ৩ টা জীবনহানির ঘটনা পড়লাম এ পর্যন্ত।
http://www.banglanews24.com/beta/fullnews/bn/314652.html
http://www.banglanews24.com/beta/fullnews/bn/314751.html
http://dainikazadi.org/details2.php?news_id=1610.
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা নিয়ে টু-ডে ম্যাগাজিন একটা রিপোর্ট করলে খারাপ হয় না।
নাহিদ-তো বললো ১০০% পাস করলে সমস্যা কি। ওদেরও একটা রিপোর্ট করা উচিৎ সমস্যা আছে কি নাই। এছাড়াও এরকম পাসের একটা বড় ব্যবসায়িক দিকও রয়েছে – সেটাও আমলে নেয়া যায়।
১০০% পাস করলেও ক্ষতি নাই।
মন্তব্য করতে লগইন করুন