সতর্কতা - ২য় পর্ব
লিখেছেন লিখেছেন আতিক খান ১১ আগস্ট, ২০১৪, ০৯:৫১:২৪ রাত
বেচারা ভুল নাম্বারে ( ভুল বাসায় ও ) ডায়াল করে ফেলছে............।।
একটু আগে আম্মা ঢুকলেন হন্তদন্ত হয়ে,
- হারুন নামের এক ছেলের ৫০০০ টাকা ভুলে চলে আসছে ফ্লেক্সি হয়ে, এখন ফেরত দিতে হবে। কিভাবে ফেরত দেয়া যায়? বেচারা কান্নাকাটি করতেছে। কিছু একটা করা দরকার।
আম্মার মোবাইলে রবির কোড 8383 হতে পোস্ট পেইড বিল ৫০০০ টাকা জমা হয়েছে হারুনের নাম্বার থেকে, মেসেজ ও এসেছে ২ বার। ট্রানজেকশন আইডি সহ।
ফোন দিলাম, কাহিনী জানতে। ৫০০০ টাকা রিচার্জ আমাদের দেশে খুব কম মানুষ করে। আমরা ১০০-৫০০ টাকা হয়ত বেশি হলে রিচার্জ করি। ছেলেটা স্মার্ট আছে......।।
- স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়ার একটা ফ্লেক্সি দোকান হতে বলতেছি। আমার নাম হারুন, শিল্পপতি রায়হান সাহেব ৫০০০ টাকা ফ্লেক্সি করতে দিছেন, ভুলে আপনার নাম্বারে চলে গেছে।
- রায়হান সাহেবের নাম্বার বল (এক্ষেত্রে আম্মার নাম্বার এর সাথে ২/১ টা ডিজিট ছাড়া বাকিগুলো মিল থাকতে হবে। নাহলে ভুল করে ফ্লেক্সি আসবে না। ধরি আম্মার নাম্বার 01819560740...।।)
- রায়হান সাহেবের নাম্বার 01819550740 (সে দেখাল মাত্র ১ টা ডিজিট ভুল করছে, স্মার্ট!! )
- ভাই আমার নাম্বারে (01828246261) ফ্লেক্সি করে দিয়েন। আমার খুব ক্ষতি হয়ে যাবে......
ফোন দিলাম রায়হান সাহেবকে, উনি ভয়ে কাঁচুমাচু...।। (সংক্ষেপে)
- ভাই আমি হাজি আশরাফ, রাঙ্গুনিয়া থেকে বলতেছি। জীবনে ফ্লেক্সি করি নাই, ফ্লেক্সি দোকানেও যাই নাই। আমি কিছু জানি না। আমারে জড়াইয়েন না ............।
এবার হারুনকে ধরলাম,
- তোমার নাম, দোকানের নাম / ঠিকানা, তোমার ভোটার আইডি, বাসার ঠিকানা সব বল। আমার চাচাত ভাইকে দিব, উনি র্যাবে আছে.........।।
- আমার ভোটার আইডি নাই, ক্লাস টেন এ পড়ি।
- তুমি ক্লাস বাদ দিয়ে ফ্লেক্সি দোকানে কি কর? কোন স্কুল?
- কুমিল্লা ভিক্টোরিয়া.........।। আজকে ক্লাস এ যাই নাই।
- তোমার স্কুলের নাম, ক্লাস টেন কোন শাখা, রোল নম্বর বল। ভিক্টোরিয়া কলেজে আমার কাজিন পড়ে, জিজ্ঞেস করে কনফার্ম করব.........।
- আপনি এত জেরা করেন কেন? সবখানে আপনার এত পরিচিত কেন? হটাত গরিব হারুন ইংরেজিতে বলা শুরু করল,
- My name is Mehdi Hasan, I am 17 years old.......hehehe
যা বোঝার বুঝে গেলাম। কোন স্মার্ট হ্যাকার রবির কোড ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০ জনে ১ জন ফাঁদে পড়লেও অসুবিধা কি !!
করনীয়ঃ সবাইকে সতর্ক করা / একটেল অফিসে গিয়ে নাম্বার রিপোর্ট করা এবং সম্ভব হলে বন্ধ করিয়ে দেয়া।
আমি প্রতারনা নিয়ে পোস্ট দিয়ে যাচ্ছি, আর আমার ঘরেই এই কেস!!
পুনশ্চঃ সন্ধ্যায় আম্মা আবার হন্তদন্ত হয়ে এলেন। এবার মেসেজ এসেছে যে উনি মানে উনার মোবাইল ১০ লাখ পাউন্ড, প্রায় ১৩ কোটি টাকা জিতেছেন। আম্মার নাম ঠিকানা পাঠাতে হবে নিচের ঠিকানায় -
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতর্কতায় উদ্বুদ্ধকরণে আপনার পোষ্ট আশা করি কাজে আসবে।
মন্তব্য করতে লগইন করুন