বৃষ্টির ছন্দে মাতাল হব
লিখেছেন লিখেছেন ক্লান্ত ভবঘুরে ২৮ মে, ২০১৪, ১২:১৯:৪১ রাত
বৃষ্টির ছন্দোবদ্ধ শব্দে মাদকতা মেশানো থাকে। ছোট বেলায় মায়ের ঘুমপাড়ানি গানের মত গভীর মাদকতা! বৃষ্টির শব্দে তাই আমার চোখে ঘুম নেচে উঠে, তন্দ্রার রেশে আমি বৃষ্টিতে আচ্ছন্ন হই। এই বদ্ধ কংক্রিটের নগরীতে বৃষ্টির মাদকতা মেলা ভার। এখানে বৃষ্টি হয় চুপিসারে, জানালার ফাঁক গলে দেয়াল বেয়ে ঝরা বৃষ্টির দেখা পাওয়া যায়। এখানে বৃষ্টির কোন শব্দ নেই, কোন গন্ধ নেই। জালানার থাই গ্লাসে জমে থাকা বৃষ্টিস্নাত পানি কিংবা রাস্তার মোড়ের জলাবদ্ধতাই এইখানে বৃষ্টির উৎকৃষ্ট প্রমাণ।
তাই বৃষ্টির দিনে আমি আজ বৃষ্টির ছন্দ খুঁজে বেড়াই। রঙহীন বৃষ্টির গন্ধের অপেক্ষায় থাকি। ছোট্টবেলার মত টিনের চালে বৃষ্টির শব্দ শুনে ঘুমাতে খুব ইচ্ছে হয় আমার। পিয়ানোর মত একটানা বেজে যাবে বৃষ্টির সুর আর আমি ঘুমের গভীরে হব মাতাল।
বাসার পাশে নতুন ফ্ল্যাটের কাজ চলছে। একফালি বাতাস আসার ফাঁকা জায়গাটাও বন্ধ হয়ে যাচ্ছে। বিল্ডিংটাকে তৈরি করতে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, রান্নাবান্নার জন্য উনারা একটা টিনের চালের খুপড়ি তৈরি করেছেন পাশেই। এখানেই রান্না করেন। হঠাৎ করেই স্মৃতির পাতায় মলিন হয়ে যাওয়া একটা পরিচিত শব্দ কানে বেজে উঠল। হ্যাঁ! বৃষ্টির শব্দ। মনে পড়ছে ছোট্টবেলায় গ্রামে টিনের চালে একটানা বৃষ্টি পড়ার শব্দ। একটা নষ্টালজিক অনুভূতি। কতদিন শোনা হয়না এই প্রিয় শব্দের সুর। অথচ প্রাণের গভীরে মিশে আশে এই ছন্দের আকুতি। আমার মনে হচ্ছে চোখের কোণে ঘুমের আহবান। পরম মমতায় কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আমি ছন্দের ঘোরে মাতাল হয়ে যাবার অপেক্ষায়। একটা গভীর ঘুম... মোহাচ্ছন্ন আমি...
কদিন পর বিল্ডিংটা ওঠে যাবে। সেই টিনের চালের খুপড়িটাও আর থাকবেনা। বৃষ্টির ছন্দও আর শোনা হবেনা বদ্ধ নগরীর যান্ত্রিকতার ভীড়ে। সেই মাদকতার ছন্দগুলি আবার স্মৃতিবদ্ধ হবে। প্রাণের ভেতরে হাঁসফাঁস করবে শব্দের অপমৃত্যু ঘটবে শহরের বদ্ধ দেয়ালে। ইশ! আর বুঝি হবেনা একটা মাতাল ঘুম!!!
বিষয়: সাহিত্য
২৫৪২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জেগে থাকলে ভেবে দেখা যেত। :
সপ্তম শ্রেনীতে পড়ার সময় আমরা ঢাকার তেঁজকুনীপাড়া ছেড়ে টঙ্গীর একটি গ্রামে এসে বসবাস শুরু করি। যে ঘরটিতে থাকতাম তার চারপাশ+চাল টিনের। ঝাপটা বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, ঝুম বৃষ্টি সবরকম বৃষ্টির শব্দে আচ্ছন্ন-বুদ হয়ে থাকতাম। এখন এই ইট-সিমেন্টের ইমারতে সেই সুখ খুঁজে পাইনা।
বৃষ্টিবিষয়ক আপনার এই অকৃত্রিম ভাললাগা ছুঁয়ে গেল আমার ভাললাগায়। ধন্যবাদ আপানর বর্ননাশৈলির উৎকর্ষতার জন্য।
youtube link
torrent link
আশা করছি ভাল লাগবে।
সাথে natura নামে একটা sound therapy soft আছে নেটে। শুনতে ভালই লাগবে।
দারুন হয়েছে লেখা ...
মন্তব্য করতে লগইন করুন