বাঙালি আর কবে সভ্য হবে? শিক্ষিত মানুষদের এই আচরন!! (ছবিসহ একটি তুলনা)
লিখেছেন লিখেছেন আতিক খান ১০ আগস্ট, ২০১৪, ১২:১১:০৮ দুপুর
বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলোতে জাপানিজ ফ্যানদের আচরন বিশ্বব্যাপী নন্দিত হয়েছিল। হেরে যাবার পর ও ওরা স্টেডিয়ামের নিজেদের এলাকা পরিষ্কার করে দিয়ে তারপর গ্যালারি ত্যাগ করেছে।
আমরা রাস্তাঘাটে থুথু ছিটানো বাঙালি। খেলায় হেরে ভালো জুতা জোড়াও মাঠে ছুঁড়ে দিয়ে আসি। কয় প্রজন্ম পরে স্টেডিয়াম পরিষ্কার করব জানা নেই। কিন্তু শিক্ষিত বাঙ্গালিদের থেকে অন্তত এটুকু কি আশা করতে পারি - কমিউনিটি হলে বিয়ের আসরের মত জায়গায়, হাঁটার লাল গালিচার উপর বা মেঝেতে হাত মোছা টিস্যু, পানির বোতল এগুলো ফেলে নিজেদের জাত-পরিচয় সবাইকে অন্তত জানিয়ে দিব না !!
বিয়ের আসরে যারা এসেছিল, ওরা শিক্ষিত ছিল। টিস্যু, পানির বোতল মাটিতে বা যেখানে সেখানে না ফেলার জন্য জাপানি হবার দরকার নেই। একটু কমন সেন্স থাকলেই যথেষ্ট।
আমাদের বিল্ডিং এর চারিদিকে উপর হতে কমলার খোসা, কাগজ, পানের পিক সহ অনেক কিছুই পড়ে। আগে লিফটে থুথু ও ফেলত মানুষ। আমাদের সভ্য হতে অনেকদূর যেতে হবে।
আগে নিজেকে, নিজের আচরণ আর নিজের ঘরকে পরিষ্কার করতে হবে। তাহলেই সমাজ আর দেশ পরিষ্কার হতে সময় লাগবে না। নিজে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে দেশের উন্নতির গল্প স্বপ্নে দেখা অবাস্তব কল্পনা।
ইসলাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে শিক্ষা দেয়। কিন্তু আমাদের সব শিক্ষাই বই পুস্তকে থেকে যায়।
জাপানিজদের মরাল হল,
Less talk more work, less complain more smile.
ইনশাল্লাহ আমরা আরও সচেতন হব। আল্লাহ আমাদের আরও সভ্য ও উন্নত হবার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ষাট বছর গড় আয়ু ধরে নিলেও আমাদের অন্তত ১৮০ বছর অপেক্ষা করতে হবে; মাত্র-তো ৪০ বছর গেলো।
যেহেতু জাপানীজ, বাঙ্গালী জাতিগত বিষয়ঃ তাই জাতিগতভাবেই হিসেব করাটা উচিৎ বলে মনে হয়।
তারপরেও আপনার উপদেশ আসলেই কার্য্যকরী বলে আমারও মনে হয়। এজন্যই হয়তো হিন্দুরা বলে –
জাত-গুনে তাত হয়, ঠাকুর-গুনে পূজা
কমান্ডার বা সরকার যে রকম আয়োজন করবে, অনুষ্ঠান অবশ্যই সেরকম-ই হবে!
আপনি প্রবাসী জেনে ভালো লাগলো, আপনাদের দেশপ্রেম অবশ্যই আমাদের চাইতে অনেক বেশী – এটাই সত্য।
আমাদের দেশের জনগণ অসেচেতন থাকাকে ফ্যাসন মনে করে।
মন্তব্য করতে লগইন করুন