বাবা প্রতিযোগিতাঃ পুরস্কারের আনন্দ এবং আপ্যায়ন
লিখেছেন লিখেছেন আতিক খান ২০ জুন, ২০১৪, ০৮:৫৩:৩১ রাত
রাত ১১ টা ৫৫ মিনিট। বাবা প্রতিযোগিতায় লেখা জমা দেবার সময় শেষ হতে আর মাত্র ৫ মিনিট বাকি। ব্লগে নতুন। ব্লগ সম্পর্কে তেমন ধারনা নেই। এক বন্ধুর লেখা পড়ার আমন্ত্রনে টুডে ব্লগে এসে বাবা প্রতিযোগিতার নোটিশ দেখে কৌতূহল জাগে। সাহস করে পোস্ট করে দিলাম। পরে অবশ্য সময় আরও বেড়েছিল। এত ভাল ভাল লেখা আর লেখকের মাঝে সেরা পাঁচে নির্বাচিত হবে ভাবিনি। তবে লেখাটা পড়ে অনেক বন্ধু কেঁদেছিল দেখে সাহস পেয়েছিলাম।
এরপর তো দেড় মাসেই কিভাবে যেন এই পরিবারের সাথে জড়িয়ে গেলাম। সবাইকে অনেক ধন্যবাদ এত অল্প সময়েই আপন করে নেয়ার জন্য।
বাবাকে নিয়ে লিখতে কাউকে লেখক হতে হয়না। সবার লেখাই প্রানছোঁয়া, হৃদয়স্পর্শী। সবার লেখাই সেরা কারন সব ঘটনাই জীবন থেকে নেয়া। প্রকাশভঙ্গী আলাদা এই যা। সবার বাবাই সেরা বাবা, কারন সব সুসন্তানরাই বাবাকে নিয়ে লিখেছেন, লেখাগুলো পড়েছেন।
কাজেই এই আনন্দ সবার সাথে ভাগ করে নিলাম। আল্লাহ সবার বাবাকে সুন্দর জীবন / জান্নাত দান করুন।
সম্পাদকমণ্ডলী, সব ব্লগার এবং পাঠককে আন্তরিক শুভেচ্ছা। এই উপলক্ষ্যে হালকা নাস্তার আয়োজন করলাম। যার যা পছন্দ তুলে নিবেন।
ভাল থাকবেন সবাই, রমজান মোবারক।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি খাবার চাই। নাইলে হাতুড়ি মাথায় দেবো।
অভিনন্দন আপনাকে
অভিনন্দন। প্রানভরে খেলাম। আশাকরি নিয়মিত চা-নাস্তার আয়োজন করবেন।
মন্তব্য করতে লগইন করুন