পদ্মার নিচে ভাই বোনদের এভাবে ফেলে রাখব? এই দেশে লাশের চেয়ে সস্তা কিছু আছে?
লিখেছেন লিখেছেন আতিক খান ১৩ আগস্ট, ২০১৪, ০৩:৩১:২২ দুপুর
হাতি মরলেও নাকি লাখ টাকা। তাই হাতি মরলেও লাভ আছে। আর বাঙালি মরলে? তাও লাভ আছে। শর্ত হল, পদ্মায় ডুবে গিয়ে লাশ হয়ে ভেসে উঠতে হবে। মুল্য ১ লাখ ২৫ হাজার টাকা। একটু রিস্ক আছে। যদি লঞ্চে আটকে ডুবে টুবে যায়, তো আম আর ছালা ২ টাই যাবার সম্ভাবনা। আর কপাল খারাপ হলে জুটতে পারে ১ টা ছাগল।
পিনাক ৬ যদি ভেঙ্গে যেত, লাশগুলো অনায়াসে ভেসে উঠত। আর অখণ্ড পিনাক ৬ অর্ধ শতাধিক লাশ নিয়ে ভেসে অনেক মাইল চলে গেছে এটা বিশ্বাসযোগ্য নয়। আমাদের লক্ষ কোটি টাকা পাচার হয়, হাজার কোটি টাকা ব্যাংক লুট হয় কিন্তু নদীমাতৃক বাংলাদেশে যেখানে প্রতি বছর কয়েকশ লোক লঞ্চ ডুবিতে মরে, তাদের তুলে আনার ক্ষমতা নাই। তাদের তুলে আনার জন্য সক্ষম কিছু কেনা হয় না। তুলে আনলেও ঝামেলা, অনেকের অনেক কীর্তি ফাঁস হয়ে যাবার সম্ভাবনা।
বাঙালি হয়ে জন্মানোটাই আজন্মের পাপ। দেশের রিজার্ভ নাকি ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর এই ডলার কামানো হতভাগ্য শ্রমিকরা বিদেশে মারা গেলে তাদের লাশ ও দেশে আনার ব্যবস্থা করা যায় না, বিদেশেই দাফন করতে হয়। লিবিয়ায় ৬ জনের কবর রচিত হল।
আর এই দেশে কবর হলে? ইদানিং শুনছি বেঁচে থাকতে যাদের কোন মূল্য এই দেশে নাই, কবর হতে কঙ্কাল হিসাবে তারাই প্রাইভেট মেডিকেলে বিক্রি হচ্ছে ২৫-৩০ হাজার টাকায়।
শীতলক্ষ্যায় ডুবে গিয়ে ভেসে উঠলেও লাভ নাই, বিচারের জন্য হয়ত শেষ হবে না আজীবনের অপেক্ষার। আর বিচার হলেও গডফাদাররা থাকবে বিচারের বাইরে। যাদের ফাঁসি হবে, ক্ষমতাসীন দলের হলে রাষ্ট্রীয় ক্ষমা তো আছেই।
রানা প্লাজার নিচে চাপা পড়লেও শেষ হবে না কারো ক্ষতিপূরণের অপেক্ষার। টাকাটা পড়ে থাকবে বিজিএমইএ এর নইলে প্রধান মন্ত্রীর তহবিলে। আর পদ্মায় ডুবলে?
প্রধানমন্ত্রী ব্যস্ত সেমিনার নিয়ে, নৌ মন্ত্রী সোনার গাঁ হোটেলে গার্মেন্টস সমস্যা নিয়ে, খালেদা জিয়া তার হাস্যকর কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে আর আমরা ব্যস্ত নিজেদের নিয়ে। পদ্মায় কে ডুবল কার কি এসে যায়? পানির নিচের লোকগুলোকে যেভাবে মারা হল সেটা একটা হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা আমরা এড়াতে পারতাম।
কয়েকশ পরিবারের পদ্মার তীরে চোখের জল গড়িয়ে শুকিয়ে যাবে, তদন্ত রিপোর্ট কেজি দরে বিক্রি হবে, দায়ী ব্যক্তিরা হাসি মুখে এক্সপ্রেসো কফি খাবেন, সরকার আর প্রভাবশালী মহল স্বস্তিতে গোঁফে তা দিবেন। আর আমাদের ৬১ জন বা অধিক ভাই বোনদের লাশ পানির নিচে গলে পচে মাছের খাবারে পরিনত হবে।
আমরা তো কালকেই অন্য ইস্যুতে সব ভুলে যাব, কি অভাগা জাতি আমরা!!
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা এখন নিত্য দিনের খেলা!
আমরা যদি একটি বার চিন্তা করি গুম হওয়া মানুষটির কথা যার খোজ ও পাওয়া যায় নাই।
তখন কি দাড়াবে অবস্য এমন দেশের জন্য ধিক্কার ও আসতে পারে মন থেকে।
মন্তব্য করতে লগইন করুন