মাননীয় এর ব্যাবহার
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০২ জুন, ২০১৪, ১১:৫০:২৪ রাত
প্রধানমন্ত্রীর নাম মুখে নিবার সময় আগে পিছে দুইবার করে মাননীয় লাগায় আর বিরোধী দলীয় নেত্রীর নাম মুখে নিবার আগে ১ ইঞ্চি করে সর্বমোট তিনবার নাক মুখ বাঁকায়। মাননীয় শব্দ তো ভুলেও মুখে নিবেনা, এমনকি বিরোধী দলীয় নেত্রী কইতে তাদের চেতনায় ধাক্কা লাগে। হারামজাদি লাল টিপ ওয়ালি চরম বেয়াদ্দবনি যেইভাবে বেগম জিয়া বেগম জিয়া করছে, আমার তো ইচ্ছে করছে লাল টিপ ওয়ালির গাল বরাবর কষে একটা বসাইয়া দিতে। বেয়াদ্দব কোথাকার!! যেই মুখে মা'র বয়সী মহিলারে এইভাবে সম্বোধন করে সেই মুখে আবার ভদ্রতার বুলি ছড়ায়। আব্বে তেরি তো!!!!!
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন