ফজর, যোহর, আছর, মাগরিব, এশা সহ এতো নামাজ থাকতে সবাই খালি তাহাজ্জুদের নামাজ নিয়ে টানাটানি করে কেন?

লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৮ মে, ২০১৪, ০১:৩৭:০৪ রাত

এই দেশে ওয়াক্তি নামাজ পড়ার

লোক কম হলেও তাহাজ্জুদ নামজীর

অভাব নাই, মাশা আল্লাহ! যেই

দেশের প্রধানমন্ত্রী রেগুলার

তাহাজ্জুদ নামাজ পড়েন সেই দেশের

নাগরিকরা পড়বেনা এমন

আশংকা করাটাই মহাপাপ।

ভালো ভালো বেশ ভালো রাত্রের

ইবাদত উত্তম ইবাদত আল্লাহ

তা’আলা দ্রুত কবুল করেন।

প্রশ্ন: ফজর, যোহর, আছর, মাগরিব,

এশা সহ এতো নামাজ থাকতে সবাই

খালি তাহাজ্জুদের নামাজ

নিয়ে টানাটানি করে কেন?

উত্তর: ভেরি সীম্পল তাহাজ্জুদের

নামাজ দিনে পড়তে হয়না, এই নামাজ

আদায় করার জন্য মসজিদেও

যেতে হয়না। সুতুরাং আপনার চৌদ্দ

গোষ্টির মধ্যে কেউও যদি নামাজ

কি জিনিস নাও জানে তবুও আপনি বুক

ফুলাইয়া দাবী করতে পারেন

আমি রেগুলার তাহাজ্জুদের নামাজ

পড়ি। কার ঠেকা পড়ছে রাত

তিনটা চারটে বাজে আপনি তাহাজ্জুদের

নামাজ পড়ছেন কি না খোঁজ নিতে?

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218839
০৮ মে ২০১৪ রাত ০২:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখানেই তো সব আছে আমি ভোটের কথা কইছিলাম আর কি Tongue Tongue
218847
০৮ মে ২০১৪ রাত ০৩:১৪
সত্যলিখন লিখেছেন : আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
Click this link

সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি পড়ুন
Click this link
218889
০৮ মে ২০১৪ সকাল ০৮:১৬
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বিশেষ করে মহিলা বলে থাকে যে
দেখুন রাতভর ঘুমাতে পারেনি আমার ছোট ছেলেটির জন্য, আর তাছাড়া রাতের তিনটে বাজে যখন তাহাজ্জুত নামাজ পড়তে উঠছি তখনো সে আমাকে ডিস্টার্ব করছিলো।
এটার অর্থ হলো আমি তাহাজ্জুত নামাজ পড়ি,

যে ব্যক্তি নামাজ সম্পর্কে অন্য কাউকে বলে প্রশংসা কুড়াতে চায় তার নামাজ হবে ইবাদতে রিয়া,
হুজুর পাক (দ) বলেন এই ধরনের ইবাদতকারীর মুখকে খন্ডবিখন্ড করা হবে কিংবা তার নামাজকে তার মুখে ছুড়িয়ে মারা হবে।
218910
০৮ মে ২০১৪ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন :
218922
০৮ মে ২০১৪ সকাল ১১:৩২
দ্য স্লেভ লিখেছেন : এর মানে সোজা। ওয়াক্তের নামাজ পড়লে মানুষের চোখে পড়ে,ফলে মিথ্যা বলা যায়না। তাহাজ্জুদ পড়ে মধ্য রাতে। এ বিষয়ে মানুষের মনে এই ধারনা রয়েছে যে, এই নামাজ বিশেষ কিছু...ওয়াক্তের নামাজ তো সাধারন,সকলে পড়ে....

এই সুযোগটা ওরা নিয়েছে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File