জলাবদ্ধতাই দেখলেন, জলাবদ্ধতা হওয়াতে চট্টগ্রাম শহরের যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, সেটা দেখলেন না??

লিখেছেন লিখেছেন আতিক খান ২৩ জুন, ২০১৪, ১০:৩৯:৩২ রাত



চট্টগ্রাম শহর পানিতে ডুবে যাচ্ছে, এটা নিয়ে এত হাউকাউ এর কি আছে। খালি জলাবদ্ধতাই তো।

এর কত শত উপকারিতা আছে, কেউ ভেবে দেখছে না.........।।

- সবার আগে শহরের জলাবদ্ধতা পরিমাপ করতে হলে, দেখা দরকার সর্বচ্চ কতটুকু ডুবছে এই মুহূর্তে। সেজন্যই কোন খাল খনন বা পরিষ্কারের কাজ করা হয় নাই। এটা সার্ভের একটা অংশ।

- কয়েকজন ম্যানহোল দিয়ে পড়ে গিয়ে অক্কা পেলে জনসংখ্যা নিয়ন্ত্রণে দারুন প্রভাব ফেলবে

- বিনা পয়সায় ঘরে ঘরে মাছ পৌঁছে দেয়ার কর্মসূচির অংশ এটা, কেউ না পেলে এটা তার ব্যর্থতা হিসেবে গন্য হবে

- চট্টগ্রামে সুইমিং পুলের খুব অভাব। খালি কোটিপতিদের জন্য ২/১ টা হোটেলে। তাই সপ্তাহখানেকের জন্য সবার সাঁতার শিখার চমৎকার সুযোগ।

- মানুষজন নৌকার ব্যবহার ভুলে অন্যকিছু মার্কায় খালি ভোট দিতে চায়। তাই নৌকায় চড়াতে সবাইকে বাধ্য করার সুযোগ.........

- সবাই খালি লীগের বদনাম করে। উন্নয়নের জোয়ার কাকে বলে বুঝে না। তাই পানির জোয়ারে ভাসিয়ে বুঝানোর চেষ্টা.........।।



- ২০৪১ সালের বেকারত্ব দূরীকরণ কর্মসূচির অংশ আর অনেকের জীবিকা নির্বাহের সুযোগ,

১। অনেক ব্যবসায় বিক্রি বৃদ্ধি পাবে - গাড়ির টায়ার, ইঞ্জিনের যন্ত্রাংশ, বাস / সিএনজি / রিকশা ইত্যাদির স্পেয়ার পার্টস............।

২। গাড়ির সার্ভিস সেন্টারে ভিড় বাড়বে "কারওয়াশ" এর জন্য।

৩। হাড্ডিগুড্ডির ডাক্তারের রোগী সংখ্যা বৃদ্ধি পেতে পারে

৪। ঘরে / দোকানে / গ্যারেজে পানি ঢুকলে সেগুলো পরিষ্কার করার জন্য শ্রমিকের চাহিদা বাড়বে

৫। ভেজা, ময়লা কাপড় চোপড় ধোয়ার জন্য ধোপার উপার্জন বাড়বে

৬। জলাবদ্ধতা কারন দেখিয়ে কাঁচাবাজারের জিনিসপত্র আকাশছোঁয়া দামে বেচা যাবে

৭। এয়ার ফ্রেশনারের ব্যবহার / বিক্রি অনেক বাড়বে, পানি নামার পর দুর্গন্ধ দূর করতে......।। (অসমাপ্ত তালিকা)



পরিশেষে, মেয়র সাহেবের পরিবারের বাচ্চা কাচ্চারা নাকি পানি ছুঁড়াছুঁড়ি খেলবে আর বাতাস দেয়া লাইফ বয় তে ভাসবে। ওদের ইচ্ছা পুরনে এই প্রকল্প...............।



মানুষ জন কিচ্ছু বুঝে না। জায়গার অভাবে আরো অনেক উপকারিতা বুঝানো গেল না। মাথায় বুদ্ধি থাকলে তবেই না বুঝবে এসব, হুহহ ...............। Tongue Tongue

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238171
২৪ জুন ২০১৪ রাত ০১:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : এইমাত্র পেপারে ছবি দেখলাম। আপনারা ভাল আছেন তো!
২৪ জুন ২০১৪ রাত ০১:৫৭
184637
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনার চিন্তিত হবার জন্য। আজ অনেক ভাল। কিছু এলাকায় এখনো নামেনি যদিও। তবে আর ও কদিন বৃষ্টি হবে। কি হবে বলা যায় না। বহু বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়ন এর ফসল। শুভ কামনা। Good Luck Good Luck
238241
২৪ জুন ২০১৪ সকাল ১০:৪৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি,
পানিতে চলে রিক্সা গাড়ি, শুকনো নাহি ভূমি।
২৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৪
184753
আতিক খান লিখেছেন : বেশ ভাল কবিতা লিখেন তো। সাথে আজকাল নৌকাও চলছে। প্রকল্প পাশ হয়, ভাগ বাটোয়ারা হয়, আমরা জলজ প্রানিতে পরিনত হই। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
238251
২৪ জুন ২০১৪ সকাল ১১:০৭
প্রবাসী আশরাফ লিখেছেন : ব্যাঙ্গাত্বক বিশ্লেষন ভালোই করেছেন। করুন পরিস্থিতিতে ব্যাথিত হলেও আপনার উপস্থাপনে প্রীত হলাম।
২৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৬
184755
আতিক খান লিখেছেন : Happy Happy পানির মধ্যে ঘরে বসে মাথায় আরকিছু আসছে না। Tongue অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন। Good Luck Good Luck
238381
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেীকাতে দিলে ভোট
নদি হয়ে যাবে রোড!!!!

আমি অবশ্য একটা দ্বিপে আছি। আমাদের এলাকা ছাড়া আশেপাশে সবখানে পানি।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
184818
আতিক খান লিখেছেন : পুরা চট্টগ্রাম জুড়েই ছোট ছোট দ্বীপ। এখন একটু উন্নতি হয়েছে। বন্যা হলে সবাই নড়েচড়ে বসে। তারপর আর খবর নাই। ছোট ছোট মৌসুমি নৌকা কিনব ভাবছি Happy Good Luck Good Luck
238394
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৩
আফরা লিখেছেন : প্রবাসী আশরাফ লিখেছেন : ব্যাঙ্গাত্বক বিশ্লেষন ভালোই করেছেন। করুন পরিস্থিতিতে ব্যাথিত হলেও আপনার উপস্থাপনে প্রীত হলাম।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১০
184820
আতিক খান লিখেছেন : আফরা আপু, এত ভাল লিখেন। কপি পেস্ট কবে করলেন যে! Crying Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File