পথকলিঃ ( কক্সবাজার সমুদ্র সৈকতের স্মরণীয় একটি অভিজ্ঞতা )
লিখেছেন লিখেছেন আতিক খান ২৯ মে, ২০১৪, ১০:২৮:২১ রাত
প্রায় ট্রাফিক মোড়েই শিশুদের ভিক্ষার দৃশ্য আমাদের অতি পরিচিত। রাস্তায় হাঁটলে পা জড়িয়ে ধরা, গাড়িতে থাকলে জানালার কাঁচে টোকা দেয়া বা ক্ষেত্রবিশেষে গাড়ির পিছে পিছে দৌড়াতে থাকা। ফুটপাতে একটা থালা-বাটি নিয়ে বসে হাত বাড়িয়ে দেয়াও হরহামেশা দেখতে পাই। কোন চক্রের ফাঁদে পড়ে অনেক শিশু পঙ্গুত্ব বরন করে নিয়ে ভিক্ষা করে - এই জাতীয় ঘটনাও পত্রিকায় আসে। অথচ এই বয়সটা ছিল ওদের নিজেকে গড়ার সময়, শিক্ষা অর্জন করার সময়। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা।
কক্সবাজারের সমুদ্রপারে হাঁটছিলাম। একটা বাচ্চা ছেলে এসে বলল, স্যার একটা গান শুনবেন? সাথে আরেকটা ৫/৬ বছরের শিশু। আমার পাশে দাঁড়ানো কয়জন হাসল। আমার ও মনে হল এই পিচ্চি কি গান শুনাবে! হতাশ হয়ে ফিরতেই কি মনে করে ডাক দিলাম "ঠিক আছে, শোনা"।
দুজনের মুখেই রাজ্যের অন্ধকার কেটে গিয়ে ভোরের সূর্যের আলো। গান শুরু হল -----
"ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা............" ছোটটা হাত দিয়ে তাল দিচ্ছে। আমি হতভম্ব, এত ভালো গাইবে আশা করিনি। বললাম আরেকটা শোনা।
গাইল ---------
"তোমার ঘরে বাস করে কারায় / ও মন জান না / তোমার ঘরে বসত করে কজনা / মন জান না..."
অসাধারন। শিল্পীর সন্মানি দেয়া হল। নাম জানাল 'মোহাম্মদ শরিফ'। তোর গান খুব ভালো লেগেছে বলতেই মিষ্টি একটা হাসি ফুটে উঠল চেহারায়। সালাম দিয়ে অন্য শ্রোতার খোঁজে পা বাড়াল শরিফ।
গ্রুপ ছবি উঠানোর জন্য লোক খুঁজছি। একটা ৭/৮ বছরের মেয়ে এসে বলল 'আমি তুলে দেই'? খুব পেশাদার ভঙ্গিতে কয়েকটা ছবি উঠালো। চেক করে দেখলাম বেশ ভালো ধারনা ফটোগ্রাফিতে। ছবি তোলার সন্মানি দেয়া হল।
এরা দুজন সীমিত সুযোগের মধ্যেও ভিক্ষা না করে যে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছে, দেখে খুব ভালো লাগলো। আমাদের দোয়া রইল তোমাদের সাথে..................।।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিমছড়িতে দেখেছি একটা কাপল তাদের ক্যামেরা একটা পিচ্ছির হাতে তুলে দিয়ে তাকে দিয়ে অনেক ছবি তুলছে ।
োওখানে যেসব প্রফেশনাল ফটোগ্রাফার থাকে তারা আপনার পিছনে ঘুর ঘুর করতে থাকবে তাদের ক্যামেরায় আপনার ছবি তুলে দেবার জন্য । ছবি প্রতি ২০ টাকা নেয় । ফলে ১০-১৫ টার বেশী ছবি তুলতে চাইবেন না ।
ঐ পিচ্ছিকে যদি হাতে ৬০-৭০ টাকা ধরিয়ে দেন , সাথে কিছু খাবার , তাহলে সে দিব্যি আপনাদের কথা মত কাজ করে যাবে ।
সেন্ট মার্টিনেও কিছু কিছু পিচ্চি পাওয়া যায় গাইড হিসেবে , তারা ছবিও তোলে ভাল ।
মন্তব্য করতে লগইন করুন