"আমায় মুক্তি দাও"

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ১৪ নভেম্বর, ২০১৪, ১২:৫৬:১৭ রাত

ক্ষমতাসীনরা মুক্তির সনদ দেয় আর ক্ষমতাহীনরা মুক্তির আশ্বাস দেয়।

ক্ষমতাসীনদের মতে ক্ষমতাহীনদের আশ্বাস সম্পূর্ণ ভূয়া, আর ক্ষমতাহীনদের মতে ক্ষমতাসীনদের সনদ ভূয়া। আসলে দুইটাই ভূয়া এবং ভেজালে ভরপুর ফরমালিনযুক্ত।

আমরা আমজনতা বুঝিনা, ভূয়া আশ্বাস আর ভূয়া সনদের জন্য তাদের পিছে অবিরাম ছুটছি। ছুটতে ছুটতে আসল মুক্তিদাতার কথা ভুলেই গেছি। মুক্তি তাঁর কাছে চান যিনি মুক্তিদাতাদেরও মুক্তি দেন। যার মুক্তিতে কোন ভেজাল নাই, যার সনদে কোন সন্দেহের অবকাশ নেই। আছে প্রকৃত মুক্তি শান্তি আর শান্তি। বস্তুত মুক্তির জন্য লড়াই করতে হয়না, রক্ত ঝরাতে হয়না শুধু সঠিক পথ অবলম্বন করলেই হয়, সত্যকে আকড়ে ধরলে মুক্তি আপনার পিছনে পিছনে দৌড়াবে।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284035
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:২০
মামুন লিখেছেন : বস্তুত মুক্তির জন্য লড়াই করতে হয়না, রক্ত ঝরাতে হয়না শুধু সঠিক পথ অবলম্বন করলেই হয়, সত্যকে আকড়ে ধরলে মুক্তি আপনার পিছনে পিছনে দৌড়াবে।
Thumbs Up Thumbs Up Rose Rose Bee Bee
284141
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চমৎকার বলেছেন। কিন্তু সঠিক পথটাই বাতলে দিবে কে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File