মিরিয়েম উজেরলী সুলতান সুলেমানের হুররাম সুলতান

লিখেছেন লিখেছেন সেলাপতি ২৪ জুলাই, ২০১৬, ১১:৪৫:৫৯ সকাল













হুররাম। দেখতে অনেকটা বিখ্যাত ‘টাইটানিক’ মুভির নায়িকা কেট উইন্সলেটের মতো। সিরিয়ালটিতে তার চরিত্র অনেকটা খলনায়িকার। তার ভেতরে সম্রাজ্ঞী হওয়ার ইচ্ছা সুতীব্র। দর্শক ইতিমধ্যে বলতে শুরু করেছেন, রূপের ফাঁদে ফেলে, সুকৌশলে সুলতানকে বসে আনার দারুণ অভিনয় করছেন তিনি। কিন্তু কে এই হুররাম? কী তার আসল পরিচয়?

হুররামের আসল নাম মেরিয়েম উজেরলি। ১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে ক্যাসেলে। জার্মানিতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুররাম (বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত নাম) তার অভিনয় জীবন শুরু করেন। তিনি মূলত তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল। ২০১০ সালে একটি ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। জার্মান টিভিতে সেটি প্রচারিত হয়। একই বছর ‘জার্নি অব নো রিটার্ন’ সিনেমায় অভিনয় করেন তিনি।

২০১২ সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

মেরিয়েম তুরস্কেও জনপ্রিয়। এই জনপ্রিয়তা তিনি অর্জন করেন ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’তে অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালটিই ‘সুলতান সুলেমান’ নামে আমাদের এখানে প্রচারিত হচ্ছে।

স্থায়ী আবাস ইস্তানবুল





















হুররাম। দেখতে অনেকটা বিখ্যাত ‘টাইটানিক’ মুভির নায়িকা কেট উইন্সলেটের মতো। সিরিয়ালটিতে তার চরিত্র অনেকটা খলনায়িকার। তার ভেতরে সম্রাজ্ঞী হওয়ার ইচ্ছা সুতীব্র। দর্শক ইতিমধ্যে বলতে শুরু করেছেন, রূপের ফাঁদে ফেলে, সুকৌশলে সুলতানকে বসে আনার দারুণ অভিনয় করছেন তিনি। কিন্তু কে এই হুররাম? কী তার আসল পরিচয়?

হুররামের আসল নাম মেরিয়েম উজেরলি। ১৯৮৩ সালের ১২ আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে ক্যাসেলে। জার্মানিতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুররাম (বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত নাম) তার অভিনয় জীবন শুরু করেন। তিনি মূলত তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল। ২০১০ সালে একটি ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। জার্মান টিভিতে সেটি প্রচারিত হয়। একই বছর ‘জার্নি অব নো রিটার্ন’ সিনেমায় অভিনয় করেন তিনি।

২০১২ সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

মেরিয়েম তুরস্কেও জনপ্রিয়। এই জনপ্রিয়তা তিনি অর্জন করেন ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’তে অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালটিই ‘সুলতান সুলেমান’ নামে আমাদের এখানে প্রচারিত হচ্ছে।

স্থায়ী আবাস ইস্তানবুল











বিষয়: বিবিধ

২৪৩৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375154
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৫০
হতভাগা লিখেছেন : মাঝে মাঝে টিভি চ্যানেল স্কিপ করার সময় দীপ্ত টিভির এই সিরিয়াল চোখে পড়ে ।

ঈদের আগে তো হুররামের মুখ পুড়িয়ে দিয়েছিল ?এখন কি অবস্থা ?

সুলতান সুলেমান কি সোলাইমান (আঃ) কে নিয়ে ঘটনা ?

ভারতীয় সিরিয়ালের বিপরীতে এই সিরিয়াল মহিলা সমাজে ভালই মার্কেট ধরেছে বলেই মনে হয় ।

এই নায়িকাকে আমার কেট উইনস্লেটের চেয়ে এক্স- ফাইলসের স্কেলি (জিলয়ান এন্ডারসন) এর মত লাগে দেখতে ।
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৫৬
311125
সেলাপতি লিখেছেন : লিখেছেন : ঠিক বলেছেন । বাজার ধরেছে ভালই । মুলত সিরিয়ালটি একটি সৌজন্য উপহার । তুরেুস্কের জতীয় দিবসে এই চ্যানেলের এক নিতিনির্ধারনি লোক ছিলেন তাকেই তার্কি এম্বাসির এক কর্মকর্তা অফার করেন এই সিরিজটি নেয়ার । সিরিয়ালটির তার্কি নাম ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি ।
375155
২৪ জুলাই ২০১৬ দুপুর ০১:৫৫
সেলাপতি লিখেছেন : ঠিক বলেছেন । বাজার ধরেছে ভালই । মুলত সিরিয়ালটি একটি সৌজন্য উপহার । তুরেুস্কের জতীয় দিবসে এই চ্যানেলের এক নিতিনির্ধারনি লোক ছিলেন তাকেই তার্কি এম্বাসির এক কর্মকর্তা অফার করেন এই সিরিজটি নেয়ার । সিরিয়ালটির তার্কি নাম ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি
375193
২৪ জুলাই ২০১৬ রাত ১০:০৬
নাবিক লিখেছেন : হুররেমের উপর ক্রাশ খাইসি Big Grin
375209
২৫ জুলাই ২০১৬ রাত ০৩:০৮
কুয়েত থেকে লিখেছেন : দর্শক ইতিমধ্যে বলতে শুরু করেছেন, রূপের ফাঁদে ফেলে ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File