জনশক্তি নাকি ফাঁদ?
লিখেছেন লিখেছেন আতিক খান ০৭ মে, ২০১৪, ০৬:৩০:২৭ সন্ধ্যা
কুয়ালালামপুর এয়ারপোর্টে ৫ ঘণ্টার ট্রানজিট। সময় কাটাতে ঘুরে বেড়াচ্ছিলাম। হটাত চোখে পড়ল ইমিগ্রেশন এর লোকজন ২ জন বাংলাদেশিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কৌতূহল হলেও কিছু করার নেই। ঘণ্টাখানেক পর ঘুরতে ঘুরতে আবার লোক দুজনকে দেখলাম বিশ্রাম এর এলাকায় আধ শোয়া হয়ে আছে। কিছুক্ষন কথা বলার পর যেটা জানলাম, তা হল - এই দুজন যাচ্ছেন বলিভিয়াতে শ্রম বিক্রি করে দেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবেন।
বলিভিয়ান প্রধান ভাষা স্প্যানিশ বা ইংরেজি দূরে থাক, ঠিকমত বাংলাও বলতে না পারা এই দুজন গ্রামে জমিজমা বিক্রি করে আর ধারকর্জ করে দালালের খপ্পরে পড়ে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বলিভিয়া যারা চিনতে পারছেন না, তাদের মনে করিয়ে দেই। দঃ আমেরিকা মহাদেশের মাঝামাঝি অবস্থিত এই দেশের উত্তর আর পূর্বে ব্রাজিল, দক্ষিনে আর্জেন্টিনা। ২৩০ ফিট হতে ২১৪৬৩ ফিট পর্যন্ত বিভিন্ন লেভেলে এই দেশের বিস্তৃতি। সমুদ্র পৃষ্ঠ হতে কয়েক হাজার ফিট উঁচুতে হওয়াতে অন্য ফুটবল দলগুলো এখানে গিয়ে খাবি খায়। আর্জেন্টিনা একবার ৬-০ তে হেরেছিল। বায়ুর চাপের তারতম্যের কারনে অন্য দলগুলো সহজেই এখানে দম হারিয়ে বিপদে পড়ে। একটু পরিচিতি দিতে এত কথা।
বাংলাদেশিরা যে দুনিয়ার অন্য প্রান্তে গিয়েও জীবিকা নির্বাহ করছেন, জানা ছিল না। দেশের জনশক্তি মন্ত্রনালয় এদের কোন যোগ্যতায় ছাড়পত্র দিল জানতে ইচ্ছে করে। এরা কি আদৌ কোন টাকা পাঠাবে দেশে? এরা কি কোনদিন বেঁচে দেশে ফিরে আসবে? সেখানে ওদের দেখাশুনার জন্য আমাদের দূতাবাস আদৌ আছে কি? কোন প্রজাতির অশিক্ষিত হলে নাম না জানা, কিছুই না জানা এক দেশে ভাগ্য অন্বেষণে যাবার জন্য এত টাকা মানুষ খরচ করে? কেউ কি নেই তাদের একটু গাইড করা, একটু ঠিক পথে চলার বুদ্ধি দিবে? এদের কিছু হলে তার দায় দায়িত্ব কাদের? অমানুষ দালাল চক্রদের কি একফোঁটা দয়ামায়া নেই? টাকা খাচ্ছিস ঠিক আছে, ভোলা ভালা মানুষগুলোকে এরকম অনিশ্চিত বিপদে ঠেলে দেয় কেউ? সরকারের কেউ কি কখনো একটুখানিও দায় দায়িত্ব নেবেনা? এর কি কখনো পরিবর্তন হবেনা?
একদিন কুয়ালালামপুর এয়ারপোর্টে ঘুরাঘুরি করে, নানা দেশ ঘুরিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলিভিয়া। ইমিগ্রেশনের সন্দেহ হলেও তখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছে। তবে এরপর আটকেছে কিনা জানা নেই। তাদের কোন ধারনাই নেই কি অপেক্ষা করছে সামনে, নেই কোন দিকনির্দেশনা। যেমন জাতি হিসেবে আমাদের ও নেই......
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন