দোয়া চাই

লিখেছেন লিখেছেন পাহারা ১৩ মার্চ, ২০১৫, ০১:১৬:৪৬ রাত

আমার জিবনে কখনো ইন্টারভিউ দেই নাই .। আগামি সপ্তাহে জিবনের সিদ্ধান্ত নেয়ার মত একটা ইন্টারভিউ তাই সবার কাছে দোয়া চাই। এটা জিবনের first ইন্টারভিউ তাই একটু নারভাছ লাগতাছে । আল্লাহর কাছে দোয়া করি এটা আমার জিবনে হাসানা

হলে আমাকে পজেটিভ রেজাল্ট দেয়ার ।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308621
১৩ মার্চ ২০১৫ রাত ০১:২৮
ধ্রুব নীল লিখেছেন : আপনার জন্য নিরন্ত্রর শুভকামনা ও দুয়া রইল।
১৩ মার্চ ২০১৫ রাত ০১:৩৩
249640
পাহারা লিখেছেন : জাজাকুমুল্লাহ খাইরান ।
308622
১৩ মার্চ ২০১৫ রাত ০১:২৯
আফরা লিখেছেন : ভাইয়া এটা বিয়ের ইন্টারভিউ না চাকরির যাই হোক আমি আপনার জন্য দুয়া করেদিলাম ।

হে আল্লাহ আমার এই ভাইয়াকে তার জীবনের প্রথম ইন্টারভিউতে সুন্দর ভাবে ইন্টারভিউ দেওয়ার তৌফিক দি্ও ও সফলতা দান কর ।আমীন ।
308626
১৩ মার্চ ২০১৫ রাত ০১:৩৪
পাহারা লিখেছেন : বিয়ে ও না চাকরি ও না ,
308631
১৩ মার্চ ২০১৫ রাত ০২:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। শুভকামান ও দোআ রইলো! Good Luck
308633
১৩ মার্চ ২০১৫ রাত ০২:৩৫
পাহারা লিখেছেন : ওয়ালাইকুম ওয়াসসালাম ওয়া রাহমাতুল্লাহ ।জাজাকুমুল্লাহ খাইরান ।
308645
১৩ মার্চ ২০১৫ রাত ০৪:০৮
এ,এস,ওসমান লিখেছেন : দোয়া রইল।
308663
১৩ মার্চ ২০১৫ সকাল ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন রকম নার্ভাস হবেন না।
ইন্টারভিউ কোন বিপদ নয়। রিজিক এর মালিক আল্লাহ।
308984
১৫ মার্চ ২০১৫ রাত ১২:১৫
পাহারা লিখেছেন : জাজাকুমুল্লাহ খাইরান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File