কেক এবং জীবনঃ মিলে মিশে একাকার
লিখেছেন লিখেছেন আতিক খান ২৬ জুলাই, ২০১৪, ১০:৪৮:১২ রাত
নতুন মাইক্রো ওভেনে প্লেইন কেক বানাচ্ছিলাম। খুব কঠিন কিছু না। হরদম বাসায় বানাতে দেখেছি। মা আর বউয়ের নানা নির্দেশনা তো আছেই। মিক্সটা বানিয়ে ঢুকিয়ে দিলাম মাইক্রো ওভেনে। আন্দাজ মত তাপমাত্রা আর টাইম সেট করে দিলাম আত্মবিশ্বাসের সাথে। সময় শেষ। খুব খুশি মনে কেক খাবার স্বপ্ন নিয়ে ওভেনের দরজা খুলে কেকটা বের করে পুরা হতভম্ব।
কিছুটা পুড়ে শক্ত হয়ে গেছে, একদম অখাদ্য। ছুঁড়ে ফেলে দিতে হল ডাস্টবিন এ।
ভুল হয়েছে নতুন মাইক্রো ওভেনটার মেনুয়েল বা গাইড বইটা দেখে সেটিং দেয়া উচিত ছিল। শুধু কারো কথায় বা অভিজ্ঞতায় ভর না করে, নিজে দেখে নিলে এই বিপত্তি হত না। পুরো প্রজেক্টটাই ফেল করত না।
ইদানিং মনে হচ্ছে আমাদের জীবনটাও এভাবেই চলছে। স্বল্প জ্ঞান এ কেক তৈরি হচ্ছে। কোরান আর হাদিসে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়া আছে। কিন্তু আমাদের হাতে সময় নেই বা গাইড বই দেখার তাড়না নেই।
জীবনের শেষ সময়ে গিয়ে কেকটা যখন বের হবে, এরকম শক্ত আর অখাদ্য হবে না তো? গাইড দেখে না নেয়ার আফসোসে পুড়ব না তো আমরা? আমাদেরকেও আস্তাকুঁড়েতে (ডাস্টবিন) নিক্ষেপ করা হবে না তো?
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন