আমাদের সমজা ব্যবস্থা বড়ই আজিব
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ০৫ মে, ২০১৪, ১১:২৯:৩৮ রাত
আমাদের সমজা ব্যবস্থা বড়ই আজিব। এখানে তাফসির মাহফিল করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি লাগে। জৈনিক কর্মকর্তা অনুমতি পত্র দিয়ে হে হে হে করে বলবেন হজুর রাত ১২টার মধ্যে দোয়া টোয়া করে শেষ কইরা দিয়েন নাইলে মানুষের আবার ঘুমের ব্যাঘাত হইবে। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে রাত ১২ টা থেকে শুরু করে ভোর পর্য়ন্ত ১০০০/৫০০০ ওয়াট স্পীকার লাগিয়ে ধুমধাম করে গান গাইতে/ বাজাইতে সিটি কর্পোরেশনের অনুমতি লাগেনা। এতে কারো ঘুমের ব্যাঘাতও হয় না। বড়ই আজিব এই সামাজিক ব্যবস্থা, এই ব্যাবস্থায় না পারছি নিজেকে মানিয়ে নিতে না পারছি সইতে। নেতৃত্বে যখন আজাজিল টাইপ লোকেরা থাকে তখন সমাজের এমন দূরদর্শা হওয়াটাই বাঞ্চনীয়। লাথি মারি এই সামাজিকতায় যে সামাজিকতা প্রতিবেশীর সমস্যা বুঝেনা।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন