ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের ৫ বিঘা জমি দখল করে নিলো বিএসএফ
লিখেছেন লিখেছেন পাহারা ১১ মে, ২০১৪, ০২:১৩:১৮ রাত
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রায় ৫ বিঘা জমি দখল করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হরিপুরের বেতনা সীমান্তের ৩৬৩ মেইন পিলার এলাকার ওয়ান-এস হইতে টু-এসের মধ্যবর্তী স্থান দীর্ঘদিন ধরে বিএসএফ দখলে নিতে চেয়েছিল। আগে বেশ কয়েকবার এ নিয়ে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।
শনিবার সকাল ১১টার দিকে বিএসএফসহ কিছু ভারতীয় বিজিবিকে অবহিত না করেই একজন ভূমি সার্ভেয়ার দ্বারা সীমান্ত মাপা শুরু করেন।
ঘটনা টের পেয়ে কয়েকজন বাংলাদেশী কৃষক টহলরত বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় দেশের সার্ভেয়ার উপস্থিত না থাকায় বিএসএফকে জমি মাপতে নিষেধ করে।
এ সময় বিএসএফ জমি মাপা থেকে বিরত ছিল। পরবর্তীতে বিজিবি নিজ সীমান্ত ফাঁড়িতে চলে গেলে বিএসএফ দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে প্রায় ৫ বিঘা বাংলাদেশী আবাদি জমিতে জিগা গাছের ডাল রোপণ করে চিহ্নিত করে ভারতীয় জমি বলে ঘোষণা দেয়। এ সময় বিএসএফ বালাদেশী কৃষকদের হুমকি ও গালি দেয় বলে জানা গেছে। বাংলাদেশের যে জমি বিএসএফ দখল করেছে বর্তমানে তাতে ভুট্টার আবাদ রয়েছে ।
কালেক্টেক - আমারদেশ
বিষয়: রাজনীতি
১১৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা ভাল খবর । এটাই তো চাই । আশা করি মাস খানেকের ভেতর পুরো দেশটাই দখল করে নেবে আস্তে আস্তে ।
মন্তব্য করতে লগইন করুন