আতঙ্কের বিশ্বকাপঃ গ্যালারী শো

লিখেছেন লিখেছেন আতিক খান ১২ জুন, ২০১৪, ০৯:৪১:৪১ রাত

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে একটু আতঙ্কে আছি।

৮৬ এর বিশ্বকাপ হয়েছিল মেক্সিকোতে। ক্লাস নাইনে পড়তাম। খেলাগুলো হত গভীর রাতে। চ্যানেল ছিল মাত্র একটা, সবেধন নীলমণি বিটিভি। রিমোট হাতে চ্যানেল বদলানোর তেমন সুযোগ ছিল না। রিমোটই ছিল কিনা সন্দেহ। রুমে রুমে টিভি ও থাকতো না। ড্রইং রুমে একটা সর্বচ্চ ২০-২১ ইঞ্চির একটা টিভি থাকতো।

এখন আমরা অনেক রকম বিনোদনে অভ্যস্ত। তখন সত্যিই বিশ্বকাপ মানে অন্যকিছু, ফাটিয়ে ফেলার মত ব্যাপার। সারাদিনের অপেক্ষা, সময় কাটত না। বয়সটাও অনুকূলে ছিল, বন্ধু-বান্ধব, কাছাকাছি বয়সের মামা, কাজিনরাও যোগ দিত। একসাথে হই হুল্লোড় করে খেলা দেখা। এদের মধ্যে একটা গ্রুপ ছিল যাদের খেলা নিয়ে কোন আগ্রহ ছিল না। রাত ১ টায় খেলা শুরু। ঘুম দিত বালিশ নিয়ে।

- এই, হাফ টাইমের আগে উঠিয়ে দিস তো............

তখন এই ডিজিটাল দুনিয়ার খোলামেলা দৃশ্যের সাথে সবাই অপরিচিত ছিল। ওদের মুল আকর্ষণ ছিল "গ্যালারী শো" অর্থাৎ খোলামেলা কাপড়ে দঃ আমেরিকান মেয়েদের উল্লাস, নাচ আর উচ্ছাস। হাফ টাইমের পর খেলা শুরু হলে, হাই তুলে বলত গেলাম। সকালে রেজাল্টটা জানিয়ে দিস।

এরপর আর মধ্য / দঃ আমেরিকায় বিশ্বকাপ ফেরেনি। এখন অবশ্য এরকম কিছু আশা করছি না। একে তো হাতে রিমোট, তার উপর খোলামেলা দৃশ্য অনেক চ্যানেলেই (আজকাল বাংলা গুলো ও পাল্লা দিচ্ছে ধীরে ধীরে) দেখা যাচ্ছে। তারপর ও আমাদের পুরানো চোখ বলে কথা। সপরিবারে অনেক কিছু দেখতে অভ্যস্ত নই। খেলার মধ্যেও ক্যামেরায় গ্যালারীর সাম্বা নৃত্য শুরু হলে কি করব, তাই ভাবছি!! আজকে প্রথম আলো ও যে প্রচ্ছদ ছবি দিল......।।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234352
১২ জুন ২০১৪ রাত ১০:৫০
হতভাগা লিখেছেন : এসব গ্যালারী শো ৮৬ এ ছিল না ।

এটার গুরুত্ব বাড়ায় যে ম্যাচটি সেটা হল ৯০ এর ব্রাজিল-আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডের ম্যাচ ।

সে ম্যাচের বিরতির সময় ব্রাজিলের এক তরুনী পুরো টপলেস অবস্থায় ও হর্ষোতফুল্ল অবস্থায় ক্যামেরায় দেখা দেয় ।

এরপর থেকে ক্যামেরাম্যানের ক্যামেরা সবসময়ই গ্যালারীতে এরকম ছবি তোলার তালে থাকে । তবে এতগুলো বিশ্বকাপ পাড় হয়ে গেলেও এখনও কেউ সেই ব্রাজিলিয়ান তরুনীর মত সাহসী পোজ দিতে পারে নি ।

ফুটবলের এই জোয়াড় ক্রিকেটেও লেগেছে । বিশেষ করে উপমহাদেশে খেলা হলে ক্যামেরা ম্যানের ফোকাস অনেক সময় খেলা ফেলে চলে যায় গ্যালারীর সুন্দরীর দিকে ।

আর টি২০ এর চিয়ারগার্লসরা তো ক্রিকেটে বাড়তি বিনোদন এড করেছে ।

এবারের বিশ্বকাপের বাইরের দর্শকদের বিনোদন দিতে মাঠের দর্শকরাও পরিশ্রম করবে বলাই বাহুল্য । মনে রাখতে হবে এবার বিশ্বকাপ হচ্ছে সাম্বার দেশ ব্রাজিলে ।

তাই রাত জেগে খেলা দেখার কষ্ট একভাবে না হলে আরেকভাবে ঠিকই উসুল হয়ে যাবে।
১২ জুন ২০১৪ রাত ১১:৫৯
181082
আতিক খান লিখেছেন : আমি ঠিক ৯০ এর সেই মানের দৃশ্যের কথা বলছিনা। এখন দুধ ভাত মনে হতে পারে। তখনকার পশ্চিমা সংক্ষিপ্ত পোশাক গুলোই যথেষ্ট বিব্রতকর ছিল। এখন চোখ সওয়া হয়ে গেছে। অনেক ধন্যবাদ তথ্যবহুল ও চমৎকার মন্তব্যের জন্য। Applause Applause Good Luck Good Luck
234359
১২ জুন ২০১৪ রাত ১১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৮৬ ও ৯০ তে এই ধরনের কো বারাবাড়ি ছিল বলে মনে নাই। সে সময় খেলার সময় ক্যামেরা বেশিরভাগই মাঠের দিকে থাকত। কেউ ইনজুরড হলে তখন একটু গ্যালারি দেখান হতো আর গোল বা মিস এর পরে দর্শকদের প্রতিক্রিয়া দেখান হতো।
১৩ জুন ২০১৪ রাত ১২:০২
181083
আতিক খান লিখেছেন : খেলার মধ্য বিরতির ১৫ মিনিটের কথা বলছিলাম। রঙ্গিন টিভিতে পশ্চিমা স্বল্প বসনাদের দেখা হয়ত অনেকের জন্যই অতিরিক্ত বিনোদন ছিল। ধন্যবাদ ভাইয়া, ভাল থাকুন। Good Luck Good Luck
১৩ জুন ২০১৪ রাত ০১:১০
181087
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেসময়ই আমাদের বাসায় ২১ইঞ্চি রঙ্গিন টিভি ছিল কিন্তু বয়সটা এই সল্পবসনাদের তাৎপর্য বুঝার মত ছিলনা!!!Tongue Tongue
১৩ জুন ২০১৪ রাত ০৩:৩৯
181102
আতিক খান লিখেছেন : এখনকার কিশোরদের মত ইঁচড়েপাকা ছিলাম না। খেলতাম আর খেলা দেখতাম। স্বল্প বসনা বুঝলেও খেলার চেয়ে সেদিকে আগ্রহ কম ছিল। বোকা টাইপ ছিলাম এই আর কি Tongue Happy Don't Tell Anyone

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File