এ লড়াই বাঁচার লড়াই!!!
লিখেছেন লিখেছেন কাওছার জামাল ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৫৯:৫২ সকাল
আমাদের একটি ভুল ধারনা আছে। আমরা মনে ভিক্ষুকরা বিনা পরিশ্রমে টাকা পয়সা রুজী করতে পারে। আসলে তা না, টাকা পয়সা রুজী করতে পরিশ্রম করতে হয় এম্নি এম্নি টাকা আসেনা। অনেক সময় দেখা যায় অল্প পরিশ্রমে অনেক টাকা রুজী করা যায় কিন্তু বেশিরভাগ সময়ই কঠোর পরিশ্রমের বিনিময়ে অল্প ক'টি টাকা রুজী করা যায়। এই যেমন ভিক্ষুকদের কথা বলি, তারা যে পরিমান পরিশ্রম করে সে পরিমান টাকা রুজী করতে পারেনা। কাল জুম্মার নামজ সিলেট দরগাহ জামে মসজিদে পড়তে গিয়ে অদ্ভুদ এক অবিজ্ঞতা অর্জন করলাম। দেখলাম শত শত ভিক্ষুক রাস্তার দুই ধারে। অল্পপ ক'টি টাকার জন্য তারা কি পরিমান পরিশ্রম ই না করছে, ভাবতেই শিউরে উঠলাম। এক তো তেজদ্বীপ্ত দ্বী-প্রহরের অগ্নিদ্বগ্ধ রোদ, ভ্যাপসা গরম তার মধ্যে গ্যাসের চূলায় তেলে ভাজা উত্তপ্ত তাওয়া সমতুল্য পাকা রোড। কেউ যদি গালি পায়ে এক দুই গজ হাটে তার পায়ে ফোসকা উঠবে। এই অবস্থার মধ্যে একেকজন ভিখারী থালা হাতে নিয়ে খালি পায়ে এদিক ওদিক ছুটাছুটি করছে ২/৪টা টাকার খুঁজে। কেউ হেটে হেটে কেউ বসে বসে আবার কেউ কেউ শুয়ে শুয়ে। একজন ভিখারীকে দেখলাম মাটিতে শুয়ে শুয়ে ভিক্ষা করছে, সে স্থীর না, একবার এপাশ - একবার ওপাশ করে এদিক সেদিক গড়াগড়ি করছে। আমি বেশ কিছুক্ষন শিলাময় পাথরের ন্যায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে ঐ ভিক্ষুককের কষ্টগুলি অনুভব করতে লাগলাম এবং মনে মনে বেশ কষ্ট পেলাম। যে পথে খালি পায়ে হাটতে আমাদের ভীষন কষ্ট হবে, সেই পথে খালি গায়ে শুয়ে একজন ভিক্ষুককে লড়াই করতে হচ্ছে। তাও যেনতেন লড়াই নয়, এ লড়াই বাঁচার লড়াই!!!
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন