নতুন প্রজন্মকে গিলে খাচ্ছে ভারতীয় সংস্কৃতিঃ ভারতীয় চ্যানেল বন্ধে সুপ্রিম কোর্টে রিট
লিখেছেন লিখেছেন আতিক খান ০৮ আগস্ট, ২০১৪, ১২:৩১:২৮ দুপুর
এক বৃদ্ধা মৃত্যু শয্যায়। যমরাজ উপস্থিত।
যমরাজ - তোমার শেষ ইচ্ছা কি? সেটা পূরণ করা হবে।
বৃদ্ধা (হাসিমুখে) - আমাকে '.........' হিন্দি সিরিয়াল শেষ পর্যন্ত দেখতে দেয়া হোক............
যমরাজ - এই সিরিয়াল আমার জীবদ্দশায় শেষ হয় কিনা সন্দেহ।
এই বলে যমরাজ মূর্ছা গেলেন !!
রোজার আগে একটা হলুদে গিয়েছিলাম। হিন্দি মিউজিক বাজছিল জোরে জোরে। অনুষ্ঠান শুরু হবার পরে, শিশু আর কিশোরীরা ৮-১০ টা গানের সাথে স্টেজে পারফর্ম করল, সব কটাই হিন্দি। এরপর একজন গায়িকা চমৎকার কিছু বাংলা গান পরিবেশন করলেও শ্রোতাদের মধ্যে তেমন চাঞ্চল্য পরিলক্ষিত হল না। ৫/৬ টা গানের পর যখনই শুরু হল হিন্দি - উলালা উলালা, ব্যস মুহূর্তেই দৃশ্য বদলে গেল। শিশু- কিশোরীরা ছোট ছোট গ্রুপে জায়গা করে নিয়ে চেয়ার ছেড়ে উন্মাতাল। অনেক মহিলাই হাসি মুখে হাততালি দিয়ে দুলতে লাগলেন। স্টেজের সামনে কিছু কিশোরী আর কিশোর -তরুন লাগাম হারিয়ে নাচে মত্ত। নাচের এক পর্যায়ে স্বল্প পরিচিত হলেও একে অপরের ঘাড়ে হাত রাখা বা কোমরে হাত রাখা কোন ব্যাপার হয়ে দাঁড়াল না। মুরুব্বি ২/৪ জন ঘাড় ঘুরিয়ে রাখলেন বা চোখ বিস্ফোরিত করলেন। তাতে অবশ্য কি বা আসে যায়।
আমরা এখন ভারতীয় সংস্কৃতির সাথেই বেশি সম্পর্ক বা আত্মার টান অনুভব করি। উপরের হলুদের দৃশ্য নতুন কিছু নয়। বাচ্চাদের হিন্দি বলাও নতুন কিছু নয়। এইসব সমস্যা দিন দিন গভীর হচ্ছে। এইসব হিন্দি সিরিয়াল আমাদের কি শিক্ষা দেয়? পারিবারিক কূটচাল, পরকিয়া, বিভিন্ন ভারতীয় পোশাকের প্রতি আসক্তি আর অদ্ভুতুড়ে কাহিনী। এবারের ঈদে অনেক ভাল বাংলা নাটক ও হয়েছে, কিন্তু অনেকে দেখেননি। যারা বিজ্ঞাপনের জন্য বিরক্ত, তাদের জন্য বিরতিহীন নাটক ও হয়েছে।
শুনেছিলাম এই ৬ তারিখ স্টার জলসা আর জি বাংলা বন্ধ হয়ে যাবে। হয়নাই, ৩ তারিখ নোটিশ পাঠানো হয়েছিল। উত্তর না আসায় আজ সুপ্রিম কোর্টে রিট হল স্টার প্লাস সহ এই ৩ টা চ্যানেল বন্ধের জন্য।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় রিটটি করা হয়। আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিট আবেদনটি করেন।
রিট আবেদনে সাত দিনের মধ্যে ওই তিনটি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশ চাওয়ার পাশাপাশি তা বাস্তবায়নে প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে।
একই সঙ্গে ভারতীয় চ্যানেল বাংলাদেশে সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
আবেদনকারীর পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। কিন্তু ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। তিনি জানান, স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয়কারীর পোশাকে (পাখি ড্রেস) আকৃষ্ট হয়ে কিনতে না পেরে বাংলাদেশে একাধিক কিশোরী আত্মহত্যা করেছে। তিনি জানান, আগামী রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হবে।
হিন্দির প্রভাব কমিয়ে নিজের সংস্কৃতিকে আগলে রাখা এখন সময়ের দাবী।
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই এগুলো মনে হয় বন্ধ হবে না!
মন্তব্য করতে লগইন করুন