কৃত্রিম এক বাংলাদেশ দেখবো আমরা
লিখেছেন লিখেছেন সেলাপতি ২২ অক্টোবর, ২০১৬, ০৯:৪২:৪১ সকাল
চলছে কৃত্রিমতার ছড়াছড়ি । আমাদের উন্নতি , গনতন্ত্র , দেশপ্রেম হাসি , ভালবাসা সবই কৃত্রিম । সোহরাওয়ার্দি উদ্যানে কৃত্রিম শাপলা ফুল দিয়ে সাজানো হর্য়েছে ক্ষমাতাবান দলের ২০তম সম্মেলন । এখানে চলবে কৃত্রিম দুই নেতার নির্বাচন । তারা থাকবে কৃত্রিম দেশপ্রেমে ভরা । শুনানো হবে কৃত্রিম উন্নয়নের ফিরিস্তি ।
উল্যেখ্য খাতে যে এই সম্মেলন উপলক্ষে আমার কাছ থেকে জোর পূর্বক ১৫ হাজার টাকা নেয়া হয়েছে । আমার মনে হয় এভাবে লাখ লাখ মানুষের কাছ থেকে চাঁদা নেয়া হয়েছে ।
হে আল্লাহ এরা যদি দেশের জন্য উপকারী হায় তবে ক্ষমা করে দাও । অন্যথায় তারা যদি এভাবে করতেই থাকে তাহলে তাদের ধ্বংস করে দা্ও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও । আমি অত্যাচারিত আমি নিপিড়িত ।
অবস্থা এমন কারো কাছে বলা যায় না । মামলা দিতে গেলে পুলিশ উল্টা অপরাধী সাজায় ।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন