শিরোনামহিন

লিখেছেন লিখেছেন পাহারা ১৬ মার্চ, ২০১৫, ০১:৫৫:৪৬ রাত

কিছু দিন থেকে ভাবছি একটা লেখা লিখব পারিছ থেকে আমি ভায়ের পক্ক থেকে , সবাই উনার জন্ন দোয়া করবেন উনার একটা ছেলে সন্তান হয়েছে আজ সপ্তাহখানেক হয়েছে । উনার ওয়াইফ কিছু জটিল রোগে ভুগতেছেন। কিন্তু উনি আমাদের মাজে নেই কিছুদিন থেকে । আল্লাহ জেন উনাকে আমাদের মাজে আবার ফিরিয়ে দেন এই দোয়া রেখে আজ এ বিদায় নিলাম।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309184
১৬ মার্চ ২০১৫ রাত ০২:১৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হে আল্লাহ যেন ওনার অসুস্থতা দূর করে সুস্থতা ফিরিয়ে দেন। আমিন।
309189
১৬ মার্চ ২০১৫ রাত ০২:৩২
পাহারা লিখেছেন : আমিন ।
309283
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:৩১
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ !পারিস থেকে আমি ভাইয়া ,ভাবীর ছেলে হয়েছে এটা তো খুবই খুশীর খবর ।
হে আল্লাহ , আপনি ভাবীকে অসুস্থতা দূর করে সুস্থতা দান করুন । আমীন ।

আপনাকে ধন্যবাদ খবরটা জানানোর জন্য ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File