নির্বাচন
লিখেছেন লিখেছেন আতিয়ার রহমান ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৩৫:১৭ সন্ধ্যা
শক্তিতে আর কুস্তিতে ফের
আসলো দেশে ,
এ যেন ভাই মুক্ত মাঠে
এক তরফের ভীষণ রণ ।
আসলো দেশে নির্বাচন ।
তিক্ত কথার ভয় দেখিয়ে
গৃহ বন্দী ভোটার সব,
যাচ্ছে যারা সাহস করে
পিটন খেয়ে তুলছে রব ।
p://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/atiar/1398173659.jpg[/img]
রামদা আর সড়কী বল্লম
দেশ বিদেশের অস্ত্র নে,
ভোটার কোথায় লুকিয়ে আছে
খোজ করে তার সন্ধানে ।
মার খেয়ে সব সর্ব শরীর
রক্ত রাঙা রঞ্জিত,
হাসপাতালের বেডে কেহ
ভোট দানেতে বঞ্চিত ।
দুপুর হতে ভোটার বিহীন
একশ একশ হল কাস্ট
শক্তি যাদের তারাই হল
দেশ চালাতে তারাই ফার্স্ট ।
এইতো দেশের নির্বাচন
গণতন্ত্রের মুখোশ পরে
মুক্ত মাঠে চালায় রণ
অদ্ভূত এক নির্বাচন ।
বিষয়: রাজনীতি
৮২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন