তুর্কি বিদ্রোহী এবং মিশরের গনন্ত্রমনাদের মানবাধিকার দুইরকম !!!

লিখেছেন লিখেছেন সেলাপতি ২৬ জুলাই, ২০১৬, ০৯:৪৩:২৯ সকাল



মিশরে মানবাধিকার লঙ্ঘন হয়নি তুরষ্কে হচ্ছে । বিষয়টি কি সত্যি নাকি দৃষ্টিভঙ্গি । কোথায় দাড়াবে মানুষ কোথোয় আমাদের অধিকারের ছায় । আমাদের বিশ্বাসের ঠিকানাইবা কি







আজ বাংলাদেশের এক নম্বর দাবীদার প্রথম আলো একপি রিপোর্ট করেছে যে তুর্কি বন্ধিদের মানবাধিকার রক্ষা হচ্ছে না । তাদের সাথে গন্ত্রসুলভ আচরনের যথেষ্ট অভাব দেখছেন তারা ।

কিন্তু বেশ কতক আগে যখন মিশরে সেনা বিদ্রোহ হলো তখন বিশ্ব মিডিয়া এমনটি বলেনি বরং বিশ্ব মিডিয়া গনন্ত্রীদের দোষ খুজেদিত এই বলে যে মিশরের গনতন্ত্রীরা অযোগ্য । গনতন্ত্রীদের সাথে আলকায়েদার সম্পর্ক আছেকিনা তা দেখতে হবে । এমন সব কথা বলে বিভাজন করা হত ।

দুটি ঘটনার পুর্বাপর বিশ্লেষনে দেখা যায় আসলে বিরোধিতা এবং মানবাধিকার বিষয়টি স্বার্থ সংশ্লিষ্ট এবং ইসলাম রিলেটেড । এলার্জি তো জেনেটিক ট্রেড রিলেটেড ।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375293
২৬ জুলাই ২০১৬ সকাল ১০:৩১
হতভাগা লিখেছেন : মিশরে তাদের মতের সরকার গঠিত হয়েছে , তুরষ্কেও সেরকম কিছু ঘটাতে চেয়েছিল - পারে নি । বিধায় মাথা নষ্ট ।

প্রথম আলো গোত্রীয় পত্রিকা নিয়মিত পড়া উচিত এদের ভন্ডামী ও কূঁটচাল কোথায় কোথায় এপ্লাই করতে চায় সেটা বোঝার জন্য । শুধু বুঝলেই হবে না , সচেতন হতে হবে।
২৬ জুলাই ২০১৬ সকাল ১১:৩৫
311187
সেলাপতি লিখেছেন : কিন্তু এত সচেতন মানুষ কোথায় পাবো ?
২৬ জুলাই ২০১৬ দুপুর ১২:১৮
311190
হতভাগা লিখেছেন : সচেতন কেউ দেখে হয় , কেউ শুনে হয় এবং কেউ আবার ঠেকে হয় ।
375312
২৬ জুলাই ২০১৬ দুপুর ০২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলু নিজের দেশেই দেখেনা আবার মিশর-তুরুস্ক!!!
375317
২৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পঁচা আলু মাথা খারাপ হয়ে গেছে তুরস্কে সেক্যুলারদের অভ্যূত্থান ব্যর্থ হওয়ায়।
375341
২৬ জুলাই ২০১৬ রাত ০৯:১৪
কুয়েত থেকে লিখেছেন : মিশরেতো ওরা তাদের মতের সরকারই গঠন করেছে বা গঠিত হয়েছে তুরষ্কেও ওরা তাই করতে চেয়ে ছিল কিন্তু সেরকম কিছু ঘটাতে তারা সক্ষম হয়নি। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File