মাফ চাই ।

লিখেছেন লিখেছেন সেলাপতি ২৩ আগস্ট, ২০১৬, ১১:০১:৩২ সকাল



আমাকে কেউ যদি বলে চুহাত্তুরের দুর্ভিক্ষ কথা বল

আমি বলব না আমাদের দেশে কোন দুর্ভিক্ষ হয়নি ১৯৭৪ সালে,

তখন কেউ না খেয়ে থাকেনি , কোন অপমৃত্যু হয়নি কোন কংকালসার ছবি কেউ আঁকেনি । জয়নুলের দুর্ভিক্ষের আঁকা ছবি মিথ্যা কল্পনা ছিল ।

কারন তখন মুজিব ক্ষমতায় ছিলেন ।

আমার কাছে কেউ জানতে চেও না সিরাজ শিকদার কিভাবে মারা গেছে কিভাবে তাহলে আমাকে হয়তো বলতে হবে তিনি আত্নহত্য করেছেন ।

প্লিজ জানতে চাইবেন না বাকশাল কি । তাহলে আমাকে বলতে হবে এটি আনন্ত গৌরবের এক নাম । আবার যদি বলেন তাহলে এখন কেন হচ্ছে না বাকশাল তহলে আমাকে নিরুত্তর থাকতে হবে , নয়তো বলতে হবে এখন আমরা বাকশালের কাছাকাছি ।

কোন ভাবেই জানতে চাইবেন না তাজউদ্দিসকে কেন অপমানিত করে বের করে দেয়া হল মন্ত্রী পরিষদ থেকে ?

তাহলে আমাকে তাজউদ্দিন এর অনাকাঙ্খিত মিথ্যা দুর্নাম করতে হবে ।

কারন তখন জাতীর জনকের ক্ষমাতাকাল ছিল ।

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376688
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : এখন থেকে কাব ঝাব বন্ধ করে দেন । বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে উল্টা পাল্টা কিছু বললে যাবৎজীবন /+ ১ কোটি টাকা জরিমানা ।
376754
২৪ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:২৭
কুয়েত থেকে লিখেছেন : তখন কেউ না খেয়ে থাকেনি কোন অপমৃত্যু হয়নি কোন কংকালের ছবি কেউ আঁকেনি। জয়নুলের দুর্ভিক্ষের আঁকা ছবিও মিথ্যা কল্পনা ছিল। কারন তখন মুজিবকাকু ক্ষমতায় ছিলো। এই জাতির কপালে আরো কতযে দুর্গতীআছে তা আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File