হিমু এবং বদি

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৫ নভেম্বর, ২০১৪, ১২:৫১:১৪ রাত

মধুর ক্যান্টিনে মধুর মধুর বানী শেষে বদি যখন টিএসসি মোড়ের দিকে যাচ্ছিলো তখন পিছন থেকে বদি এই বদি বলে একজন চেচিয়ে উঠলো। বদি এদিক সেদিক তাকাচ্ছে আর মনে মনে ভাবছে কার এতো বড় সাহাস আমারে আমার বাপ মা’র দেওয়া নামে বাপ মা’য়ের মতো চেচিয়ে ডাকে!!! মাথা ঘুরে দেখলো হিমু প্রচন্ড বিরক্তি নিয়ে বাদাম চিবুচ্ছে আর ওয়াক থু ওয়াক থু করে থু থু ফেলছে। খুবি বিশ্রী অবস্থা! বদি দৌড়ে গিয়ে বললো আরে হিমু ভাই না? আপনার এই অবস্থা? এইখানে কি করেন?

হিমুঃ ডেটিং করি।

বদিঃ ইতস্থ করে বললো কি যে বলেন হিমু ভাই! আপনারে এইসবে মানায় নাকি?

হিমুঃ তাইলে কিসে মানাইবো? ডেটিং বাদ দিয়া ধর্ষন শুরু করি?

বদিঃ না মানে ইয়ে আর কি?

হিমুঃ কি? ?? আমি ইয়ার কি মারি?

বদিঃ না, মানে বলছিলাম হিমু ভাই আপনার শইলডা কিরম আছে?

হিমুঃ শরীর ভালো তবে মিজাজটা ভালো নাই।

বদিঃ কেন হিমু ভাই? কি হইছে?

হিমুঃ সিলেট ওসমানী মেডিকেলের লাশ কাটা ঘরে ছিলাম। সুমনের সাথে অনেক কথা হইছে। তার সাথে কথা বলার পর থেকে মন মিজাজ দুই টাই প্রচন্ড খারাপ।

বদিঃ এইগুলান কি কন? মরা মানুষের সাথে কথা বলা কেমনে সম্ভব?

হিমুঃ আমি ইদানিং মরা মানুষেরও কথা বুঝি, কেন তোর বিশ্বাস হয়না? না হইলে ক তোরে এক্ষুনি লাশ বানিয়ে তোর সাথে কথা বলা শুরু করবো। তোর ও প্যাক্টিকাল ধারনা হয়ে যাবে যে হিমুদের কথা বার্তায় কোন ধরনের সন্দেহ থাকার অবকাশ নাই।

বদিঃ না, না হিমু ভাই, এই সব কি কন আমি কি আপনারে অবিশ্বাস করছি? প্রশ্নই উঠেনা। আগে জানা ছিলো না যে আপনি মরা মানুষের সাথে কথা বলতে পারেন তাই জিঙ্গেস করছি মাত্র। আপনি যদি কন বাংলা ভাইয়ের সাথেও রেগুলার কথা কন আই ডু বিলিভ ইট।

হিমঃ আচ্ছা তুই নাকি বলছিস যে সুমন দাশ ছাত্রলীগের কেউ না! মিডিয়ার সৃষ্টি।

বদিঃ হু হিমু ভাই, সে তো শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র না।

হিমুঃ তাই নাকি? কেন রে বদি শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র ছাড়া আর কেউ কি ছাত্রলীগ করেনা?

বদিঃ আসলে হিমু ভাই আমি বলছিলাম কি ইয়ে মানে এইসব মিডিয়ার কারসাজি। মিডিয়া এশিয়ার বৃহত্তম ছাত্র শক্তি ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। ভার্সিটির ঐ ঘটনায় কোন ছাত্রলীগের কর্মী ছিলোনা, মিডিয়া এদেরকে জোর ছাত্রলীগ বানিয়ে দিচ্ছে।

হিমুঃ বদি তুই তো দেখি আর আগের বদি নাই আস্তা একটা আওয়ামীলীগ হয়ে গেছিস। তারা যদি ছাত্রলীগ না তাইলে এ্যাকশন রিএ্যাকশনের সময় বার বার জয় বাংলা স্লোগান দিয়ে গর্জন দিলো কেন?

বদিঃ হিমু ভাই আসলে ইদানিং ছাত্র শিবিরও জয় বাংলা স্লোগান দেয়, দিয়া কুকর্ম করে আর দোষ পড়ে ছাত্রলীগের উপর।

হিমুঃ সবি বুঝলাম, তবে সুমনের বন্ধু-বান্ধব পরিবার পরিজনরাও কি মিথ্যে বলছে?

বদিঃ ইয়ে মানে আসলে হিমু ভাই এইটার নাম রাজনীতি আপনি বুঝবেন না।

হিমুঃ হুম, এইটা আসলে ঠিক কইছোস আমি আসলেই রাজনীতি কম বুঝি। যদি বুঝতাম তাইলে আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নাম বদি উজ্জামান সোহাগ না হয়ে হইতো হিমালয় হিমু। যা ব্যাটা ফাজিল ভাগ....

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287711
২৫ নভেম্বর ২০১৪ রাত ০২:০৫
যা বলতে চাই লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
287777
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০০
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
287869
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি আসলেই রাজনীতি কম বুঝি। যদি বুঝতাম তাইলে আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নাম বদি উজ্জামান সোহাগ না হয়ে হইতো হিমালয় হিমু। যা ব্যাটা ফাজিল ভাগ.... Thumbs Up Thumbs Up Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আমি আসলেই রাজনীতি কম বুঝি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File