ঈর্ষাপরায়ন জাতির সাফল্যে যোগ হল আরেকটি মুকুট, এবারের শিকার সাকিব আল হাসান
লিখেছেন লিখেছেন আতিক খান ০৭ জুলাই, ২০১৪, ১০:৪০:২৮ রাত
- আমরা আসলেই খুব ঈর্ষাপরায়ন জাতি। কারো সাফল্য আমাদের মাথা খারাপ করে দেয়, সেটা নিজের ছেলে হলেও। একজন সাকিব যখন ইমেজ, জনপ্রিয়তা আর সাফল্যে একজন পাপন, কামাল থেকে বড় হয়ে উঠে তখন তার যে কোন অজুহাতে শাস্তিই প্রাপ্য হয়ে দাঁড়ায়।
- ৭ মাস পর বিশ্বকাপ। এই সময় দলের স্বর্ণডিম্ব প্রসবকারী হাঁসটাকে যখন পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়, তখন বুঝাই যায় কাদের হাতে এই দেশের ক্রিকেট।
৬ মাস বিদেশি লিগে না খেলার শাস্তিই যেখানে যথেষ্ট ছিল, সেখানে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার এই দেশের প্রেক্ষাপটে পুরাই খ্যাপাটে সিদ্ধান্ত।
- ইভটিজিং এ বউয়ের পক্ষ নেয়া, হোটেলের রুম বদলানো আর আকরামের মৌখিক অনুমতির পর ও ভ্রমন করায় ৬ মাস সবধরনের ও ১৮ মাস বিদেশি লীগ থেকে বহিষ্কার এই হল বিসিবি নামক ভাঁড়দের কমিটির দেয়া শাস্তি।
- যে দেশে খুন, ব্যাংকলুট, দুর্নীতি, অপহরন কোন কিছুরই শাস্তি হয় না, সেখানে দেশের হয়ে সবচেয়ে সাফল্য বয়ে আনা, পুরো বিশ্বে বাংলাদেশের মুখ হিসেবে পরিচিত হয়ে উঠা, বাংলাদেশকে একটা ব্র্যান্ডে পরিনত করা ছেলেটাকে ঠ্যাং ভেঙ্গে বসিয়ে দেয়ার সব বন্দোবস্ত করা হল।
- হাতুরাসিঙ্গে এসেই ভারত সিরিজে ভরাডুবিতে কিছু করতে না পারলেও সবচেয়ে ভাল পারফরমারকে ঠিকই দল থেকে বের করে দিতে অবদান রাখলেন। এসব ক্ষেত্রে কোচকে অনেক বেশি কৌশলী হতে হয়।
- শৃঙ্খলাজনিত শাস্তি হতেই পারে। কিন্তু শাস্তির নমুনা দেখে হকচকিয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। একজন খেলোয়াড়কে সামলাতে এরকম ব্যর্থতা অমার্জনীয়। কদিন আগে নারিন দেশের হয়ে না খেলে আইপিএল ফাইনাল খেলেছে। এরকম কিছু হলে সাকিবকে মনে হয় মিরপুর স্টেডিয়ামে প্রকাশ্যে ফাঁসি দেয়া হত।
- যারা বলে এই দেশ ওকে ট্রেনিং দিয়েছে, আলো- বাতাস ব্লা ব্লা দিয়েছে, ভাই এরকম লক্ষ লক্ষ লোককে এই দেশ অনেক সুবিধা দিয়েছে। সাকিব আর কাউকে হতে দেখলাম নাতো। শুধু ক্রিকেট কেন, অন্য কোন পেশায় ওর তুলনীয় সাফল্য কেউ বয়ে এনেছে কি?
- আমি বিশ্বব্যাপী অনেক দেশে গিয়েছি। ওরা বেশিভাগই চিনে শুধু ডঃ ইউনুস আর সাকিবকে...। আর এই দুজনের সাথেই আমাদের আচরন নোবেল পাবার দাবিদার
- যেটা হয়েছে ফাঁসির চেয়ে কম নয়। ইনফর্ম ছেলেটাকে যে শাস্তি দেয়া হল বিশ্বকাপের আগে, মানসিকভাবে শেষ করে দেয়ার জন্য যথেষ্ট। দলের অন্যদের উপর ও এর প্রভাব পড়তে বাধ্য।
লঘু পাপে গুরুদণ্ড । আমরা আসলেই নিজের পায়ে নিজে কুড়াল মারতে সিদ্ধহস্ত............।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাকিবের উচিত অবসর নিয়ে ফ্রি ল্যান্স ক্রিকেটার হয়ে চুটিয়ে টি২০ খেলা । বিশ্বের অনেকেই এটা করছে ।
মন্তব্য করতে লগইন করুন