নতুন সভ্যতার বিপ্লব!
লিখেছেন লিখেছেন ক্লান্ত ভবঘুরে ০৫ মে, ২০১৪, ১১:৩২:০৯ রাত
একটা খুন জন্ম দেয় নতুন একটা শপথের,
এক বুক তৃষ্ণার, প্রতিশোধের পেয়ালা পানের।
এক ফোঁটা রক্তে নিষিক্ত হয় একটা বিপ্লবের বীজ,
প্রাণ থেকে প্রাণে, ছড়ায় দ্রোহের উন্মত্ত আগুন।
একেকটা অত্যাচারে বুকে জমে মৌন হাহাকার,
একদিন খোলস ভাঙে মৌনতার বিধ্বংসী প্রলয়।
একটা গুপ্তহত্যার কোলে জমাট বাঁধে সন্দেহের সুর,
কান্নাভেজা প্রতিটা দীর্ঘশ্বাসে লেখা হয় যালিমের পতন।
একটা ব্রাশফায়ারের শব্দ ছাড়িয়ে উচ্চকিত হয় সহস্র মায়ের আর্তনাদ,
চোখের জলে মিশে ক্রমে বিষবাষ্প হয় ক্রোধের বিস্ফোরিত দহন।
ঘুনে ধরা সভ্যতার বুকে নতুন একটা ক্ষতচিহ্ন,
বলে যায়, জেগে ওঠো তরুণ! এখনি সময়।
এ বর্বরতার জবাব তোমাকে দিতেই হবে,
নিজেকে গড়ে তোলো যুবক, তোমাকেই নিতে হবে প্রতিশোধ।
রক্তদিয়ে নয়, বিপ্লব দিয়ে; একটা নতুন সভ্যতার বিপ্লব!
একটা নতুন নেতৃত্বের বিপ্লব! একটা নতুন দিনের বিপ্লব।
তুমি কি শোনোনি যুবক,
কোলের ছেলেকে হারানো মায়ের অশ্রুসিক্ত বিলাপ?
তুমি কি দেখোনি তরুণ,
নিষ্পাপ লাশের গায়ে লেগে থাকা থকথকে রক্ত?
তোমার চোখে কি পড়েনি সেদিন?
একদল যুবকের তাজারক্তে কালচে যাওয়া রাজপথ?
তোমার চোখে কি পড়েনি কভু,
বুলেটবিদ্ধ তরুণের চিৎকার, বাবার নিরব হাহাকার?
তাকিয়ে দেখো! সে মায়েরা তোমার অপেক্ষায়,
তোমার নেতৃত্বেই পিছু নিতে প্রতিশোধের মিছিলে।
তুমি নেবে শতাব্দীসেরা একবুদ্ধিবৃত্তিক প্রতিশোধ,
তুমি জন্ম দেবে রক্তপাতহীন এক নতুন সভ্যতার!
নিজেকে গড়ে তোলো যুবক, তোমাকেই নিতে হবে প্রতিশোধ।
রক্তদিয়ে নয়, বিপ্লব দিয়ে; একটা নতুন সভ্যতার বিপ্লব!
একটা নতুন নেতৃত্বের বিপ্লব! একটা নতুন দিনের বিপ্লব।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রক্তদিয়ে নয়, বিপ্লব দিয়ে; একটা নতুন সভ্যতার বিপ্লব!
একটা নতুন নেতৃত্বের বিপ্লব! একটা নতুন দিনের বিপ্লব।
মন্তব্য করতে লগইন করুন