মানুষ মানুষের জন্য আর আরব বিশ্ব শুধু পশ্চিমা বিশ্বের চামচিকামি করার জন্য?
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ১১ জুলাই, ২০১৪, ০৪:৩০:৪৮ বিকাল
স্রষ্টার সৃষ্ট ইতিহাস নিয়ে আপনাদের অনেক সন্দেহ! আচ্ছা আপনাদের রচিত ইতিহাস থেকেই একজন ভয়ংকর জগন্য মুসলিমের নাম বলুন তো! মুসলিমরা কি এতোই জগন্য যে এদের বংশধর সহ ধ্বংস করে দিতে হবে? মুসলিমরা কি এতোই ভয়ংকর যে এদের নিরপরাধ শিশু সন্তানদের বোমা মেরে উড়িয়ে দিতে হবে? কোথায় আজ মানবধীকার কর্মীবৃন্দ? কোথায় তাদের সুবিধাবাদী কমিশন? কি অদ্ভুদ! নেইমারের হাড় ভাঙ্গা নিয়ে বিশ্বের সব কমিশন কি এতোই ব্যাস্ত?
পুস্তকের ভাষায় মানুষ মানুষের জন্য আর বাস্তবের ভাষা বড় ভিন্ন ফিলিস্তিনির রক্তে ইসরাইলীরা ধন্য। হে আরব বিশ্ব তোমাদের কি জন্ম হয়েছে শুধু পশ্চিমা বিশ্বের চামচিকামি করার জন্য?
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন