>>হিমু এবং আমি কিছুক্ষন পাশাপাশি<<
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ১৭ নভেম্বর, ২০১৪, ০৬:৪৮:৫৩ সকাল
সন্ধ্যা মাত্র হইছে, রাস্তা ঘাট মোটামোটি ফাঁকা। সাধারনত হরতাল হইলে রাস্তা ঘাটে এই ধরনের ঝিমানি ভাব আসে। আমি অফিসের ঠিক উল্টো পাশে টং দোকানে চা খাচ্ছিলাম। নূরজাহান ক্লিনিকের সামনে হিমু ভাই উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে সিগারেটে সূখ টান দিচ্ছেন। আমি তো মহানন্দে চা আরেক কাপ নিয়ে হিমু ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। অহ কতদিন পর দেখা!!!
হিম ভাই চায়ের কাপ নিতে নিতে বললেন তারপর কি অবস্থা?
তরে তো পুরাই শিবির লাগছে, শিবিরীয় দাঁড়ি মূখে তার মধ্যে পায়ের গোড়ালির উপর প্যান্ট তোর তো খবর আছে!!! ৩৬ ঘা’র খবর হবে। কইলাম হিমু ভাই ইউ লুক লাইক অলসো জামাতি, দাঁড়ি লম্বা হইতে হইতে ভাজ ধরা শুরু করছে। তা ঠিক গত দুই বছর ধরে সেলুনের আশে পাশে যাইনি, মাজেদা খালাতো কিছুদিন আগে কাঁদো কাঁদো গলায় প্রায় পায়ে ধরে ফেলছেন আমার দাঁড়ি কাটার জন্য, পাত্তা দেইনি। কইলাম হিমু ভাই ডোন্ট কাট, ইউ লুক রিয়েলি নাইস। তিনি বেশ অর্ধেক কাপ চা মাটিতে ফেলে বল্লেন যা চা আরেক কাপ নিয়া আয়, একটু লিকার বেশি দিতে বলবি। আর শুন আমার সাথে ফড়ফড় করে ফুটানি টাইপ ইংরেজী শব্দ ব্যাবহার করবি না, থাপড়াইয়া খালি পায়ে আজীবনের জন্য রাস্তায় নামাইয়া দিমু।
২য় কাপ চা দিতে দিতে বললাম তোমার কি অবস্থা? একদম নিখোঁজ হয়ে গেলে ঘটনা কি?
মেস থেকে বের হইতে ভালো লাগেনা। হাটাহাটি বন্ধ করে আপাতত চুপচাপ বসে থাকি। হাটতে এখন আর আর আগের মতো মজা পাইনা। সবকিছু কেমন জানি উলট পালট হয়ে গেছে । বাহিরে বের হলেই যুদ্ধপরাধী স্বাধীনতা ইতিহাস সংগ্রাম গনতন্ত্র শুনতে শুনতে কান ঝালপালা হয়ে গেছে। মাঝে মধ্যে বড়ই নির্মমভাবে অবাক খাই, বইয়ের স্বাধীনতা আর বাস্তবের স্বাধীনতার মধ্যে এক অসাধারন অমিল। গনতন্ত্রের সংজ্ঞা শিখলাম কি? আর গনতন্ত্রের নমুনা কি দেখছি? বুঝে উঠতে পারিনা বই পুস্তকে ভুল পড়লাম না বাস্তবতার মূখামূখি দাঁড়িয়ে সব ভুলে গেলাম?
কইলাম হিমু ভাই এইসব কি বলছেন? আপনি তো দেখি চেতনার বিরুদ্ধে চলে যাচ্ছেন!! জাতির বিরুদ্ধে আপনার এমন অবস্থান আগে তো খালি চোখে কখনও দেখিনি!!
হিমুঃ রাখ তোর চেতনা, হাটাহাটি বন্ধ করে নিজেই এখন নিজের বিরুদ্ধে চলে গেছি আর জাতি!! আপাতত চেতনা নিয়ে গবেষনা করছি। অবশ্য এই গবেষনার দ্বায়িত্ব বাদলের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। বেচারা নাওয়া খাওয়া বাদ দিয়ে পুরো একমাস শাহবাগে ডিউটি দিয়ে চেতনায় সমৃদ্ধ বিশাল এক নোট লিখছে। হলুদ কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখা ঐ নোটের কয়েক পেজ পড়েছি, ভেরি ইন্টারেষ্টিং।
হিমু ভাই, ইয়ে মানে সাদা কাগজ থাকতে হলুদ কেন? আর নীল কালা রঙের কালি থাকতে কেন ই বা লাল কালি ব্যাবহার করা হইছে?
তা আমি কি জানি? শাহবাগে নাকি সবাই লাল আর হলুদ রঙের ফিতা মাথায় পড়ে যায়।এই কারনে সম্ভবত হলুদ কাগজে লাল কালি দিয়ে লিখেছে। সব কিছুর যেমন কোন না কোন রঙ থাকে, চেতনার ও তো একটা রঙ আছে, সম্ভবত লাল আর হলুদ। যার ধরুন চেতনার বিষয় নিয়ে লিখতে গিয়ে চেতনার রঙ ব্যাবহার করা হইছে। এতে তো দোষের কিছু দেখছিনা।
আমিঃ তা ঠিক।
হিমুঃ চেতনার নোট পড়ে আমি দারুন একটা স্লোগানও মুখস্ত করে ফেলেছি।
আমিঃ কি হিমু ভাই?
হিমুঃ আমার দেশ! আমার দেশ! ফাঁসি চাই! ফাসি চাই!! ভেরি ইন্টারেষ্টিং। ভেরি ইন্টারেষ্টিং।
আমিঃ হু হু হা হা করে হেসে কইলাম হালার ভাইদের আর কোন কাজ নাই।
হিমুঃ তোর কাছে কি মোবাইল ফোন আছে?
আমিঃ হুম।
হিমুঃ বাদলরে একটা ফোন দে...
আমিঃ কেন ভাই?
হিমুঃ অতিরিক্ত কোন আওয়াজ দিবিনা তোর ঐ কথা শুনে আমার মাথায় ধারুন একটা আইডিয়া আসছে।
আমিঃ কোনটা হিমু ভাই?
হিমুঃ ঐ যে হালার ভাইদের আর কোন কাজ নাই। তাড়াতাড়ি ফোন দে মাথা থেকে চলে গেলে সমস্যা।
আমিঃ হিমু ভাই বলছে আর আমি ডায়েল করছি ০১৭১ পুত পুত পিত পুত টুত টুত পিত পিত পাত পাত...ক্রিং.... ক্রিং.....
ওপাশ থেকেঃ হ্যালো...
এপাশ থেকেঃ বাদল শুন!
ওপাশ থেকেঃ হিমু দা না?
এপাশ থেকেঃ হুম। এক কাজ কর, তোর চেতনার রঙ দিয়ে লেখা চেতনার নোটে একটা স্লোগান আছে না...? ঐ যে...!! আমার দেশ! আমার দেশ ফাঁসি চাই ফাঁসি চাই। এর পরে এই লাইনটা নীল কালি দিয়ে লিখে রাখ " হালার ভাই হালার ভাই তোদের কোন কাজ নাই।
ওপাশ থেকেঃ হ্যালো..! হ্যালো..!! হ্যালো..!!! হিমু দা কিছু বুঝা ঝাচ্ছেনা, হ্যালো..! হ্যালো..!!
এপাশ থেকেঃ আমার দেশ আমার দেশ...ফাঁসি চাই ফাঁসি চাই। হালার ভাই হালার ভাই...ফাইজলামির আর সীমা নাই। না না বাদল তার চেয়ে আরো সুন্দর হবে এইভাবে লেখ... বাপের দেশ স্বামীর দেশ...ভাষা নাই ভাষা নাই। আমার দেশ আমার দেশ... বাদল হ্যালো বাদল আমার দেশ জানি কোনটা?? হ্যালো বাদল হ্যালো..১..২...৩...৪ হ্যালো! হ্যালো!!
কাল্পনিক পর্ব-১
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রম্য উপস্হাপনায় অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম!!!
এটা জামায়াতের ভিতটাই নাড়িয়ে দিয়েছে ।
বাংলাদেশের এই তরুন পোলাপানরাই জামায়াতের চোখে নাকে জল এনে দিয়েছে ।
যথার্থ বলেছেন! চেতনার শানিত প্রকাশে বাংলাদেশ কে গর্ভবতী থুক্কু গর্বিতও করেছে!!!
মন্তব্য করতে লগইন করুন