পরীক্ষা পাশের আনন্দ আর জমি দখলের আনন্দ এক নয় ।

লিখেছেন লিখেছেন সেলাপতি ২০ আগস্ট, ২০১৬, ১২:৫৫:৩২ দুপুর



উপরের ছবিটি প্রচার করেছে প্রথম আলো বিষয় এইচএসসি রেজাল্ট । একটা সময় ছিল আমাদের দেশের অতিরিক্ত প্রচারিত দৈনিক প্রথম আল এসএসসি/এইচএসসি ফলাফলের দিন কতগুলো সুন্দর সুন্দর চেহারার মেয়ের ছবি ছেপে দিত । মনে হয় শিক্ষা আর এর ভাল রেজাল্ট সুন্দর চেহারার মেয়েদের জন্যই । এদের কাজ কর্মে পরিমলীয় ললসা লুকিয়ে থাকে ।

তাদের আগের ছাবি গুলো এই







ইন্ডিয়ার আনন্দ বাজার পত্রিকা এবার প্রচার করল এই ছবিটি





আমেরিকাতে তাদের ফলাফলের সময় তাদের পত্রিকা প্রকাশ করে এই ধরনের ছবি ।



জমি দখলের আনন্দ আর পড়ালেখার কৃতিত্বের আনন্দ এক নয় । এটা আনিসুল হকরা বুঝে না এটা কে বিশ্বস করবে ? আসলে তারা যখন যাকে দিয়ে ব্যবসাটা করে নেয় । যেমন

গুলতেকিনের খবর নাই এখন ব্যবসাটা করছে শাওনকে দিয়ে ।

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376496
২০ আগস্ট ২০১৬ দুপুর ০২:৩২
কুয়েত থেকে লিখেছেন : অতিরন্জিত কোন কিছুই ভালো নয়।



































অতিরন্জিত কোন কিছুই ভালো নয় সাফল্যর জন্য আমরা আনন্দিত। ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ







376721
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : কমবেশী পাশ তো আমাদের আমলেও হয়েছিল । তখন তো এরকম উল্লম্ফন ফূর্তি দেখা যায় নাই ।

এরকম ফুর্তিময় চেহারা কি আগামী ৬/৭ বছর পর দেখা যাবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File