আলোড়ন সৃষ্টিকারী 'আযান ফুল'
লিখেছেন লিখেছেন বদরুল এ হারুন ২৯ এপ্রিল, ২০১৪, ১১:০৩:৩৯ সকাল
ভিডিওটি দেখে আমি নিজে শিউরে উঠেছি। সিএনএন এর ভিডিও বলে অবিশ্বাস করারও কোন সুযোগ নেই। আসলে অলৌকিক ঘটনা যে পৃথিবীতে আসলেই ঘটে এটাই তার প্রমান-
জীবনে বহু রকমের ফুল দেখেছেন কিন্তু আযান শুনলেই আযানের আহবানে সাড়া দিয়ে ফোটে আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়- এমন ফুল কখনো কি দেখেছেন? সম্প্রতি নিউজ চ্যানেল সিএনএন এই অদ্ভুত ফুলটি নিয়ে একটি রিপোর্ট সম্প্রচার করেছে। আমি নিজে এইমাত্র সিএনএন এর ভিডিওটি দেখলাম (ভিডিওটির লিংক ও তথ্যসূত্র নীচে দেয়া হল) আযারবাইযানে এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে। আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুটছে না। যতবার-ই আযানের শব্দ ওখানে পৌঁছাচ্ছে ততোবার ফুল ফুটছে। বিজ্ঞানসম্মত সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, “Sorry, we can’t explain this , only God knows”... http://www.youtube.com/watch?v=qgeCCZRaY_Q&feature=player_embeddedhttp://hello-today.com/%E0%A6%86%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A7%9C%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%95/
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন