অবিশ্বাস্য কিছু মিল.......

লিখেছেন লিখেছেন জিরো ফাইব ১২ আগস্ট, ২০১৪, ১০:৪১:৫২ রাত

কাকতালীয়ভাবে কত ঘটনা আমাদের চারপাশে ঘটে কিন্তু সব ঘটনাকে কি কাকতালীয় বলা যায়? তেমনি আমেরিকার দুইজন বিখ্যাত প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির জীবনেও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনাতে এতটাই মিল ছিল যে এটাকে কাকতালীয়

বলা যায় না বরং এটাকে ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে।

আসুন জেনে নিই সেসব অদ্ভুত ঘটনাগুলো-

১. আব্রাহাম লিংকন কংগ্রেসে নির্বাচিত হন ১৮৪৬ সালে। জন

এফ কেনেডি কংগ্রেসে নির্বাচিত হন ১৯৪৬ সালে।

ঠিক ১০০ বছর পরে !

২. আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে। জন এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে।

ঠিক ১০০ বছর পর !

৩. দুজনেই তাঁদের সন্তানদের হারান হোয়াইট হাউজে থাকাকালীন সময়ে।

৪. দুজনেই শুক্রবারে আততায়ীর হাতে খুন হন।

৫. দুজনেই মাথায় গুলিবিদ্ধ হন।

৬. লিঙ্কনের সেক্রেটারির নাম ছিল কেনেডি। কেনেডির সেক্রেটারির নাম ছিল লিঙ্কন।

৭. দুজনের আততায়ীই ছিলেন দক্ষিন রাজ্যের।

৮. লিঙ্কনের খুনির নাম ছিল জন উইকিসবুথ, জন্মসাল ১৮৩৯। কেনেডির খুনির নাম ছিল লি হারভে অসোয়াল্ড, জন্মসাল ১৯৩৯। ব্যাবধান ঠিক ১০০ বছর!

৯. দুইজন খুনির নামই তিনটি শব্দ ও পনেরটি অক্ষর নিয়ে গঠিত।

১০. লিঙ্কন এবং কেনেডি উভয়েরই পরবর্তী প্রেসিডেন্টের নাম জনসন।

১১. উভয় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর তাঁদের স্ব স্ব ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন এবং পরের নির্বাচনে যথাক্রমে ১৮৬৯ ও ১৯৬৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন যা ১০০ বছরের ব্যবধান !

১২. লিঙ্কনের পরবর্তী এন্ড্রু জনসনের জন্মসাল ১৮০৮। কেনেডির পরবর্তী লিন্ডন জনসনের জন্মসাল ১৯০৮।

ব্যাবধান ঠিক ১০০ বছর!

মাথা ঘুরছে? এবার একটু নড়েচড়ে বসুন!

১৩. লিঙ্কন একটি থিয়েটারে গুলিবিদ্ধ হন। থিয়েটারটির নাম ছিলফোর্ড। কেনেডি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হন। গাড়িটি ছিল ফোর্ড ব্র্যান্ডের।

১৪. গুলিবিদ্ধ হওয়ার সময় উভয় প্রেসিডেন্টের পাশেই ফাস্ট লেডিরা উপস্থিত ছিলেন। এছাড়া উভয়জনের বেলাই উপস্থিত ছিলেন জেলার গভর্নর এবং তাদের পত্নীরা।

উভয়জনের ক্ষেত্রে গুলি প্রেসিডেন্টের মস্তক ভেদ করে পাশে উপবিষ্ট গভর্নরের শরীরেও আঘাত করে। তবে উভয়ে (প্রেসিডেন্টদের পাশে যার গায়ে গুলি লেগেছিল) তারা প্রাণে বেঁচে যান এবং উভয়জনের বেলায় ফার্স্ট লেডিরা ও গভর্নরের স্ত্রীরা অক্ষত ছিলেন।

১৫. লিঙ্কনকে থিয়েটারে গুলি করে খুনি একটি ওয়্যারহাউজে গিয়ে লুকিয়ে থাকে। কেনেডিকে ওয়্যারহাউজে গুলি করে খুনি একটি থিয়েটারে গিয়ে লুকিয়েথাকে।

১৬. দুইজন খুনিই তাদের বিচার প্রক্রিয়ার আগে (দুজনেই ঠিক

এক মাস আগে) মারা যায়।

১৭. লিংকন ও কেনেডি এ দুটো ইংরেজি বানানে লিখতে ৭টি করে অক্ষরের প্রয়োজন হয়। যেমন - Lincoln এবং Kennedy.

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253754
১৩ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
অয়ন খান লিখেছেন : সত্যি অবিশ্বাস্য।
253778
১৩ আগস্ট ২০১৪ রাত ০২:৪৪
সবুজেরসিড়ি লিখেছেন : আসলেই অবিশ্বাস্য . . .
253813
১৩ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৫
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : মাথা আওলা ঝাওলা পোষ্ট । ভাই আপনার কথার সত্যতা কোথাই পাব wikipedia ?
253836
১৩ আগস্ট ২০১৪ সকাল ১০:১৬
বুড়া মিয়া লিখেছেন : ঘটনা-তো ঘটনাই।

কাকতালীয়, অবিশ্বাস্য বা যুক্তিসঙ্গতভাবে-বিশ্বাস্য বলে অনেকেই অনেকের নিজের মানসিক-সামাজিক অবস্থান আমাদের সামনে তুলে ধরে।
253876
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন : যদিও আগেই জেনেছিলাম , তবুও ভালই লাগলো আবার পড়ে ।

আমরা এনালগ ঘড়ির এডে ঘড়িতে সবসময়ই যে ১০:১০ দেখি তা লিংকনের হত্যা হবার সময়কে ইন্ডিকেট করেই দেওয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File