তাজ উদ্দীন কন্যা শারমীন বোমা ফাটালেন
লিখেছেন লিখেছেন বদরুল এ হারুন ২৫ এপ্রিল, ২০১৪, ০৯:৪৪:২১ রাত
তাজউদ্দীন কন্যা শারমিন।
তিনি লিখেছেন যে, তার বাবার শত অনুরোধ সত্ত্বেও
'মুজিব কাকু' স্বাধীনতান ঘোষণায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
শেখ মুজিবকে ২৫শে মার্চে একটি ঘোষণা দিয়ে যাওয়ার জন্যে তাজউদ্দীনের শেষ মুহুর্তের আকুতি, আন্ডারগ্রাউন্ডে গিয়ে থাকার জন্যে একটি বাড়ি ঠিকঠাক করে রাখা , বেগম মুজিবের ব্যাগ গুছানো, পায়জামার ফিতা লাগানো, পাকিস্তানী সেনাদের হাতে স্বেচ্ছায় গ্রেফতার বরন করার
কাকুর প্রস্তুতি সত্ত্বেও বাবার হাল ছেড়ে না দেয়া,
২৭শে মার্চ কাকুর হরতাল ডাকা , বাসায় গিয়ে বাবাকে নাক ঢেকে ঘুমানোর পরামর্শ,
বাসায় ফিরে হতাশ হয়ে লেখিকার মাকে সব খুলে বলা...ইত্যাদি...ইত্যাদি....।
বাংলাদেশের বর্তমান প্রজন্মকে সত্য-মিথ্যা ইতিহাস শুনিয়ে ভুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর।শেখ মুজিবুর রহমানের এভারেষ্ট সমান জনপ্রিয়তা থাকায় এসব নিয়ে আওয়ামি ঘরনার কেউ এর আগে তমন একটা মুখ খোলেননি।কিন্তু ইদানিংকার বেশী রকমের আওয়ামি বাড়াবাড়ির দরুন বিবেকসম্পন্ন কেউ কেউ মুখ খোলতে শুরু করেছেন।
ইনশাআল্লাহ সত্য ইতিহাস ক্রমেই জাতীর সামনে প্রকাশিত হবে।
কেননা সত্য বেশীদিন চেপে রাখা যায়না।
বিষয়: রাজনীতি
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন