কেমন আছো পৃথিবীর সকল ভাই বোনেরা । কে কার ভাই কে কার বোন ! কোথায় যে কে আছে ।

লিখেছেন লিখেছেন সেলাপতি ১১ এপ্রিল, ২০১৭, ১০:০৭:৪৪ সকাল



ভাই-বোনের সম্পর্কটা এই পৃথিবীতে অনিন্দ সুন্দর আর শুভ্রতায় ভরা, এক কাব্যের মালা । পৃতিবীতে আবষ্কিৃত আথবা মানুষের গোচরে আসা সম্পর্ক গুলোর মধ্যে অপ্রতিদ্যন্দি এ মেলবন্ধন । সকালের ঝগড়া শেষে বিকালের মুখবাকানো সন্ধ্যার ভালবাসায় রাতের উজ্জল তারকার আনাগোনা । কেউকাউকে কষ্ট দিলে দাউদাউ করে জলে উঠে মনের ভিতর ।

মনের ভিতর আনছান ভাব লেগে থাকে কি যেন করলে ফুলকি দিয়ে হেসে উঠবে বোনটির মন । বোনেরা ভাবে কি যেন বানিয়ে খাওয়াতে পারলে ভাইটি বলে উঠবে বাহ দারুনতো । এমনই এক সম্পর্ক ভাই আর বোনের ............................

ও ভাই , ভাইয়া , ভাইরে, দাদা । বেনেরা এইধরনের শব্দেই সাধারনত তাদের হৃদ্র্য ভইদের ডাকে । ভাইরা তাদের ঐশ্বরিক বোনকে সাধারনত আপা,দিদি, বুইজা , বুবু ,বরফা নামে ডেকে স্বর্গিয় ছন্দ অনুভব করে থাকে ।

যে যেভাবেই ডাকুক তুই এর মধ্যেই পড়ে থাকে সবগুলো ভালবাসা চিরটাকাল ।

আজ কেন যে বোনগুলারে খুব মনে পড়ছে ।

তোমরা ভালথাক খুব ভাল থাক ।

তোমাদের বসবাস হোক সুখের সেরা স্থানটাতে ।











বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382611
১১ এপ্রিল ২০১৭ রাত ০৮:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
382620
১২ এপ্রিল ২০১৭ বিকাল ০৪:২০
হতভাগা লিখেছেন : পাড়ার কোন বখাটে দাঁড়া কোন মেয়ে ইভ-টিজিং এর শিকার হলে মেয়েটির ভাইটি এগিয়ে যায় প্রতিবাদ করতে + সাইজ করতে ঐ বখাটেরকে ।

কোন বোন কি তার স্নেহের বা শ্রদ্ধেও ভাইটি যখন তার ভাবীর মানসিক অত্যাচারের শিকার হয় তখন কি প্রতিবাদ করতে এগিয়ে আসে?
১৩ এপ্রিল ২০১৭ সকাল ০৯:৩৫
316171
সেলাপতি লিখেছেন : আসেনাতো ।
১৩ এপ্রিল ২০১৭ সকাল ০৯:৪৩
316172
হতভাগা লিখেছেন : আবেগ প্রদর্শন সময়ের পরিক্রমায় বোকামী বা স্ব-বিরোধী হয়ে যায় ।

বাস্তবতাকে সামনে আনা উচিত । ছাড়া Give and take দুনিয়া চিন্তাই করা উচিত না । কারও জন্য কিছু করার আগে চিন্তা করা উচিত সে আমার জন্য কিছু করেছে কি না বা করতে পারবে কি না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File