আতঙ্কের বিশ্বকাপঃ গ্যালারী শো
লিখেছেন লিখেছেন আতিক খান ১২ জুন, ২০১৪, ০৯:৪১:৪১ রাত
ব্রাজিল বিশ্বকাপ নিয়ে একটু আতঙ্কে আছি।
৮৬ এর বিশ্বকাপ হয়েছিল মেক্সিকোতে। ক্লাস নাইনে পড়তাম। খেলাগুলো হত গভীর রাতে। চ্যানেল ছিল মাত্র একটা, সবেধন নীলমণি বিটিভি। রিমোট হাতে চ্যানেল বদলানোর তেমন সুযোগ ছিল না। রিমোটই ছিল কিনা সন্দেহ। রুমে রুমে টিভি ও থাকতো না। ড্রইং রুমে একটা সর্বচ্চ ২০-২১ ইঞ্চির একটা টিভি থাকতো।
এখন আমরা অনেক রকম বিনোদনে অভ্যস্ত। তখন সত্যিই বিশ্বকাপ মানে অন্যকিছু, ফাটিয়ে ফেলার মত ব্যাপার। সারাদিনের অপেক্ষা, সময় কাটত না। বয়সটাও অনুকূলে ছিল, বন্ধু-বান্ধব, কাছাকাছি বয়সের মামা, কাজিনরাও যোগ দিত। একসাথে হই হুল্লোড় করে খেলা দেখা। এদের মধ্যে একটা গ্রুপ ছিল যাদের খেলা নিয়ে কোন আগ্রহ ছিল না। রাত ১ টায় খেলা শুরু। ঘুম দিত বালিশ নিয়ে।
- এই, হাফ টাইমের আগে উঠিয়ে দিস তো............
তখন এই ডিজিটাল দুনিয়ার খোলামেলা দৃশ্যের সাথে সবাই অপরিচিত ছিল। ওদের মুল আকর্ষণ ছিল "গ্যালারী শো" অর্থাৎ খোলামেলা কাপড়ে দঃ আমেরিকান মেয়েদের উল্লাস, নাচ আর উচ্ছাস। হাফ টাইমের পর খেলা শুরু হলে, হাই তুলে বলত গেলাম। সকালে রেজাল্টটা জানিয়ে দিস।
এরপর আর মধ্য / দঃ আমেরিকায় বিশ্বকাপ ফেরেনি। এখন অবশ্য এরকম কিছু আশা করছি না। একে তো হাতে রিমোট, তার উপর খোলামেলা দৃশ্য অনেক চ্যানেলেই (আজকাল বাংলা গুলো ও পাল্লা দিচ্ছে ধীরে ধীরে) দেখা যাচ্ছে। তারপর ও আমাদের পুরানো চোখ বলে কথা। সপরিবারে অনেক কিছু দেখতে অভ্যস্ত নই। খেলার মধ্যেও ক্যামেরায় গ্যালারীর সাম্বা নৃত্য শুরু হলে কি করব, তাই ভাবছি!! আজকে প্রথম আলো ও যে প্রচ্ছদ ছবি দিল......।।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটার গুরুত্ব বাড়ায় যে ম্যাচটি সেটা হল ৯০ এর ব্রাজিল-আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডের ম্যাচ ।
সে ম্যাচের বিরতির সময় ব্রাজিলের এক তরুনী পুরো টপলেস অবস্থায় ও হর্ষোতফুল্ল অবস্থায় ক্যামেরায় দেখা দেয় ।
এরপর থেকে ক্যামেরাম্যানের ক্যামেরা সবসময়ই গ্যালারীতে এরকম ছবি তোলার তালে থাকে । তবে এতগুলো বিশ্বকাপ পাড় হয়ে গেলেও এখনও কেউ সেই ব্রাজিলিয়ান তরুনীর মত সাহসী পোজ দিতে পারে নি ।
ফুটবলের এই জোয়াড় ক্রিকেটেও লেগেছে । বিশেষ করে উপমহাদেশে খেলা হলে ক্যামেরা ম্যানের ফোকাস অনেক সময় খেলা ফেলে চলে যায় গ্যালারীর সুন্দরীর দিকে ।
আর টি২০ এর চিয়ারগার্লসরা তো ক্রিকেটে বাড়তি বিনোদন এড করেছে ।
এবারের বিশ্বকাপের বাইরের দর্শকদের বিনোদন দিতে মাঠের দর্শকরাও পরিশ্রম করবে বলাই বাহুল্য । মনে রাখতে হবে এবার বিশ্বকাপ হচ্ছে সাম্বার দেশ ব্রাজিলে ।
তাই রাত জেগে খেলা দেখার কষ্ট একভাবে না হলে আরেকভাবে ঠিকই উসুল হয়ে যাবে।
মন্তব্য করতে লগইন করুন