জলাবদ্ধতাই দেখলেন, জলাবদ্ধতা হওয়াতে চট্টগ্রাম শহরের যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, সেটা দেখলেন না??
লিখেছেন লিখেছেন আতিক খান ২৩ জুন, ২০১৪, ১০:৩৯:৩২ রাত
চট্টগ্রাম শহর পানিতে ডুবে যাচ্ছে, এটা নিয়ে এত হাউকাউ এর কি আছে। খালি জলাবদ্ধতাই তো।
এর কত শত উপকারিতা আছে, কেউ ভেবে দেখছে না.........।।
- সবার আগে শহরের জলাবদ্ধতা পরিমাপ করতে হলে, দেখা দরকার সর্বচ্চ কতটুকু ডুবছে এই মুহূর্তে। সেজন্যই কোন খাল খনন বা পরিষ্কারের কাজ করা হয় নাই। এটা সার্ভের একটা অংশ।
- কয়েকজন ম্যানহোল দিয়ে পড়ে গিয়ে অক্কা পেলে জনসংখ্যা নিয়ন্ত্রণে দারুন প্রভাব ফেলবে
- বিনা পয়সায় ঘরে ঘরে মাছ পৌঁছে দেয়ার কর্মসূচির অংশ এটা, কেউ না পেলে এটা তার ব্যর্থতা হিসেবে গন্য হবে
- চট্টগ্রামে সুইমিং পুলের খুব অভাব। খালি কোটিপতিদের জন্য ২/১ টা হোটেলে। তাই সপ্তাহখানেকের জন্য সবার সাঁতার শিখার চমৎকার সুযোগ।
- মানুষজন নৌকার ব্যবহার ভুলে অন্যকিছু মার্কায় খালি ভোট দিতে চায়। তাই নৌকায় চড়াতে সবাইকে বাধ্য করার সুযোগ.........
- সবাই খালি লীগের বদনাম করে। উন্নয়নের জোয়ার কাকে বলে বুঝে না। তাই পানির জোয়ারে ভাসিয়ে বুঝানোর চেষ্টা.........।।
- ২০৪১ সালের বেকারত্ব দূরীকরণ কর্মসূচির অংশ আর অনেকের জীবিকা নির্বাহের সুযোগ,
১। অনেক ব্যবসায় বিক্রি বৃদ্ধি পাবে - গাড়ির টায়ার, ইঞ্জিনের যন্ত্রাংশ, বাস / সিএনজি / রিকশা ইত্যাদির স্পেয়ার পার্টস............।
২। গাড়ির সার্ভিস সেন্টারে ভিড় বাড়বে "কারওয়াশ" এর জন্য।
৩। হাড্ডিগুড্ডির ডাক্তারের রোগী সংখ্যা বৃদ্ধি পেতে পারে
৪। ঘরে / দোকানে / গ্যারেজে পানি ঢুকলে সেগুলো পরিষ্কার করার জন্য শ্রমিকের চাহিদা বাড়বে
৫। ভেজা, ময়লা কাপড় চোপড় ধোয়ার জন্য ধোপার উপার্জন বাড়বে
৬। জলাবদ্ধতা কারন দেখিয়ে কাঁচাবাজারের জিনিসপত্র আকাশছোঁয়া দামে বেচা যাবে
৭। এয়ার ফ্রেশনারের ব্যবহার / বিক্রি অনেক বাড়বে, পানি নামার পর দুর্গন্ধ দূর করতে......।। (অসমাপ্ত তালিকা)
পরিশেষে, মেয়র সাহেবের পরিবারের বাচ্চা কাচ্চারা নাকি পানি ছুঁড়াছুঁড়ি খেলবে আর বাতাস দেয়া লাইফ বয় তে ভাসবে। ওদের ইচ্ছা পুরনে এই প্রকল্প...............।
মানুষ জন কিচ্ছু বুঝে না। জায়গার অভাবে আরো অনেক উপকারিতা বুঝানো গেল না। মাথায় বুদ্ধি থাকলে তবেই না বুঝবে এসব, হুহহ ...............।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পানিতে চলে রিক্সা গাড়ি, শুকনো নাহি ভূমি।
নদি হয়ে যাবে রোড!!!!
আমি অবশ্য একটা দ্বিপে আছি। আমাদের এলাকা ছাড়া আশেপাশে সবখানে পানি।
মন্তব্য করতে লগইন করুন