শেষ গন্তব্যঃ

লিখেছেন লিখেছেন আতিক খান ০১ মে, ২০১৪, ১২:১০:০৬ রাত

গতকাল থেকে কয়েকটা মৃত্যু একেবারেই এলোমেলো করে দিয়ে গেছে। যদিও মানুষের সব সময়ের ভাবনাতেই মৃত্যু থাকা উচিত। আমরা বড় সহজেই এই রঙ্গিন দুনিয়াতে আসক্ত হয়ে পড়ি আর কঠিন বাস্তবতাকে ভুলে থাকার চেষ্টা করি।

১। আমেরিকার নর্থ ক্যারোলাইনায় গত বৃহস্পতিবার সকাল আটটা ৩৩ মিনিটে কোর্টনি স্যানফোরড তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘দ্য হ্যাপি সং মেকস মি সো হ্যাপি’। উনি ড্রাইভিং করতে করতে গান শুনছিলেন আর ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলেন। আটটা ৩৪ মিনিটের সময় ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় কোর্টনি মারা যান।

- উন্নত বিশ্বের উন্নত জীবনযাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা কিছুই উনাকে বাঁচাতে পারেনি। ড্রাইভিং করার সময় কান আর চোখ দুটো খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। অন্যদিকে মুহূর্তের মনোযোগ হতে পারে জীবনের শেষ ভুল। আমরা কি কিছু শিখলাম এই দুর্ঘটনা থেকে?

২। নারায়ণগঞ্জের অন্যতম প্রভাবশালী সাংসদ, আইনের ঊর্ধ্বে থাকা অনেক অপকর্মের সাক্ষী নাসিম ওসমান সকালে হার্ট এটাকে মারা যান।

- আইনের ঊর্ধ্বে থাকলেও মৃত্যুর ঊর্ধ্বে কি ছিলেন? আমরা ভুলে যাই আমাদের শেষ গন্তব্য কোথায় আর নানা অপকর্মে লিপ্ত হই।

- অনেককে এই খবরে আনন্দদায়ি স্ট্যাটাস দিতে দেখা যাচ্ছে। মানুষের বিদায়ক্ষন আসলে বলে দেয় তার এই জীবনের কৃতকর্মের ফলাফল কি। মনে হয়না স্বেচ্ছায় কেউ শোক প্রকাশ বা অন্তত ইন্নালিল্লাহে...... পর্যন্ত বলেছেন।

৩। আমরা বন্ধু তালিকা হতে এই প্রথম একজন কমে গেলো। ২ দিন আগে ছবি পোস্ট করা আর স্ট্যাটাস দেয়া হাসিখুশি ছেলেটা আজ শুধুই স্মৃতি। আমার সাথে পরিচয় ফেসবুকে। সময়ের সাথে কাছের একজন হয়ে উঠছিল এই বন্ধুটি। আমার স্বল্প পরিচিত হলেও আমার অনেক বন্ধুর অনেক অনেক কাছের জন বন্ধুটি কাউকে কিছু বলার বা করার সুযোগ না দিয়েই চলে গেলো।

- আমাদের বয়সী একজনের এই মৃত্যু আমাদের কিছু শিখাল কি? আমাদের সবার হাতে কি অনেক সময় আছে? ওর অল্পবয়সী জীবনসঙ্গীর জন্য সামনে অনেক কষ্টের সময়। আমার হয়ত ২ দিন পরই ভুলে যাবো ওকে। শুধু ওর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করব ওই নামে কেউ ছিল। কিন্তু ওর কাছের জনদের জন্য এ এক বিরাট শুন্যতা।

৪। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে আসছে লাশ। এরা কেউ মুক্তিপনের শিকার নয়, অর্থাৎ রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের দেশের আইন আর বিচার ব্যবস্থার মাপকাঠি এই লাশগুলো। এভাবে চললে, আগামীকাল আমরা আপনারাও লাশ হিসেবে নদী ভ্রমন করতে পারব বিনা খরচে.........।।

- জিওগ্রাফিক চ্যানেলে দেখাচ্ছে, কয়েকটা সিংহ জেব্রাদের ধরে ধরে শিকার করছে। বাকি অসহায় জেব্রারা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে। কারো প্রতিবাদ নেই, কিছু করার ও যেন নেই। দেখে নারায়ণগঞ্জের কথা মনে পড়ল, বৃহত্তর আঙ্গিকে বাংলাদেশের কথাও............।।

শেষ কথাঃ আজ মসজিদে যাবার সময় দেখলাম এক পঙ্গু ফকির তার হুইলচেয়ার থেকে নেমে গড়িয়ে গড়িয়ে মসজিদের নিচ তলায় ঢুকল, নামাজ পড়ল। দোয়াও করল।

আমরা হলাম মৌসুমি ফকির। বেশি গরম পড়লে, বরফ পড়লে বা ঝড় / সুনামি হলে স্পেশাল দোয়া করি। শেষ গন্তব্যে কত দূর? হয়ত ২ মাইল, হয়ত ২০ মাইল, হয়ত কয়েকশ মাইল। তবে প্রতি মুহূর্তে, প্রতিদিনই কমছে এই দূরত্ব...............।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215690
০১ মে ২০১৪ রাত ০২:১৩
আনিস১৩ লিখেছেন : May Allah (swt) be satisfied and also make our soul satisfied at the time our death!

Feeling so sad about this awami counsilor. His father made haj with my father. His father died, so did my father. His father donated a piece of land for mosque on request of father. May Allah have mercy on both of them!
০১ মে ২০১৪ সকাল ১১:৪৯
164101
আতিক খান লিখেছেন : ভালো মানুষেরা এই ভ্রষ্ট পৃথিবীতে বেশিদিন বাঁচেন না। আল্লাহ উনাদের জান্নাত নসিব করুন। আপনার জন্য সমবেদনা রইল। ধন্যবাদ।
215809
০১ মে ২০১৪ সকাল ১০:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শেষ গন্তব্যে কত দূর? ........... তবে প্রতি মুহূর্তে, প্রতিদিনই কমছে এই দূরত্ব........ Loser Loser আল্লাহ্ আমাদের সবাইকে যেন সঠিক পথেই রাখেন। Praying
০১ মে ২০১৪ সকাল ১১:৫০
164102
আতিক খান লিখেছেন : আমিন। ভালো থাকুন।
215827
০১ মে ২০১৪ সকাল ১০:৪৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমরা কেবল দেখি, শিখিনা Sad
০১ মে ২০১৪ সকাল ১১:৫৪
164105
আতিক খান লিখেছেন : যারা দেখে শিখে তারাই বুদ্ধিমান। দুর্ভাগ্যক্রমে আমরা বোকাদের দল ভারী করে যাচ্ছি।আল্লাহ আমাদের দেখে শিখার তৌফিক দিন। Worried
215915
০১ মে ২০১৪ দুপুর ১২:৪৮
মাটিরলাঠি লিখেছেন : ঠিক বলেছেন আমরা হলাম মৌসুমি ফকির। জ্ঞানে আমরা অনেক এগিয়ে, আমলে তদ্রুপ পিছিয়ে।
০১ মে ২০১৪ দুপুর ০৩:০৪
164193
আতিক খান লিখেছেন : আমাদের অনেক বিশেষ জ্ঞানই হয়ত শেষ পর্যন্ত কাজে আসবে না। আপনাকে ধন্যবাদ।
216176
০১ মে ২০১৪ রাত ০৮:৪৫
সিউল থেকে রহমতুল্লাহ লিখেছেন : ভালো লাগলো
০১ মে ২০১৪ রাত ০৯:১৭
164364
আতিক খান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File