আমরা কেন খবর দেখবো ??? কেন এত পত্রিকা পড়বো ????

লিখেছেন লিখেছেন সেলাপতি ০৬ আগস্ট, ২০১৬, ০৯:১৭:০৪ সকাল











আমাদের দেশের কোন চ্যানেল কি কথনো রামপাল বিদ্যুৎ নিয়ে আমাদের কোন কিছু জানিয়েছে । এতে আমাদের কি উপকার হবে বা ক্ষতি হবে ? ফারাক্কার বাঁধ নির্মানের কারনে আমাদের দেশের কৃষির কত ক্ষতি হলো তা তারা আমাদের কোন দিন রিপোর্ট করেছে করেনি । বিএসএফ যে মানুষ মেরেছে মীমান্তে তাও কোনদিন আমাদের জানায়নি । ফেলানির মৃত্যুর খবর আমরা জেনেছি আমরা বিদেশি পত্রিকা থেকে । বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে কোরিডোর নিলো তার ই বা আমরা কি জানি ?

তাহলে এত চ্যানেল কেন ? কেন এত সার্কুলেটেড দৈনিক থাকাবে তারা আসলে কিসের সেরা ? খবরের নাকি তাবেদারির ?

আমরা কেন দেখবো তাদের খবর । আর টক শো গুলোতে তো যেন খাালেদ ,জিল্লুরেরা জনবিরোধি কাজ গুলোর পক্ষেই মতামত দেখা যায় ।

এক সময় বঙ্গবন্ধু সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মনে হয় এই করনেই । আসলে এদের কোন দরকার নেই ।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375941
০৬ আগস্ট ২০১৬ সকাল ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারও বেশি দেরি নাই। অনলাইন বন্ধ করা দিয়ে শুরু হয়েছে।
375950
০৬ আগস্ট ২০১৬ দুপুর ০৩:০২
কুয়েত থেকে লিখেছেন : ওরা অনোমোদন দিতেও পারে আবার তা বন্ধও করতে পারে। এই কারনেই তারা চাটারকাজে ব্যস্ত নিজেদের রক্ষার জন্য। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File