স্বপ্নের পিছনে আমি......
লিখেছেন লিখেছেন জিরো ফাইব ০৭ জুন, ২০১৪, ০৯:৪৫:২৪ রাত
ভালো আছি...
তারপরও ভালো নেই।
অনেক সুখী...
তারপরও মনে হয়না।
মুখে হাসি...
তারপরও চোখের কোনো জ্বল্।
কাউকে ভালো লাগেনা...
তারপরও ভালোবাসি।
অনুভূতি অনেক...
তারপরও প্রকাশ করিনা।
ক্ষুধা লাগেনা...
তারপরও খেতে হয়।
ঘুম আসেনা...
তারপরও স্বপ্ন দেখি।
জেগে জেগে স্বপ্ন দেখি।
ঝাপসা এক স্বপ্নের পিছনে ছুটে চলছি....
স্বপ্নে বাস্তবতা আসবে কিনা জানিনা _(
তারপরও স্বপ্নের মধ্যেই স্বপ্নের পিছু ছাড়ছিনা।
স্বপ্ন দেখতে কেউ তো বাধা দেয়না,
তবে স্বপ্ন পূরণে এতো বাধা কেনো ....... :'(
যদি স্বপ্ন দেখার মধ্যেও একটা নির্দিষ্ট মাপকাঠি থাকতো।
তাহলে বোধহয় মানুষ আর স্বপ্নের পিছনে ছুটতো না স্বপ্নই মানুষের পিছনে ছুটতো....
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১কাপ চা খান! তাপ্পর আর১টা কোবিতা লিখুন! ভালো লাঘ্বে, ইনশাআল্লাহ!
মুসলিম হলে নামায পড়ুন ।অতৃপ্তি দূর হবে ।
আর অন্য ধর্মের হলেও ধর্ম-কর্ম করুন।
আর স্বপ্ন দেখে ঘুমু করো না(রিকু) উঠে যাও ,নেমে পরো বাস্তবায়নের তরে ।ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন