জুলাই মাসের তার্কিশ ক্যারিশমা
লিখেছেন লিখেছেন সেলাপতি ২৮ জুলাই, ২০১৬, ০৩:১৩:২৮ দুপুর
১. কিভাবে ট্যাংক থামাতে হয়
দেখা গেছে তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পরপরই দেশটির নাগরিকরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন 'যেভাবে ট্যাংক থামাতে হয়'। কেউ কেউ আবার চাকা অচল করে ট্যাংক থামানোর কৌশলটি ব্যাখ্যা করতে অ্যানিমেশনও ব্যবহার করেন।
ট্যাংকের নলে পোশাক
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সানলিউরফার এক কাবাব বিক্রেতা একটি ট্যাংক থামাতে এর গোলা ছোড়ার নলের মধ্যে নিজের জামা-কাপর ঠেঁসে ধরেন।
ট্যাংক থামাতে ট্রাক
ইউটিউবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের একটি ট্যাংক থামাতে স্থানীয় পৌরসভার একটি ট্রাক উঠিয়ে দেয়া হয়েছে।
২. এরদোগানের হোটেলের ঠিকানা জানতো না খুনিরা
অভ্যুত্থান চেষ্টার রাতে প্রেসিডেন্ট এরদোগান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবকাশ যাপনের শহর মারমারিসের গ্রান্ড ইয়াজিসি হোটেলে ছিলেন। সেখানে তাকে হত্যা করতে পাঠানো হয়েছিল একদল অভ্যুত্থানচেষ্টাকারী সেনাকে।
তবে খুনিরা গ্রান্ড ইয়াজিসির ঠিকানা জানতে না। তারা স্থানীয়দের কাছে হোটেলের ঠিকান খুঁজে বেড়াচ্ছিলেন। ততক্ষণে অবশ্য এরদোগান নিরাপদে সরে যান।
৩. জ্বিন দিয়ে ভক্তদের বশে আনছেন গুলেন
অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার কয়েক দিন পর ঘটনার জন্য অভিযুক্ত যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিতর্কিত ধর্মগুরু ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে অদ্ভূত এক অভিযোগ করেছেন আংকারা মেয়র মেলিহ গোকচেক। তার দাবি, গুলেন তার অনুসারীদের জ্বিনের সাহায্যে বশীভূত করে রেখেছেন।
৪. সেই তালালের শিষ্য ছিলেন গুলেন
অভ্যুত্থান চেষ্টার জন্য অভিযুক্ত ফেতুল্লাহ গুলেন ছিলেন তুরস্কের কুখ্যাত অভ্যুত্থান চেষ্টাকারী কর্নেল তালাল আইদেমিরের সাক্ষাৎ শিষ্য! তালাল ৬০'র দশকে দু'দফা অভ্যুত্থানের চেষ্টা চালান।
প্রথমবারের চেষ্টার জন্য তালালকে ক্ষমা করা হলেও পরের বারের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। সামরিক বাহিনীতে তালালের অধীনে গুলেন রেডিও অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে নিজের এক বইয়ে দাবি করেছেন তুর্কি সাংবাদিক মেহমেত বারলাস। ২০০০ সালে তার বইটি প্রকাশিত হলেও গত ১৫ জুলাই রাতে অভ্যুত্থান চেষ্টা পর্যন্ত এটি অলক্ষেই ছিল।
৫. অভ্যুত্থান ঠেকান আরেক অভ্যুত্থানের দণ্ডিতরা
এবারের অভ্যুত্থান চেষ্টা ঠেকিয়ে দেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে এক জেনারেল ও দুই কর্নেল ছিলেন ২০০৩ সালে বালিউজ অভ্যুত্থান চেষ্টার জন্য দণ্ডিত। গুলেনপন্থী বিচারকরা সাজানো বিচার করে তাদের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
৬. রহস্যজনক ডলার বিল
অভ্যুত্থানকে কেন্দ্র করে গুলেনপন্থী সেনাদের মধ্যে ডালারের বিল চালাচালির মাধ্যমে একটি গোপান বার্তা আদান-প্রদান হয়েছিল। এতে ইংরেজি 'এফ' আধ্যাক্ষর দিয়ে গুলেনপন্থী অফিসার, 'জে' দিয়ে নিম্নপদস্থ সেনা সদস্য এবং 'সি' দিয়ে ব্যবসায়ীদের বুঝানো হয়েছে।
গুলেন ভবিষ্যতের ঝুঁকির কথা বিবেচনা করে রহস্যময় গুপ্তগোষ্ঠী ফ্রিম্যাসানিদের মতো ডলারের প্রতীক এবং আরেক গোষ্ঠী ইলুমিনাতিদের মতো সংখ্যা ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে।
৭. গুলেনপন্থীদের পাত্তা দেননি সেনাপ্রধান
অভ্যুত্থান চেষ্টাকালে তুর্কি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রায় সবাইকে জিম্মি করা হয়েছিল এবং অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা মুক্তি পান। তাহলে যুগপৎভাবে প্রশ্ন জাগে যে, শীর্ষ কর্মকর্তা বিপক্ষে থাকলে বিপথগামীরা অভ্যুত্থান চেষ্টার সুযোগ পেল কিভাবে?
এ প্রশ্নের একটি জবাব দিয়েছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত আইনজীবী আহমেদ জিক উকুক। তিনি জানান, তুর্কি সামরিক বাহিনীতে গুলেনপন্থী মাঝারি কমকর্তাদের গতিবিধির ব্যাপারে শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করে আসছিলেন নিম্নপদস্থ কর্মকর্তারা।
একজন কর্মকর্তা এ বিষয়ে সেনাপ্রধান হুলুসি আকারের সঙ্গে দেখা করার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু আকারের প্রধান সহযোগী নিজেই একজন গুলেনপন্থী হওয়ায় ওই কর্মকর্তাকে এক বছর ধরে অপেক্ষা করিয়ে রাখেন।
৮. গুলেনের বই নদী-নর্দমায়
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর গুলেনের লেখা বইপত্র নদী-নর্দমা ও ডাস্টবিনে ছুড়ে ফেলছেন তুর্কিরা। গুলেনের বইয়ের স্তুপ পুড়িয়ে দেয়ার সময় একজন ইমামকে আটকও করা হয়।
৯. গুলেনের বাড়িতে হবে পাবলিক টয়লেট
বিতর্কিত ফেতুল্লাহ গুলেন তুরস্কের যে শহরে বেড়ে ওঠেছেন সেখানে তার বাড়িটিকে পাবলিক টয়লেট পরিণত করা হবে। গুলেন অভ্যুত্থান চেষ্টায় জড়িত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
১০. সেনা পোশাকে বেসামরিক গুলেনপন্থীরা
১৫ জুলাই অভ্যুত্থানের রাতে গুলেনপন্থীদের অনেকেই সেনাবাহিনীর পোশাক পরে অভ্যুত্থান চেষ্টাকারী সেনাদের সঙ্গে যোগ দিয়েছিল। ইস্তাম্বুলের একটি ট্যাংক থেকে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় গুলেনপন্থী হিসেবে বরখাস্ত হওয়া একজন সাবেক পুলিশ প্রধানকে আটকও হন।
গুলেনপন্থী সামরিক কর্মকর্তারা বেসামরিক গুলেনপন্থীদের সেনাবাহিনীর পোশাক সরবরাহ করেছিল। তবে তারা মিলিটারি বুটজুতা সরবরাহ করতে পারেনি। অভ্যুত্থান চেষ্টার ছবি দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(টার্কির পতাকার মাঝে জার্মানীর পতাকা কেন)
মন্তব্য করতে লগইন করুন