ফ্লাইওভারে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু

লিখেছেন লিখেছেন পাহারা ০৩ জানুয়ারি, ২০১৫, ০২:৫৫:৫৬ রাত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে মোটর সাইকেল থামিয়ে সেলফি তুলতে গিয়ে অপর একটি মোটর সাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর দক্ষিণ খান থেকে দুই বন্ধুর সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসে ফ্লাইওভারের প্রান্তে অপর মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা রাত ৯টা ১০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।আনোয়ারের বন্ধু মেহেদী বাংলানিউজকে বলেন, আমরা তিনজনই দক্ষিণ খানের ফায়দাবাদের ২৫৪ নং বাড়িতে থাকি। সন্ধ্যায় মোটর সাইকেলযোগে তিন বন্ধু ঘুরতে এসে ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে ক্যামেরায় সেলফি তুলতে গেলে অপর একটি মোটরসাইকেল এসে আনোয়ারকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

এসময় জরুরি বিভাগে রুবেল ও শামীম নামে দুই যুবক চিকিৎসা নিতে এলে তাদের দেখে চিৎকার করে ওঠে মেহেদী বলেন, এরাই আনোয়ারকে মোটর সাইকেল দিয়ে আঘাত করেছে।

যদিও অভিযোগ অস্বীকার করেন রুবেল ও শামীম। তারা দু’জনও এখন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

কালেক্টেড

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298890
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৩
কাহাফ লিখেছেন :
সামান্য অসতর্কতা কত বড় বিপদ হয়ে আসতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এ ঘটনা!
নিহত-আহত সবার জন্যেই শুভ কামনা এবং দোয়া রইল!!!
298946
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩০
সুশীল লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File